07/10/2025
কুমারগ্রামের বিত্তিবাড়িতে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত বিধায়ক মনোজ ওঁরাও, জখম CISF জওয়ান সহ একাধিক।
আলিপুরদুয়ারের কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিত্তিবাড়ি এলাকায় বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণ করতে গিয়ে হামলার শিকার হলেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও এবং তাঁর সঙ্গে থাকা দলের কর্মী-সমর্থকরা। অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ঘটনায় বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই CISF জওয়ান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সূত্র অনুযায়ী, আজ সকালে বিধায়ক মনোজ কুমার ওঁরাওয়ের নেতৃত্বে বিজেপির একটি দল বিত্তিবাড়িতে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছায়। ত্রাণ বিতরণ করার আগেই একদল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীদের বাধা দিতে গিয়ে বিধায়কের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, যারা CISF জওয়ান, আক্রান্ত হন। এই হামলায় বিজেপির বেশ কয়েকজন কর্মী-সমর্থক গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে তিনজন মহিলা কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলাকারীরা ত্রাণ বিতরণের জন্য আনা দুটি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনার পর বিধায়ক মনোজ কুমার ওঁরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "তৃণমূল কংগ্রেস পায়ের তলার মাটি হারিয়ে এখন সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে এসেছিলাম, কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হলো।" এই ঘটনাকে কেন্দ্র করে কুমারগ্রাম ব্লকে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।