11/06/2025
১১ জুন ২০২৫ বুধবার
⭕❗⭕শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 🌼🌼
👉স্নানযাত্রা কি❓❓
জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।
জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়!🙏
🌼 জয় জগন্নাথ 🌼🌼🌼 জয় জগন্নাথ 🌼 #জগন্নাথ ゚viralシfypシ゚viralシ #প্রেমময়ীরাধিকা #জগন্নাথ #মহাপ্রসাদ #প্রেমময়ীরাধিকা #হরিবোল