Ganer Majhe Tumi

Ganer Majhe Tumi •মনের গহীনে লুকিয়ে রাখা কিছু কথা গানে গানে।
•মন ছুঁয়ে যাওয়া গানের লিরিক্স
• মুখে যা বলা যায় না তা গানে গানে বলে যাওয়া

তুমি বৃষ্টি চেয়েছো বলেকত মেঘের ভেঙেছি মনআমি নিজের বলতে তোমায় চেয়েছিতুমি যাওনি কিছুই বলেআজও পাল্টে ফেলিনি মনশুধু নিজের...
27/12/2024

তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন

আমি নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি

তুমি শান্ত
তবুও কি চেয়েছি

এ মন ভাঙত
ভোর হবে ঠিকই
রাত জানত
যতটুকু জড়িয়ে থাকা যায়

তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে
বরাবর দোটানা তে থাকলে
কিভাবে আজীবন বাঁচা যায়

তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি

তবু জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি

30/11/2024
তুমি বৃষ্টি চেয়েছো বলেকত মেঘের ভেঙেছি মনআমি নিজের বলতে তোমায় চেয়েছিতুমি যাওনি কিছুই বলেআজও পাল্টে ফেলিনি মনশুধু নিজের...
24/11/2024

তুমি বৃষ্টি চেয়েছো বলে
কত মেঘের ভেঙেছি মন

আমি নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি যাওনি কিছুই বলে
আজও পাল্টে ফেলিনি মন
শুধু নিজের বলতে তোমায় চেয়েছি

তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি

তুমি শান্ত
তবুও কি চেয়েছি

এ মন ভাঙত
ভোর হবে ঠিকই
রাত জানত
যতটুকু জড়িয়ে থাকা যায়

তুমি হাসলে
নাকি ফের পেছন থেকে ডাকলে
বরাবর দোটানা তে থাকলে
কিভাবে আজীবন বাঁচা যায়

তুমি অন্য ঘরেই থেকো
আমার নামে রাগ জমিয়ে রেখো
আমি সবটুকু দোষ তোমায় দিয়েছি

তবু জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি
তুমি জানতেই পারো না, তোমায়
কত ভালোবেসেছি


Ananta Routh

কতটা মিনতি রেখে গেলেকারো মন পাওয়া যায়]-২কতটা কঠিন হলে হৃদয়ভালবাসা হেরে যায়।কতটা মিনতি রেখে গেলেকারো মন পাওয়া যায়।[যে সুর...
11/11/2024

কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়]-২
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।
[যে সুরের ঝংকারে
পোড়া বাঁশি বাজেনা।
সে সুরের আবেশে
রাধার মন সাজেনা]-২
সে সুরের আহ্বানে
মন ছোটে অজানায়
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।
যে তিমিরে মনটা রয়ে গেল একাকী
সে মনে জ্বালবে কে আলো?
যে দীপ জ্বলেনি সন্ধ্যাপ্রদীপ হয়ে
সে দীপের দাম কী বলো?
[কখনও ভেবেছো কি সূর্য কি হয় সুখী?
যদিও সূর্যমুখী ব্যাকুল তার প্রেমে]-২
তবুও আরাধ্য প্রেম
কখনও কি মাঝপথে থেমে যায়?
কতটা কঠিন হলে হৃদয়
ভালবাসা হেরে যায়।
কতটা মিনতি রেখে গেলে
কারো মন পাওয়া যায়।

Kotota Minoti Rekhe Gele Lyrics

কতটা মিনতি রেখে গেলে
Kotota Minoti Rekhe Gele (2022)
কথা: রুকসানা বেগম
(চট্টগ্রাম,বাংলাদেশ)
সুর ও সংগীত: দেব
কণ্ঠ: শুভমিতা ব্যানার্জী

বল মন সুখ বল বলে চল অবিরলতোর সুখ নামে যদি সুখ আসে জীবনেবল মন বলে চল না ভেবেই ফলাফলযদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।বল মন প...
27/10/2024

বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে
বল মন বলে চল না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।

বল মন প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল যে জানে সে জানে
একা তুই ই সম্বল।

বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।

দুটি চোখ ঢাকে যদি আঁধার
আসে যদি বাধা আবার আবার
যুগ যুগ ধরে তোর পথ চলা
পথেরি ধুলোতে খোঁজা সিংহদ্বার
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি
ঝরা ফুল সঙ্গী
আরো কতো যে বাকি।

তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে একা তুই ই সম্বল।

বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।

জানিনা এ অসনির আভাস
ভোরের আকাশ ভুলেছে বিভাস
বাতাসের বাঁশি কই সুর ছড়ায়
নিথর বনানি ছড়ায় দীর্ঘশ্বাস
তবু পথ আরো পথ
শুনি জীবন নাকি..
ঝরা ফুল সঙ্গী আরো কত যে বাকি

তবু বল প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল
যে জানে সে জানে একা তুই ই সম্বল।

বল মন সুখ বল বলে চল অবিরল
তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে।
বল মন বলে চল না ভেবেই ফলাফল
যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।
বল মন প্রেম বল প্রেমহীন জীবনে
জীবনে না থাকুক প্রেম থাকুক স্বপনে
ওরে বল মন বল যে জানে সে জানে
একা তুই ই সম্বল।

Bol mon shuk bol, Bole chol obirol
Tor shukh name jodi shukh ashe jibone
Bol mon bole chol, Na Vebei folafol
Jodi tor dake boshonto ashe shrabone

Bol mon prem bol premhin jibone
Jibone na thakuk prem thakuk swapone
Ore bol mon bol
Jei jane she jane eka tui shombol

Duti chokhe dhake jodi andhar
Ashe jodi badha abar, abar
Jug jug dhore tor poth chola
Potheri dhulote khoja shinbhotar.

Tobu poth aro poth shuni jibon naki
Jhora phool shongi r o koto je baki

Janina ei kon oshonir avash
Bhorer akashe bhuleche bivash
Batasher bashi koi shur choray
Nithur bonani chorai dirgho shash

Singer: - Subhamita/
Nachiketa Chakraborty

Song written & composed by
Nachiketa Chakraborty

Good Evening
22/12/2023

Good Evening

01/12/2023

I have reached 13K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Good Evening
13/07/2023

Good Evening

Address

Mumbai
401208

Alerts

Be the first to know and let us send you an email when Ganer Majhe Tumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganer Majhe Tumi:

Share