Success Trick

  • Home
  • Success Trick

Success Trick Success Telecom

22/01/2024
17/10/2023

I have reached 600 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

06/08/2023

শেয়ার করুন।

28/07/2023

বহরমপুর মেডিকেল কলেজ জরুরী ভিত্তিতে এক ইউনিট B Negative রক্তের খুবই প্রয়োজন। দয়া করে কেউ এগিয়ে আসুন 🙏
ফোন- 8906069794
পোষ্ট টা শেয়ার করুন 🙏

02/07/2023

📌দৈনন্দিনের ছোট ৪টি আমল:

🔘আমলঃ- ১
🔘প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করুন।

🔘ফজিলতঃ-
"যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে:

(সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪)

🔘আমলঃ-০২
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করুণঃ-

🔘ফজিলতঃ-
"যে ব্যাক্তি প্রত্যেক ফরয নামাযের পর একবার আয়তুল কুরসি পাঠ করবে, জান্নাতে যেতে মৃ'ত্যু ছাড়া তার আর কোন বাধা নাই।

(সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২)

🔘আমলঃ-০৩
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-

🔘৩৩ বার সুবহানাল্লাহ,
🔘৩৩ বার আলহামদুলিল্লাহ্,
🔘৩৪ বার আল্লাহু আকবার

এবং ১বার এই দোয়াটি পড়া
لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكَ وَ لَهُ الْحَمْدُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْئٍ قَدِيْر
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর:

ফজিলত: অতীতের সমস্ত ছগীরা গোনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ ও হয়।

(সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮)

🔘আমলঃ-০৪
🔘প্রতিরাতে সূরা মুলক পাঠ করুণ:
ফজিলত: নবীজি সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘সূরাহ মুলক (তিলাওয়াতকারীকে) কবরের আ*জা*ব থেকে রক্ষা করবে।

(সহিহ তারগিব,হাকিম ৩৮৩৯,)

আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপর একজন ভাই-বোন কেও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দেই।

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন!!

15/05/2023

গতকাল 14/05/2023 আমার মা ইন্তেকাল করেছে সবার কাছে দোয়া কামনা করছি মাগফিরাতের জন্য । আল্লাহ যেন আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ।

' রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা '

অর্থ : ‘হে আমাদের পালনকর্তা! তাদের উভয়ের প্রতি রহম করুন; যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’

' রাব্বানাগফিরলি ওয়ালে ওয়ালেদাইয়্যা ওয়া লিল মু’মিনিনা ইয়াওমা ইয়া ক্বুমুল হিসাব ;

অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জীবিত মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার করার তাওফিক দান করুন। আর মৃত মা-বাবার জন্য ক্ষমা প্রার্থনার তাওফিক দান করুন। আল্লাহ তাআলা তাঁদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কবুল করুন। আমিন।

30/04/2023

১ বছর রোজার সাওয়াব অর্জনের সুবর্ন সুযোগ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপর শাওয়াল ( চলিত এই মাস) মাসে ছয়টি রোজা রাখলো, সে যেন সারাটি বছর রোজা রাখলো” (সহিহ মুসলিম)।

বি:দ্র:- কারো যদি বিশেষ কারনে রমজানের রোজা ছুটে গিয়ে থাকে, তাহলে আগে সেই কাযা রোজা গুলো আদায় করে নিবে।

শাওয়াল মাসের এই ৬ রোজা বিশেষ করনে লাগাতার রাখতে না পারলে ও সুযোগ সুবিধা মত করে বিরতি দিয়ে আদায় করে নেওয়া যাবে।

আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং
আপন প্রিয় বান্দা হিসেবে কবুল করুন...আমিন

Address


Opening Hours

Monday 05:00 - 19:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Success Trick posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share