SUDIP

SUDIP If we serve Lord Kṛṣṇa we get so much happiness or bliss.

11/06/2025

১১ জুন ২০২৫ বুধবার
⭕❗⭕শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব 🌼🌼
👉স্নানযাত্রা কি❓❓
জৈষ্ঠ্য পূর্ণিমার মহেন্দ্রক্ষনে জগন্নাথকে স্নান করানোর যে আয়োজন সেটিই হচ্ছে স্নানযাত্রা। স্কন্ধ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকেই শুরু হয় এই স্নান যাত্রা উৎসব। অর্থাৎ এই দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় সমগ্র পুরীধামে। এই কারনে দেবস্নানা পূর্ণিমার পূর্ণময় তিথি এবং স্নানযাত্রা উৎসব প্রভু জগন্নাথের সকল ভক্ত তথা বৈষ্ণবদের জন্য এটি অত্যন্ত শুভ দিন। এদিন জগন্নাথ দেবের দর্শন করলে সমস্ত পাপ বিনাশ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই পুরীতে জগন্নাথ বা দারুব্রহ্ম রূপে অবস্থান করেন।

জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়!🙏

🌼 জয় জগন্নাথ 🌼🌼🌼 জয় জগন্নাথ 🌼 #জগন্নাথ ゚viralシfypシ゚viralシ #প্রেমময়ীরাধিকা #জগন্নাথ #মহাপ্রসাদ #প্রেমময়ীরাধিকা #হরিবোল

শ্রী পাণ্ডবা নির্জলা একাদশি
06/06/2025

শ্রী পাণ্ডবা নির্জলা একাদশি

তপস্যা মানে স্বেচ্ছায় এই দেহের কিছু অসুবিধা সহ্য করা। কারণ আমরা শারীরিক ইন্দ্রিয় উপভোগ করতে অভ্যস্ত, এবং তপস্যা মানে স...
30/05/2025

তপস্যা মানে স্বেচ্ছায় এই দেহের কিছু অসুবিধা সহ্য করা। কারণ আমরা শারীরিক ইন্দ্রিয় উপভোগ করতে অভ্যস্ত, এবং তপস্যা মানে স্বেচ্ছায় ইন্দ্রিয় তৃপ্তির ধারণা ত্যাগ করা। তা হল তপস্যা। তপস্যা। ঠিক যেমন একাদশী। একাদশীতে একদিন উপবাস, একপক্ষ। সেটাও তপস্যা। অথবা অন্য কোনো শুভ দিনে উপবাস রাখা। সেই তপস্যা ভালো, এমনকি স্বাস্থ্যের জন্যও, এবং কৃষ্ণভাবনামৃতে অগ্রসর হওয়ার জন্য আর কি বলবো? তাই আমাদের এই তপস্যা গ্রহণ করা উচিত।*

শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ,
শ্রীমদ্ভগবদগীতা ৭.৯-এ বক্তৃতা, বৃন্দাবন, ১৫ আগস্ট ১৯৭৪

একজন ভক্তের গর্বিত বোধ করা উচিত নয়, তার বিনম্র হওয়া উচিত এবং সাবধান থাকা উচিত। যত বেশি আমরা সাবধান হব, তত বেশি দিন আমরা ...
29/05/2025

একজন ভক্তের গর্বিত বোধ করা উচিত নয়, তার বিনম্র হওয়া উচিত এবং সাবধান থাকা উচিত। যত বেশি আমরা সাবধান হব, তত বেশি দিন আমরা ভক্তরূপে থাকতে পারব।
শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ

যে ভক্ত আজকে আমাদের চেয়ে কনিষ্ঠ  আজ থেকে ২০ বছর পরে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।তাহলে এখন থেকে তাকে সেভাবে মূল্য...
28/05/2025

যে ভক্ত আজকে আমাদের চেয়ে কনিষ্ঠ আজ থেকে ২০ বছর পরে তারা আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।
তাহলে এখন থেকে তাকে সেভাবে মূল্যায়ন করব না কেন।
তা হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত এবং তা হবে কৃষ্ণের নিকট আরো সন্তোষজনক। যারা কৃষ্ণভাবনামৃতে আসছে তারা কৃষ্ণের অতিব প্রিয়।

~শ্রীল রাধানাথ স্বামী গুরুমহারাজ

জীবন আমাদের নানা দুঃখ কষ্ট দেয়, কিন্তু একজন ভক্ত জানে---ভগবানের স্মরণে গেলে সব দুঃখ দূর হয়ে যায়। ভক্তি আমাদের মনকে শা...
27/05/2025

জীবন আমাদের নানা দুঃখ কষ্ট দেয়, কিন্তু একজন ভক্ত জানে---ভগবানের স্মরণে গেলে সব দুঃখ দূর হয়ে যায়। ভক্তি আমাদের মনকে শান্ত করে, জীবনকে আলোয় ভরে তোলে।
ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন-তুমি শুধু আমায় স্মরণ করো, আমি সব ভার নিয়ে নেব।

 #নীলাচলনিবাসায়_নিত্যায়_পরমাত্মনে। #বলভদ্র_সুভদ্রাভ্যাং_জগন্নাথায়_তে_নমঃ।।অনুবাদ: পরমাত্মা স্বরূপ যাঁরা নিত্যকাল নীলা...
26/05/2025

#নীলাচলনিবাসায়_নিত্যায়_পরমাত্মনে।
#বলভদ্র_সুভদ্রাভ্যাং_জগন্নাথায়_তে_নমঃ।।

অনুবাদ: পরমাত্মা স্বরূপ যাঁরা নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই শ্রীবলদেব, শ্রীসুভদ্রাও শ। শ্রীজগন্নাথদেবকে প্রণতি নিবেদন করি।

একাদশী বার্তা 🪔🏵️🌿💛"শ্রীশ্রী অপরা একাদশী"। 🌺💙🙏
21/05/2025

একাদশী বার্তা 🪔🏵️🌿💛
"শ্রীশ্রী অপরা একাদশী"। 🌺💙🙏

নিয়ম ভঙ্গ করার ফল কত ভয়ানক হতে পারে......কেউ যদি চারটি নিয়ম (অবৈধ সঙ্গ,আমিষাহার,জুয়া খেলা,নেশা) বা Rules লঙ্ঘন করে তখন স...
15/05/2025

নিয়ম ভঙ্গ করার ফল কত ভয়ানক হতে পারে......

কেউ যদি চারটি নিয়ম (অবৈধ সঙ্গ,আমিষাহার,জুয়া খেলা,নেশা) বা Rules লঙ্ঘন করে তখন সে সাধুদের কথাগুলো হৃদয়ে ধারণ করার সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। সে এক সময় ভাববে ইসকনে এসে আমার ক্যারিয়ার নষ্ট করলাম। তখন রজোগুণের প্রভাবে তার হতাশা বেড়ে যাবে। ভক্তি জীবনকে নিরানন্দময় বা বিরক্তিকর মনে হবে। ভক্তদের দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। জপ অমনোযোগী হবে বা নাম প্রভুর চরণে অপরাধ হবে। সেবাপরাধ বা বৈষ্ণব অপরাধের প্রবণতা বাড়বে। সর্বোপরি কৃষ্ণভাবনায় জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে দুঃখের সাগরে নিমজ্জিত হয়ে নিজের জীবনকে বিপর্যস্ত করে তুলেবে।

তাই সকলের উচিত শ্রীল প্রভুপাদ এবং গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা এবং এটিই হল জীবনকে সুন্দর ও আনন্দময় করার প্রকৃত হাতিয়ার।
তাই সবাই সাবধান

🙏🙏🙏 হরেকৃষ্ণ 🙏🙏🙏

ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি শ্রীনৃসিংহ চতুর্দশী মহোৎসব কি জয়!
11/05/2025

ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি শ্রীনৃসিংহ চতুর্দশী মহোৎসব কি জয়!

যখন ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর প্রদান করতে চান, প্রহ্লাদ মাহারাজ ভগবানকে বলেন তাঁর পিতার সমস্ত অপরাধ ক্ষম...
10/05/2025

যখন ভগবান শ্রী নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর প্রদান করতে চান, প্রহ্লাদ মাহারাজ ভগবানকে বলেন তাঁর পিতার সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে। তিনি সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত ভক্তি বজায় রাখার প্রার্থনা করেছিলেন। তাই আমাদেরও প্রার্থনা করা উচিত যাতে আমরা শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম লাভ করতে পারি।

শ্রীল জয়পতাকা স্বামী, মহারাজের অ্যাপ বার্তা, ২২শে মে, ২০২৪

Address

Mumbai
400074

Website

Alerts

Be the first to know and let us send you an email when SUDIP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share