21/01/2023
সকলকে আমার পক্ষ থেকে রাধে রাধে জানাই 🙏🙂
এটা আমার দ্বিতীয় পোস্ট
রেসিপির নাম- মসলা মাশরুম
উপকরন মসলা -- সামান্য পরিমাণ আদা, পাঁচটা কাজুবাদাম ,দুটো কাঁচা লঙ্কা ,এক কাপ পরিমাণ নারকেল কোরানো , দুটো টমেটো, সব মসলা গুলিকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। আলাদা ভাবে তিন চামচ ফেটানো টক দই।
পদ্ধতি --প্রথমে কড়াই গরম করে সামান্য পরিমাণ তেল দিয়ে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম গুলোকে ভালো করে শ্যালো ফ্রাই করে তুলে নিতে হবে। তারপরে করাইতে তেল দিয়ে দুটো এলাচ আর দুটো লবঙ্গ , সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্য একটু হিং আর এক চামচ পরিমাণ ঘি দিতে হবে। মিক্সিতে বেটে রাখা পেস্ট টি করাইতে দিয়ে দিতে হবে ভালো করে মশলাটা কষাতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে যায়। এরপর ফেটানো টক দই টা দিয়ে দিতে হবে ফেটানো টক দই দিয়ে দেওয়ার পরে ভালো করে তেল ছেড়ে আসলে ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো সামান্য পরিমাণ দিতে হবে। মসলা কষানোর পর ওর মধ্যে শ্যালো ফ্রাই করে রাখা ক্যাপসিকাম আর মাশরুম গুলোকে (গরম জলে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ধুয়ে রাখা)ওর মধ্যে দিয়ে দিতে হবে। একটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে যে এর এই সবজিটি করার জন্য কোনরকম জল ব্যবহার করা যাবে না কারণ মাশরুম থেকে জল বেরিয়ে যাবে। ধিমি আঁচে মাশরুম কষানোর পরেই রেসিপিটি রেডি হয়ে গেল উপর থেকে সামান্য পরিমাণ গরম মসলা গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নিন। কিছুক্ষণ রেখে তারপরে ভগবান কে ভোগ লাগিয়ে সেবা করুন।
এই রেসিপি গরম গরম ভাত,রুটি, পরোটা, লুচির সাথে খেতে দারুন লাগবে 😋😋
ভাল লাগলে চ্যানেলটিকে follow করে আমার পাশে থাকবেন।🙏🙏