02/10/2025
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার নিয়ে ডায়াটম ন্যাশনাল একাডেমি, পুলিন্দা, মুর্শিদাবাদ আপনাকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে। আমাদের প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি সুপরিচিত ইংরেজি মাধ্যম বিদ্যালয়, যা পরিচালিত হচ্ছে খ্যাতনামা শিক্ষাবিদ ও বিজ্ঞানীদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে।
আমরা বিশ্বাস করি, শিক্ষা কেবল বইপত্রের সীমাবদ্ধ জগতে সীমাবদ্ধ নয়। তাই একাডেমিক উৎকর্ষের পাশাপাশি আমরা শিশুদের চরিত্র গঠন, ইংরেজি ভাষায় দক্ষতা, communication এর ক্ষমতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির উপর বিশেষ জোর দিই। আমাদের পাঠ্যক্রম জাতীয় শিক্ষানীতি (NEP) অনুযায়ী সাজানো, যা শিক্ষার্থীদের আধুনিক যুগের চাহিদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের জন্য সুসজ্জিত করে।
আমরা বিশেষভাবে আপনাদের সন্তানদের এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য উৎসাহিত করছি, যাতে তারা একটি সুসংহত ভিত্তির উপর দাঁড়িয়ে আগামী দিনের নেতা হয়ে উঠতে পারে।
📌 বর্তমানে নার্সারি সহ বিভিন্ন শ্রেণিতে ভর্তি চলছে।
📞 যোগাযোগের জন্য: 8302234099 / 7742482226
ডায়াটম ন্যাশনাল একাডেমি—যেখানে শুরু হয় সাফল্যের পথচলা।
শুভেচ্ছান্তে,
ডায়াটম ন্যাশনাল একাডেমি পরিবার
পুলিন্দা, মুর্শিদাবাদ.