
07/08/2025
রক্ষা বন্ধন ভাইবোনের পবিত্র সম্পর্কের প্রতীক। এই বছর রক্ষা বন্ধন উৎসব পালিত হচ্ছে ৯ই আগস্ট, ২০২৫ তারিখে। রক্ষা বন্ধনের শুভ মুহূর্তে বোন তার ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি কামনা করে। শুধু তাই নয়, ভাইও তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। রক্ষা বন্ধনের প্রতিটি আচারের ধর্মীয় ও জ্যোতিষীয় তাৎপর্য রয়েছে। তাই আজ এই লেখার মাধ্যমে রক্ষা বন্ধনে ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় কয়টি গিঁট বাঁধতে হয়, তার পেছনের কাহিনী কি, তা জেনে নেব।