
27/09/2022
😭😭 জীবনের প্রতিটা মুহুর্তে বাঁধা বিপত্তি তোমাকে থামিয়ে রাখতে চেয়েছিল কিন্তু তোমাকে থামিয়ে রাখতে পারিনি, তুমি মচকে ছো কিন্তু ভাঙেনি, তুমি সেই সমস্ত বাঁধা বিপত্তি কে কেনো তোয়াক্কা না করে তিলে তিলে গড়েছিলে তোমার বিশাল সাম্রাজ্য।যে সাম্রাজ্য সু শিক্ষা,সু সম্পর্ক সুন্দর পরিবেশ প্রতিটি কোনায় কোনায় বিস্তৃত হয়ে আছে।
সেই সাম্রাজ্য কে দাড় করিয়ে আজকে তুমি আমাদের সবাইকে ছেড়ে চিরতরে জন্য চলে গেলে,বড় মা তুমি যেখানেই থাকো ভালো থেকো তোমার আত্নার শান্তি কামনা করি।😭😭😭😭😭😭😭🙏🙏