18/07/2025
বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি ☔ পড়ছে আর এরকম ঠান্ডা ওয়েদারে wind 🍃 একটু ভাজাভুজি chicken 🍗 থাকলে বেশ ভালোই লাগে☺️
তাই বানিয়ে নিলাম KFC Style Crispy 🍗 & French Fries 🍟
🍗 KFC Style Crispy Chicken Recipe 🤤
◾ উপকরণ:
🍗 চিকেন ম্যারিনেশনের জন্য:
▪️ বোনলেস চিকেন (ব্রেস্ট পিস) – ২০০-৩০০ গ্রাম (লম্বা করে স্ট্রিপ করে কাটা)
▪️দই – ২ টেবিল চামচ
▪️আদা-রসুন বাটা – ১ চা চামচ
▪️লবণ – স্বাদমতো
▪️ লাল লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ
▪️গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
▪️ লেবুর রস – ১ চা চামচ
🍞 কোটিংয়ের জন্য:
▪️ময়দা – ১ কাপ
▪️ কর্নফ্লাওয়ার – ১/২ কাপ
▪️ বেকিং পাউডার – ১/৪ চা চামচ
▪️ডিম – ১টি
▪️ জল – পরিমাণমতো (বরফ গোলা ঠান্ডা জল হলে বেশি ভালো হবে)
▪️লবণ, গোলমরিচ – একটু
▪️ ব্রেড ক্রাম্বস – ১ কাপ
🛢️ ভাজার জন্য:
▪️ সাদা তেল – ডিপ ফ্রাই করার মতো
👩🍳 রান্নার পদ্ধতি:
◾১. ম্যারিনেট করুন:
▪️ চিকেন স্ট্রিপগুলো দই, আদা-রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়ো, লেবুর রস দিয়ে মেখে ১-২ ঘণ্টা রেখে দিন।
◾২. কোটিং এর জন্য :
▪️একটা ডিম ফেটিয়ে নিন।
▪️একটা বাটিতে ময়দা + কর্নফ্লাওয়ার + বেকিং পাউডার + লবণ + গোলমরিচ মিশিয়ে নিন।
▪️ব্রেড ক্রাম্বস আলাদা করে রাখুন।
◾৩. চিকেন কোট করুন:
▪️ প্রথমে চিকেন স্ট্রিপ ডিমে ডুবান।
▪️ তারপর শুকনো ময়দার মিশ্রণে দিন।
▪️ এরপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নিন।
▪️ আবার ডিম → ময়দা → ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোট করুন।
◾ ৪. ভাজুন:
▪️তেল গরম হলে, মাঝারি আঁচে স্ট্রিপগুলো সোনালি রঙ হওয়া পর্যন্ত ভাজুন
🧂 পরিবেশন:
গরম গরম ক্রিস্পি চিকেন পরিবেশন করুন মেয়োনিজ, টমেটো সস বা গার্লিক ডিপ দিয়ে।