Pinki Das

Pinki Das এটা আমার নতুন অ্যাকাউন্ট। দয়া করে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থেকে সাপোর্ট করবেন 🙏🙏🙏🙏

10/09/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

06/09/2025
🤣
06/09/2025

🤣

🤣🤣🤣
05/09/2025

🤣🤣🤣

গুড নাইট
05/09/2025

গুড নাইট

13/08/2025

বিজ্ঞান বলছে—একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে, তাতে প্রায় ৪০ কোটি শুক্রাণু থাকে। ভাবুন তো, যদি এই ৪০ কোটি শুক্রাণুর প্রত্যেকটি ডিম্বাণুতে পৌঁছাতে পারত, তাহলে ৪০ কোটি শিশুর জন্ম হতো!

কিন্তু বাস্তবে কী হয়? সেই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র ৩০০ থেকে ৫০০টি কোনোভাবে ডিম্বাণুর কাছাকাছি যেতে পারে। বাকিরা পথের মধ্যে ক্লান্ত হয়ে যায় বা প্রতিযোগিতায় হেরে যায়। আর সেই শত শত শুক্রাণুর মধ্যেও কেবল একটি মাত্র শুক্রাণু ফাইনাল লাইন স্পর্শ করে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে। সেই বিজয়ী শুক্রাণুটি—আপনি, আমি, আমরা প্রত্যেকেই।

ভেবেছেন কখনো? আপনি যখন এই যুদ্ধ করেছিলেন—

তখন আপনার চোখ, হাত, পা, মস্তিষ্ক—কিছুই ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

তখন কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

কোনো শিক্ষক বা গাইড আপনাকে পথ দেখায়নি, তবুও আপনি গন্তব্যে পৌঁছেছিলেন।

আপনি একা ছিলেন, কিন্তু ফোকাস ঠিক ছিল, তাই আপনি সফল হয়েছিলেন।

তারপরও—

গর্ভে অনেক শিশু নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি বেঁচে ছিলেন।

অনেক শিশু জন্মের সময়ই মারা যায়, আপনি টিকে ছিলেন।

অনেকেই প্রথম ৫ বছরেই দুনিয়া থেকে বিদায় নেয়, আপনি বেঁচে গিয়েছিলেন।

অপুষ্টিতে অসংখ্য শিশু হারিয়ে যায়, কিন্তু আপনি রক্ষা পেয়েছিলেন।

বড় হতে গিয়ে অনেকেই জীবন হারায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

তাহলে এখন কেন আপনি সামান্য ব্যর্থতায় ভেঙে পড়বেন? কেন ভাববেন “আমি হেরে গেছি”?
আজ আপনার হাত-পা আছে, শিক্ষা আছে, পরিকল্পনা করার মতো মস্তিষ্ক আছে, সাহায্য করার মতো মানুষ আছে—
তবুও আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কেন?

যখন জীবনের শুরুতে কারো সাহায্য ছাড়াই, ৪০ কোটি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মরণপণ দৌড়ে একাই জিতেছিলেন—
তাহলে আজ কেন হাল ছাড়বেন?

কেন কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন?

কেন একটি ব্যর্থতায় মনে হবে জীবন শেষ?

কেন বলবেন “আমি আর পারব না”?

মনে রাখুন—আপনি জন্মের দিন থেকেই যোদ্ধা। শুরুতে জিতেছেন, শেষেও জিতবেন। শুধু নিজের মনকে জাগিয়ে তুলুন, নিজের প্রতিভা খুঁজুন, স্বপ্নকে গুরুত্ব দিন, আর স্রষ্টার উপর আস্থা রাখুন।

💪 আপনি যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিনই প্রমাণ করেছিলেন—আপনি হারার জন্য জন্মাননি। আজও সেই শক্তিটাই আপনাকে জিতিয়ে দেবে। ❤️
©BDsimpletips

19/07/2025

সনাতন মার্গ দর্শন - চ্যানেলে আপনাদের স্বাগতম I সকল কৃষ্ণ ভক্ত ও গায়ক গায়িকা দের আমার "সনাতন মার্গ দর্শন" ইউটিউব চ্যা...

13/07/2025

ভাবছো বসে,
চলবে কিসে !
তুমি ভাববার কে ?
যার ভাবনা, তিনি ভাববেন!
তুমি ভেবো তাঁকে!

অর্থাৎ জীবনের পথ যিনি তৈরি করেন তিনি তো আছেনই, তাই তাঁর উপরেই সব ছেড়ে দিয়ে, তাঁর প্রতি ভক্তি রেখে, তাঁর নির্দেশিত পথে চললে জীবনযাত্রা নির্বিঘ্ন হবে। নিজের চিন্তা-ভাবনা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার উপর ভরসা রাখাই শ্রেয়।

❤️❤️❤️❤️❤️
09/07/2025

❤️❤️❤️❤️❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Rocky Roy, Rahul Sk, স্বপন স্বপন, Md Ibrahim, Nilima Moni...
09/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Rocky Roy, Rahul Sk, স্বপন স্বপন, Md Ibrahim, Nilima Monia, MD Harun Mia, Bijoy Bagdi, অচেনা মানুষ, Suroj Khan, Monmato Adhikari, Kartik Barman K B, Ashraf Ali, ভালবাসা পাগল মনেরম, Abhijit Basu, Hm Pappo, Bhola Bhola, Mahid Eimir, MD Islam Bisnes, Ram Vagh, Adrak Kotamber, Rohan Das, মোহাম্মদ রিয়াদ মোঃ রিয়াদ, Juthy Chawdhory, Mahsin Mia, Ragib Choudhary, Prince Sarker, Maxbaby Assindi

Address

Hugli

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pinki Das posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share