
04/09/2025
নীল আকাশে নীচে এই পৃথিবী
শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়; ছবি: নীল আকাশে নীচে
নীল আকাশে নীচে এই পৃথিবী
আর পৃথিবীর পরে এই নীলাকাশ
তুমি দেখেছো কি ?
আকাশ আকাশ শুধু ঘন নীল নীলাকাশ
সেই নীল মুছে দিয়ে আসে রাত
পৃথিবী ঘুমিয়ে পড়ে - তুমি দেখেছো কি ?
তুমি রাতের সে নীরবতা দেখেছো কি ?
শুনেছো কি রাত্রির কান্না
বাতাসে বাতাসে বাজে - তুমি শুনেছো কি ?
নিবিড় আঁধার নেমে আসে
ছায়া ঘন কালো রাত;
কলরব কোলাহল থেমে যায়
নিশিথ প্রহরী জাগে - তুমি দেখেছো কি ?
এই বেদনার ইতিহাস শুনেছো কি;
দেখেছো কি মানুষের অশ্রু;
শিশিরে শিশিরে ঝরে - তুমি দেখেছো কি ?
অসীম আকাশ - তারই নীচে
চেয়ে দেখ, ঘুমায় মানুষ
জাগে শুধু কত ব্যথা হাহাকার;
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর তার - তুমি দেখেছি কি ?
আর শুনেছো কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে - তুমি শুনেছো কি ?
#বাংলাগান
#হারানোদিনেরগান
#হেমন্ত