Allbanglahits Live Channel

Allbanglahits Live Channel https://www.youtube.com/channel/UCQWBbDPUJ7KCgZz4xeJrDsA এই লিঙ্কে সাবক্রাইব করুন।

সবজি
17/08/2025

সবজি

Digha Jagannath Temple
16/08/2025

Digha Jagannath Temple

পতাকার পাঁচ রঙ কবি- সুকান্ত আচার্য "বলত দেখি পতাকায় মোদেরকয়টি রঙ আছে?শিক্ষক এসে শুধালেন হেসেদ্বিতীয় শ্রেণীর কাছে।একসাথে...
16/08/2025

পতাকার পাঁচ রঙ
কবি- সুকান্ত আচার্য

"বলত দেখি পতাকায় মোদের
কয়টি রঙ আছে?
শিক্ষক এসে শুধালেন হেসে
দ্বিতীয় শ্রেণীর কাছে।
একসাথে মিলে সব ছেলে বলে
চিৎকার করে জোরে
তিনটি বর্ন রয়েছে রাঙানো
জাতীয় পতাকা জুড়ে।
শ্রেনীর পিছনে বেঞ্চের কোনে
শিশু ছিল এক বসে,
'পতাকার মাঝে পাঁচ রঙ আছে'
বলল সে মৃদু ভাষে।
কথা তার শুনে বাকি শিশুগনে
হেসে খায় লুটোপুটি,
শিক্ষক রেগে বলেন হেঁকে
বোঝাও কি করে পাঁচটি?
মাথা নিচু করে ভয়ার্ত স্বরে
সরল শিশুটি বলে,
ওপরে গেরুয়া মাঝখানে সাদা
সবুজ আছে তার তলে
আর আছে আঁকা গোলাকার চাকা
নীল রং আছে এতে।
শিক্ষক বলে এটিকে ধরলে
তবুও হচ্ছে চারটে।
অবোধ শিশুটি বলল তখন
রং আছে আর এক।
লাল লাল ছোপ দাগ দেখা যায়
ওই পতাকার মাঝে।
বাবাকে যখন আনলে ওরা
কফিনের ঢাকা খুলে,
জড়ানো রয়েছে দেহখানা তার
পতাকা আর ফুলে।
রক্তের দাগে ছিল লাল ছোপ
ওই পতাকার মাঝে।
এই নিয়ে মোট হল পাঁচটি
এবার ত ঠিক আছে।
সরল শিশুটির জবাবখানি
কাঁপিয়ে দিল বুক
অশ্রু এলো নয়ন ভরে
শুকনো হল মুখ।
আজও যারা দেশের জন্য
করছে বলিদান
স্বাধীনতার শহীদ সম
তাদের অমর প্রাণ।
হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে
সত্তরটি বছর
দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ
রাখছি কি তার খবর?"

🇮🇳 ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দেশমাতৃকাকে বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇮🇳জয় হিন্দ! বন্দেম...
15/08/2025

🇮🇳 ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের দেশমাতৃকাকে বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🇮🇳

জয় হিন্দ! বন্দেমাতরম্!

জিহ্বা রং
10/08/2025

জিহ্বা রং

চলুন কিছু বাগধারা ঝালিয়ে নিই  😊😊😊
08/08/2025

চলুন কিছু বাগধারা ঝালিয়ে নিই 😊😊😊

বিজ্ঞান বলছে—একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে, তাতে প্রায় ৪০ কোটি শুক্রাণু থাকে। ভাবু...
08/08/2025

বিজ্ঞান বলছে—একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষ একবার সহবাসে যে পরিমাণ বীর্যপাত করে, তাতে প্রায় ৪০ কোটি শুক্রাণু থাকে। ভাবুন তো, যদি এই ৪০ কোটি শুক্রাণুর প্রত্যেকটি ডিম্বাণুতে পৌঁছাতে পারত, তাহলে ৪০ কোটি শিশুর জন্ম হতো!

কিন্তু বাস্তবে কী হয়? সেই লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে মাত্র ৩০০ থেকে ৫০০টি কোনোভাবে ডিম্বাণুর কাছাকাছি যেতে পারে। বাকিরা পথের মধ্যে ক্লান্ত হয়ে যায় বা প্রতিযোগিতায় হেরে যায়। আর সেই শত শত শুক্রাণুর মধ্যেও কেবল একটি মাত্র শুক্রাণু ফাইনাল লাইন স্পর্শ করে ডিম্বাণুকে ফার্টিলাইজ করে। সেই বিজয়ী শুক্রাণুটি—আপনি, আমি, আমরা প্রত্যেকেই।

ভেবেছেন কখনো? আপনি যখন এই যুদ্ধ করেছিলেন—

তখন আপনার চোখ, হাত, পা, মস্তিষ্ক—কিছুই ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

তখন কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট ছিল না, তবুও আপনি জিতেছিলেন।

কোনো শিক্ষক বা গাইড আপনাকে পথ দেখায়নি, তবুও আপনি গন্তব্যে পৌঁছেছিলেন।

আপনি একা ছিলেন, কিন্তু ফোকাস ঠিক ছিল, তাই আপনি সফল হয়েছিলেন।

তারপরও—

গর্ভে অনেক শিশু নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি বেঁচে ছিলেন।

অনেক শিশু জন্মের সময়ই মারা যায়, আপনি টিকে ছিলেন।

অনেকেই প্রথম ৫ বছরেই দুনিয়া থেকে বিদায় নেয়, আপনি বেঁচে গিয়েছিলেন।

অপুষ্টিতে অসংখ্য শিশু হারিয়ে যায়, কিন্তু আপনি রক্ষা পেয়েছিলেন।

বড় হতে গিয়ে অনেকেই জীবন হারায়, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন।

তাহলে এখন কেন আপনি সামান্য ব্যর্থতায় ভেঙে পড়বেন? কেন ভাববেন “আমি হেরে গেছি”?
আজ আপনার হাত-পা আছে, শিক্ষা আছে, পরিকল্পনা করার মতো মস্তিষ্ক আছে, সাহায্য করার মতো মানুষ আছে—
তবুও আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন কেন?

যখন জীবনের শুরুতে কারো সাহায্য ছাড়াই, ৪০ কোটি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মরণপণ দৌড়ে একাই জিতেছিলেন—
তাহলে আজ কেন হাল ছাড়বেন?

কেন কেউ চলে গেলে আপনি ভেঙে পড়বেন?

কেন একটি ব্যর্থতায় মনে হবে জীবন শেষ?

কেন বলবেন “আমি আর পারব না”?

মনে রাখুন—আপনি জন্মের দিন থেকেই যোদ্ধা। শুরুতে জিতেছেন, শেষেও জিতবেন। শুধু নিজের মনকে জাগিয়ে তুলুন, নিজের প্রতিভা খুঁজুন, স্বপ্নকে গুরুত্ব দিন, আর স্রষ্টার উপর আস্থা রাখুন।

💪 আপনি যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিনই প্রমাণ করেছিলেন—আপনি হারার জন্য জন্মাননি। আজও সেই শক্তিটাই আপনাকে জিতিয়ে দেবে। ❤️

Big shout out to my newest top fans! 💎 Debdulal PradhanDrop a comment to welcome them to our community,
07/08/2025

Big shout out to my newest top fans! 💎 Debdulal Pradhan

Drop a comment to welcome them to our community,

রোগের নাম: Herpes zosterএমন পানি গুটি নিয়ে হবেপ্রচন্ড ব্যথা থাকবে,সাথে জ্বর থাকতে পারে।দেহের একটি নার্ভ রুট বরাবর হবে।এট...
02/08/2025

রোগের নাম: Herpes zoster
এমন পানি গুটি নিয়ে হবে
প্রচন্ড ব্যথা থাকবে,সাথে জ্বর থাকতে পারে।
দেহের একটি নার্ভ রুট বরাবর হবে।
এটা হলে ২৪ ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা ভালো।

রেস্ট এটার একটা চিকিৎসা।

খারাপ দিক হলো সারা জীবন ব্যথা
থাকতে পারে(সবার ব্যথা হয় না)।
ব্যাথার ওষুধ খেলেও
লাভ হয় না তেমন।
তাই সাবধান থাকুন।
এমন সমস্যা হলে দ্রুত চিকিৎসা নিন।
সময়মতো চিকিৎসা নিলে ক্ষতিকর ইফেক্ট
হবার সম্ভাবনা খুবই কম।

Collected

Address

Nachinda

Alerts

Be the first to know and let us send you an email when Allbanglahits Live Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share