
21/03/2025
সুখবর ঝাড়গ্রাম জেলাবাসী ❤️🛵💫
প্রতীক্ষার অবসান, অবশেষে ঝাড়গ্রাম শহর এ শুরু হল Rapido বাইক পরিষেবা।।।
Join rapido and earn at your will. Here is
my referral code: RTFZA7L
Download at Rapido app https://m.rapido.cc/KKhL/l14nzhgx
■ ঝাড়গ্রাম শহরে বাইক ট্যাক্সি পরিষেবা চালু হল বৃহস্পতিবার থেকে। অ্যাপের মাধ্যমে নিজের লোকেশন থেকে যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যের জন্য বাইক ট্যাক্সির বুকিং করতে পারবেন। সর্বনিম্ন ভাড়া ২১ টাকা। কিলোমিটার অনুযায়ী সর্বোচ্চ ভাড়া নির্ধারণ হবে। ২০১৫ সাল থেকে বেঙ্গালুরুর একটি সংস্থা দেশজুড়ে বিভিন্ন শহরে এই পরিষেবা চালু করেছে। পর্যটনশহর ঝাড়গ্রামও সেই তালিকায় জুড়ল। সংস্থার তরফে ঝাড়গ্রামের দায়িত্বপ্রাপ্ত সূর্যাংশু দাস জানান, আপাতত ঝাড়গ্রাম শহর ও সংলগ্ন কয়েকটি এলাকায় পরিষেবা মিলবে। ৪০ জন যুবক বাইক নিয়ে পরিষেবা শুরু করেছেন। জেলার সব ব্লক সদরেই এই পরিষেবা চালুর চেষ্টা হচ্ছে।||