18/08/2025
#যৌনতার ব্যাপারে সবচেয়ে কমফোর্টেবল দেশগুলোর মধ্যে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানী, গ্রিস, চিলি, ডেনমার্ক, ইতালি, আমেরিকা, কলম্বিয়া হচ্ছে অন্যতম। এসব দেশের মেয়েদের আপনি ভদ্রভাবে চাইলেই #সেক্সের প্রপোজাল দিতে পারবেন। তারা মাইন্ড করবে না। এটা তারা মানুষের অধিকার হিসেবেই দেখে। কিন্তু সেই মেয়ে রাজি হবে কি না সেটাও তার নিজস্ব ব্যাপার। সে রাজি হলে হতে পারে। আবার রাজি না হলে সুন্দর করেই আপনাকে না করে দিবে। রাজি হলে #সেক্স হবে। না হলে আপনিও চুপচাপ মেনে নিয়ে ভেগে যাবেন। কোন ছেসরামি নেই, বিরক্ত করা নেই কিংবা রাগারাগির কিছু নেই এবং কোন ঝামেলারও কিছু নেই।
কিন্তু আমাদের দেশে আপনি একজন প্রফেশনাল #যৌন ব্যাবসায়ী নারীকেও যদি প্রপোজ করেন, সে প্রথমেই ছ্যাত করে উঠবে। গরম কড়াইয়ে পানির ছিটা দিলে যেমন ছ্যাত করে উঠে। #যৌনতা এখানে এখনো একটা মিথ। সবার কথাবার্তা আচার আচরণ এবং বাইরের অবস্থান দেখলে মনে হবে এই দেশে মনে হয় কেউ সেক্সই করে না। মেশিনপত্র জমা দিয়ে এসেছে সরকারের কাছে। কিন্তু ভেতরে ভেতরে এত্ত বড় একটা জিব্বা ঝুলে আছে। মেয়ে দেখলেই জিব্বা লক লক করছে সবার। আর মেয়েদের ভাবে সাবে মনে হয় তারা সবাই এঞ্জেল, পরী। মনুষ্যজাতির সাথে শোয় না। সবাই ফেরেশতাদের সাথে শোয়। অথচ বাস্তবতা হচ্ছে বহু মেয়ে এক দুই চারজন নয়, অগনিত পুরুষের সাথেই শুয়ে থাকে। আর পুরুষের কথা কি বলব পুরুষতো সুযোগ পাইলে দুনিয়ার সব মেয়ের সাথেই শুইত।
তাহলে মাঝখানে এই যে ছ্যত করে উঠা, আর যৌনতার কথা না বলাকে ভালো মানুষি হিসেবে দেখিয়ে ভান ধরে থাকা, এগুলো আসলে কেন?
#যৌনতা