
14/07/2025
কোনো মেয়েই বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না.... 😭
বেশিরভাগ বাড়ির বউকে নিজে হাতে খারাপবানানো হয় ।👍
তাদের প্রতিটি কাজে ক্ষুত ধরে ।
কথা শুনিয়ে শুনিয়ে, বাড়ির বউকে জোর করে নিজের শাশনে রাখার অধিকার দেখায় ।
বাধ্য করে বাড়ির বউকে ধৈর্য্যর বাঁধ ভেঙে খারাপ হয়ে উঠতে। 🙏
ছোট বড়ো কোন দোষ পেলেই আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে।
আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এক তরফা বাড়ির বউটার নামে নিন্দা শুনতে শুনতে....
বাড়ির বৌটাকে খারাপ বলে মেনে নেয় ।😭😭😭😭😭😭
তাই বলছি বাড়ির বৌএর নিন্দা না করে।🙏 সে যদি কোন ভুল করে তাকে বোঝান । বৃদ্ধ বয়সে একমুঠো ভাত সেই বাড়ির বৌটাই দেবে । যাদের কাছে নিন্দা করছেন তারা না ❤️
Good morning🥱