আমাদের সাগরদিঘী

  • Home
  • আমাদের সাগরদিঘী

আমাদের সাগরদিঘী Sagardighi❤️
(1)

সুমন লিন্ডা। বাড়ি নাগরাকাটার খেরকাটা। পেশায় একজন আশাকর্মী। তা আমাদের রাজ্যে তো হাজার হাজার আশাকর্মী আছেন। তাহলে সুমনের...
23/10/2025

সুমন লিন্ডা। বাড়ি নাগরাকাটার খেরকাটা। পেশায় একজন আশাকর্মী। তা আমাদের রাজ্যে তো হাজার হাজার আশাকর্মী আছেন। তাহলে সুমনের নাম করছি কেন? তার কারণ, এই মহিলা যা করেছেন, আপনি যদি তা জানেন, চমকে উঠবেন। স্যালুট করবেন।
আসল কথায় আসা যাক। কী করেছেন সুমন। নতুন করে বলার কিছু নেই যে ৪ অক্টোবর রাতে এবং ৫ অক্টোবর সকালে ভয়াবহ বন্যায় তছনছ হয়ে হয়ে যায় নাগরাকাটা ব্লকের বিস্তীর্ণ এলাকা। বন্যায় সুমনের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিপর্যয়ের ঠিক পরের রাতের ঘটনা। রাত তখন দেড়টা। সুমনের মোবাইল বেজে ওঠে। ফোনে জানতে পারেন সুমন, খেরকাটার এক অন্তঃসত্ত্বা প্রসব যন্ত্রণায় ছটফট করছেন। তাঁকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে।
বলে রাখা দরকার, সুমনের স্বামী ভিনরাজ্যে কাজে গিয়েছেন। ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা। কিন্তু ওই ফোন পেয়েই চঞ্চল হয়ে ওঠে সুমনের মন। তিনি জানেন, এইসময় বাইরে বেরোনো মানে প্রাণ হাতে করে বেরোনো। জঙ্গলে ঘেরা চারদিক। চিতাবাঘ, হাতির ভয়। তার উপর বন্যায় সব জায়গায় বিদ্যুৎ নেই তখন। কিন্তু কোনও বাধাকেই তোয়াক্কা না করে সুমন ওই রাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। কয়েক কিমি হেঁটে পৌঁছে যান ওই অন্তঃসত্ত্বার বাড়িতে। তারপর ফোনাফুনি করে অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করেন। তাতে করে ওই অন্তঃসত্ত্বাকে নিয়ে আসেন টন্ডু গ্রামে। এরপর তো আর গাড়ি যাওয়ার উপায় নেই। কেন নেই, সেটা আপনারা এতদিনে জেনে গিয়েছেন। কারণ, ডায়না ও গাঠিয়া নদীর উপর টানাটানি সেতু বন্যায় ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ওই অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কীভাবে। নদীর ধারে এসে সুমন এন ডি আর এফ কর্মীদের দেখতে পান। সবটা জানান তাঁদের। শোনামাত্র তাঁরা ওই রাতে ঝুঁকি নিয়ে স্পিড বোটে নদী পার করে দেন সুমনদের। সুমনের ফোন পেয়ে ততক্ষণে নদীর এপাড়ে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয়েছেন নাগরাকাটার ব্লক স্বাস্থ্য আধিকারিক ইরফান মোল্লা। অতঃপর বোটে নদী পেরিয়ে অ্যাম্বুলেন্সে করে ওই অন্তঃসত্ত্বাকে প্রথমে নিয়ে যাওয়া হয় সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে নিয়ে আসা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ততক্ষণে ভোরের আলো ফুটেছে। গোটা রাস্তা ওই অন্তঃসত্ত্বার সঙ্গে ছিলেন সুমন। অবশেষে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ওই অন্তঃসত্বা ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। সেই সন্তানের নাম রাখা হয় বন্যা। মায়ের হাসিমুখ দেখে হাসপাতাল ছাড়েন সুমন। বন্যায় বিপর্যস্ত দীর্ঘ পথ পেরিয়ে ফেরেন বাড়ি। তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুমনকে পুরস্কৃত করা হয়েছে। সুমন লিন্ডা আমাদের গর্ব। ওকে কুর্নিশ।

৬ বছর আগে আজকের দিনে সাগরদিঘী শিশু উদ্যানটির উদ্ভোদন হয়েছিল।
22/10/2025

৬ বছর আগে আজকের দিনে সাগরদিঘী শিশু উদ্যানটির উদ্ভোদন হয়েছিল।

22/10/2025

সাগরদিঘীতে বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ

17/10/2025

I❤️SAGARDIGHI

📢 সাগরদিঘী সাব ট্রাফিক গার্ড-এর পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি সড়ক নিরাপত্তা বজায় রাখতে আজ থেকে নতুন নিয়ম কার্যকর হলো — হে...
04/10/2025

📢 সাগরদিঘী সাব ট্রাফিক গার্ড-এর পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তি

সড়ক নিরাপত্তা বজায় রাখতে আজ থেকে নতুন নিয়ম কার্যকর হলো —
হেলমেট ছাড়া কোনো ব্যক্তি/দুইচাকার যানবাহন চালককে সাগরদিঘী পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না।

এছাড়াও রাত্রি ১০:৩০ এর পর থেকে ভোর পর্যন্ত পেট্রোল পাম্পে শুধুমাত্র পুলিশ ও অ্যাম্বুলেন্সের জন্যই জ্বালানি সরবরাহ করা হবে। অন্য কাউকে এই সময়ের মধ্যে পেট্রোল বা ডিজেল দেওয়া হবে না।

🙏 সকলকে অনুরোধ করা হচ্ছে নিয়ম মেনে চলুন এবং সড়ক নিরাপত্তায় সহযোগিতা করুন।

Leo Messi's will visit India🇮🇳 for 'GOAT Tour' in December!Here are the dates & venues!
03/10/2025

Leo Messi's will visit India🇮🇳 for 'GOAT Tour' in December!

Here are the dates & venues!

26/09/2025

১লা অক্টোবর মুর্শিদাবাদে আসছেন টলি অভিনেত্রী পায়েল মিঠাই সরকার।

25/09/2025

আবারও আমাদের সাগরদিঘীর সেখ দিঘীতে লরির সঙ্গে মুখো-মুখি সংঘর্ষ,
তার পরেই আগুন লেগে যায়

23/09/2025

১ ঘণ্টা আগে এইভাবেই লালগোলা তে পদ্মা নদীর তলায় তলিয়ে গেলো এইরকম কয়েকটা বাড়ি...
এটা কলকাতা নয় তাই মিডিয়া নেই সরকারের তৎপরতা নেই... নেই সোশ্যাল মিডিয়ায় এলিট ক্লাসের হৈচৈ..😊

সাগরদিঘী ব্লক তৃণমূলের নতুন কোর কমেটি লিস্ট।
20/09/2025

সাগরদিঘী ব্লক তৃণমূলের নতুন কোর কমেটি লিস্ট।

অবশেষে জামিনে মুক্তি পেলো, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান।
18/09/2025

অবশেষে জামিনে মুক্তি পেলো, সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মশিউর রহমান।

16/09/2025

🌌⚡শক্তির প্রহরী: সাগরদিঘী তাপবিদ্যুৎ কেন্দ্র ⚡🌌
আকাশ থেকে দেখি—
সবুজের বুক চিরে দাঁড়িয়ে আছে মহীরুহ এক,
চিমনির ধোঁয়া ছুঁতে চায় আকাশের নীলিমা,
কুলিং টাওয়ারগুলো প্রহরীর মতো
দিগন্ত পাহারা দেয় নীরবে।

কয়লার আগুনে জ্বলে ওঠে আলো,
যন্ত্রের গর্জন মিশে যায় শ্রমিকের স্বপ্নে।
গ্রামের কুঁড়ে ঘর থেকে শহরের প্রাসাদে—
বিদ্যুতের ঝলকানি ছড়িয়ে দেয় আশার দীপশিখা।

এ শুধু বিদ্যুৎকেন্দ্র নয়—
এ উন্নয়নের অগ্নিদেবতা,
যিনি অন্ধকার গ্রাস করে আলো বিলান
মানুষের স্বপ্নে ও জীবনে।

সাগরদিঘীর শক্তির এই মন্দির
ঘোষণা করে—
“অন্ধকার যতই ঘন হোক,
আলো থেমে থাকে না, আলো ছড়িয়ে পড়বেই।” 🌠✨

---

⚡ তথ্যের ঝলক:

📍 অবস্থান: সাগরদিঘী, মুর্শিদাবাদ

⚡ উৎপাদন ক্ষমতা: ৪×৫০০ মেগাওয়াট (মোট ২০০০ মেগাওয়াট লক্ষ্য, বর্তমানে প্রায় ১৬০০ মেগাওয়াট কার্যকরী)

🏢 পরিচালনা: WBPDCL (West Bengal Power Development Corporation Limited)

🌱 পরিবেশ সুরক্ষায় আধুনিক দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা

👨‍🏭 কর্মসংস্থান: হাজারো মানুষের জীবিকা ও উন্নয়নের ভিত্তি

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সাগরদিঘী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share