SUDIP

SUDIP If we serve Lord Kṛṣṇa we get so much happiness or bliss.

06/07/2025
শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য মহারাজ যুধিষ্ঠির বললেন- ‘হে কৃষ্ণ! আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি ? ...
06/07/2025

শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য
মহারাজ যুধিষ্ঠির বললেন- ‘হে কৃষ্ণ! আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এর মহিমাই বা কি ? তা আমাকে কৃপা করে বলুন।'

শ্রীকৃষ্ণ বলেলেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বললেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রীব্রহ্মা বললেন হে নারদ!। এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোন
ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যাক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।

আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী ‘শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সমন্ধে একমঙ্গলময় পৌরণিক কাহিনী আছে। আমি এখন তা বলছি।

বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং
প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোন রখম, দুঃখ, রোগ-ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক খাদ্যাভাব অথবা কোন অন্যায় আচরন ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু একসময় হঠাৎ দৈবদুর্বিপাকে ক্রমাগত তিনবছর সে রাজ্যে কোন বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতেদের উদ্দেশ্যে দানমন্ত্রের 'স্বাহা' 'স্বধা' ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হল।

তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণূ সর্বত্র বারিবর্ষণকরেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয়।

রাজা মান্ধাতা বললেন-তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব। অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়। আবার রাজার দোষেও রাজ্য নষ্টহয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোন দোষ খুঁজে পাচ্ছি না। তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব।

তারপর রাজা ব্রহ্মাকে প্রনাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমন করলেন। এভাবে তিনি ব্রহ্মারপুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষিরসাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শনমাত্রই রাজা মাহানন্দে ঋষির চরন বন্দনা করলেন। মুনিবর তাকে আর্শীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারন সবিস্তারে ঋষির কাছে জানালেন।
ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন- ‘হে রাজন! এটি সত্যযুগ। এই যুগে সকললোক বেদ পরায়ন এবং ব্রাহ্মন ছাড়া অন্য তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্তেও এব শুত্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে।
রাজা বললেন- হে মুনিবর! তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোন উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন।

তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন- আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী। হে রাজন- প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এইব্রত পালন করুন।

মুনিবরের কথা শুনে রাজা নিজেরে প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল। ভগবান হৃষিকেশের কৃপায় প্রজাগন সুখী হল।

এ কারণে সুখ ও মুক্তি প্রাদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য । ভবিষোত্তরপুরানে যুধিষ্ঠির–শ্রীকৃষ্ণ তথা নারদ-ব্রহ্মা সংবাদ রূপে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে।

11/06/2025

১১ জুন ২০২৫ বুধবার
⭕❗⭕শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 🌼🌼
👉স্নানযাত্রা কি❓❓
জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।

জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়!🙏

🌼 জয় জগন্নাথ 🌼🌼🌼 জয় জগন্নাথ 🌼 #জগন্নাথ ゚viralシfypシ゚viralシ #প্রেমময়ীরাধিকা #জগন্নাথ #মহাপ্রসাদ #প্রেমময়ীরাধিকা #হরিবোল

শ্রী পাণ্ডবা নির্জলা একাদশি
06/06/2025

শ্রী পাণ্ডবা নির্জলা একাদশি

তপস্যা মানে স্বেচ্ছায় এই দেহের কিছু অসুবিধা সহ্য করা। কারণ আমরা শারীরিক ইন্দ্রিয় উপভোগ করতে অভ্যস্ত, এবং তপস্যা মানে স...
30/05/2025

তপস্যা মানে স্বেচ্ছায় এই দেহের কিছু অসুবিধা সহ্য করা। কারণ আমরা শারীরিক ইন্দ্রিয় উপভোগ করতে অভ্যস্ত, এবং তপস্যা মানে স্বেচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তির ধারণা ত্যাগ করা। তা হল তপস্যা। তপস্যা। ঠিক যেমন একাদশী। একাদশীতে একদিন উপবাস, একপক্ষ। সেটাও তপস্যা। অথবা অন্য কোনো শুভ দিনে উপবাস রাখা। সেই তপস্যা ভালো, এমনকি স্বাস্থ্যের জন্যও, এবং কৃষ্ণভাবনামৃতে অগ্রসর হওয়ার জন্য আর কি বলবো? তাই আমাদের এই তপস্যা গ্রহণ করা উচিত।*

শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ,
শ্রীমদ্ভগবদগীতা ৭.৯-এ বক্তৃতা, বৃন্দাবন, ১৫ আগস্ট ১৯৭৪

একজন ভক্তের গর্বিত বোধ করা উচিত নয়, তার বিনম্র হওয়া উচিত এবং সাবধান থাকা উচিত। যত বেশি আমরা সাবধান হব, তত বেশি দিন আমরা ...
29/05/2025

একজন ভক্তের গর্বিত বোধ করা উচিত নয়, তার বিনম্র হওয়া উচিত এবং সাবধান থাকা উচিত। যত বেশি আমরা সাবধান হব, তত বেশি দিন আমরা ভক্তরূপে থাকতে পারব।
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ

যে ভক্ত আজকে আমাদের চেয়ে কনিষ্ঠ  আজ থেকে ২০ বছর পরে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।তাহলে এখন থেকে তাকে সেভাবে মূল্য...
28/05/2025

যে ভক্ত আজকে আমাদের চেয়ে কনিষ্ঠ আজ থেকে ২০ বছর পরে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।
তাহলে এখন থেকে তাকে সেভাবে মূল্যায়ন করব না কেন।
তা হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং তা হবে কৃষ্ণের নিকট আরো সন্তোষজনক। যারা কৃষ্ণভাবনামৃতে আসছে তারা কৃষ্ণের অতিব প্রিয়।

~শ্রীল রাধানাথ স্বামী গুরুমহারাজ

জীবন আমাদের নানা দুঃখ কষ্ট দেয়, কিন্তু একজন ভক্ত জানে---ভগবানের স্মরণে গেলে সব দুঃখ দূর হয়ে যায়। ভক্তি আমাদের মনকে শা...
27/05/2025

জীবন আমাদের নানা দুঃখ কষ্ট দেয়, কিন্তু একজন ভক্ত জানে---ভগবানের স্মরণে গেলে সব দুঃখ দূর হয়ে যায়। ভক্তি আমাদের মনকে শান্ত করে, জীবনকে আলোয় ভরে তোলে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন-তুমি শুধু আমায় স্মরণ করো, আমি সব ভার নিয়ে নেব।

 #নীলাচলনিবাসায়_নিত্যায়_পরমাত্মনে। #বলভদ্র_সুভদ্রাভ্যাং_জগন্নাথায়_তে_নমঃ।।অনুবাদ: পরমাত্মা স্বরূপ যাঁরা নিত্যকাল নীলা...
26/05/2025

#নীলাচলনিবাসায়_নিত্যায়_পরমাত্মনে।
#বলভদ্র_সুভদ্রাভ্যাং_জগন্নাথায়_তে_নমঃ।।

অনুবাদ: পরমাত্মা স্বরূপ যাঁরা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই শ্রীবলদেব, শ্রীসুভদ্রাও শ। শ্রীজগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি।

একাদশী বার্তা 🪔🏵️🌿💛"শ্রীশ্রী অপরা একাদশী"। 🌺💙🙏
21/05/2025

একাদশী বার্তা 🪔🏵️🌿💛
"শ্রীশ্রী অপরা একাদশী"। 🌺💙🙏

নিয়ম ভঙ্গ করার ফল কত ভয়ানক হতে পারে......কেউ যদি চারটি নিয়ম (অবৈধ সঙ্গ,আমিষাহার,জুয়া খেলা,নেশা) বা Rules লঙ্ঘন করে তখন স...
15/05/2025

নিয়ম ভঙ্গ করার ফল কত ভয়ানক হতে পারে......

কেউ যদি চারটি নিয়ম (অবৈধ সঙ্গ,আমিষাহার,জুয়া খেলা,নেশা) বা Rules লঙ্ঘন করে তখন সে সাধুদের কথাগুলো হৃদয়ে ধারণ করার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। সে এক সময় ভাববে ইসকনে এসে আমার ক্যারিয়ার নষ্ট করলাম। তখন রজোগুণের প্রভাবে তার হতাশা বেড়ে যাবে। ভক্তি জীবনকে নিরানন্দময় বা বিরক্তিকর মনে হবে। ভক্তদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। জপ অমনোযোগী হবে বা নাম প্রভুর চরণে অপরাধ হবে। সেবাপরাধ বা বৈষ্ণব অপরাধের প্রবণতা বাড়বে। সর্বোপরি কৃষ্ণভাবনায় জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে নিজের জীবনকে বিপর্যস্ত করে তুলেবে।

তাই সকলের উচিত শ্রীল প্রভুপাদ এবং গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা এবং এটিই হল জীবনকে সুন্দর ও আনন্দময় করার প্রকৃত হাতিয়ার।
তাই সবাই সাবধান

🙏🙏🙏 হরেকৃষ্ণ 🙏🙏🙏

Address

Mumbai
400074

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUDIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share