Daily Current Affairs / ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স।

  • Home
  • India
  • Murshidabad
  • Daily Current Affairs / ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স।

Daily Current Affairs / ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে পারবেন।

27/02/2025
21/02/2025

*‘দাম’ গল্পটি ছোটোগল্প হিসেবে কতটা সার্থক*

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের *‘দাম’* গল্পটি ছোটোগল্পের প্রধান বৈশিষ্ট্যগুলো ধারণ করে, যা এটিকে একটি আদর্শ ছোটোগল্প হিসেবে প্রতিষ্ঠিত করে।

*ক. চরিত্রের স্বল্পতা:*
গল্পটিতে মাত্র দুটি প্রধান চরিত্র রয়েছে—সুকুমার (লেখক) ও তাঁর অঙ্কের মাস্টারমশাই। এছাড়া কলেজের প্রিন্সিপাল ও কয়েকজন ছাত্রের সামান্য উল্লেখ পাওয়া যায়, তবে তাঁদের ভূমিকা গৌণ।

*খ. ঘটনাবহুলতার অভাব:*
গল্পটি কোনো দীর্ঘ ঘটনাপ্রবাহ নয়, বরং সুকুমার ও তাঁর মাস্টারমশাইয়ের সম্পর্কের উপর ভিত্তি করে এগিয়ে যায়। কাহিনি একমুখী, অর্থাৎ এটি একটি নির্দিষ্ট দিকেই প্রবাহিত হয়েছে, যেখানে অতিরিক্ত ঘটনা বা অনাবশ্যক বর্ণনা নেই।

**গ. গল্পের শেষে চমক:**
গল্পের শেষদিকে জানা যায় যে মাস্টারমশাই নিজেই ছাত্রের সমালোচনামূলক লেখা যত্ন করে রেখেছেন এবং গর্বের সঙ্গে তা সবাইকে দেখান। শিক্ষকের এই মনোভাব পাঠকদের জন্য একটি চমক সৃষ্টি করে।

*ঘ. অতৃপ্তি ও ভাবনার অবকাশ:*
গল্পের শেষ হয় সুকুমারের স্বগতোক্তির মাধ্যমে, যেখানে পাঠকের মনে প্রশ্ন জাগে—এরপর কী হবে? এই অতৃপ্তিই ছোটোগল্পের অন্যতম বৈশিষ্ট্য, যা পাঠককে ভাবতে বাধ্য করে।

উপরের বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায়, ‘দাম’ গল্পটি একটি সফল ছোটোগল্প, যা আকারে সংক্ষিপ্ত হলেও বিষয়বস্তু ও উপস্থাপনার দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ।**

13/01/2024

1. ভারতের বৃহত্তম Circular Railway তৈরি হচ্ছে বেঙ্গালুরুতে

2. 2024 সালে Military Literature Festival হোস্ট করবে অমৃতসর

3. অঙ্গনওয়াড়ি কেন্দ্রে Hot Cooked Meal Scheme লঞ্চ করলো উত্তর প্রদেশ

4. "India's Moment: Changing Power Equations around quations aro the World" শিরোনামে বই লিখলেন মোহন কুমার

5. মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হলেন Andry Rajoelina নির্বাচিত হ

6. সম্প্রতি অগ্ন্যুৎপাত হওয়া Anak Krakatau আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ায় অবস্থিত

7. AMD কোম্পানির বৃহত্তম Global Design Centre উদ্বোধন করা হলো বেঙ্গালুরুতে

8. Sparsh CCTV কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা সোনু সুদ

9. সম্প্রতি 97 বছর বয়সে মারা গেলেন ফটো জার্নালিস্ট জাবেরি লাল মেহতা

10. "6Eskai" নামে AI চ্যাট অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করলো IndiGo কোম্পানি

Address

Murshidabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Current Affairs / ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share