Amar Bangla News

Amar Bangla News আমার বাংলা যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরটিতে

23/06/2025

১৬ তম রাউণ্ডের শেষে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ৪৫৪৫৬ ভোটে এগিয়ে
তৃণমূল - ৭৭৬১০
বিজেপি -৩২১৫৪
কংগ্রেস - ২৩২৭১

22/06/2025

ইরানের পারমানবিক কেন্দ্রে হামলা, বিশ্বজুড়ে নিন্দার মুখে ট্রাম্প! বড় 'আঘাত' দিল বন্ধু দেশই! আমেরিকা কি এবার একা?

কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন অয়ন দত্ত
21/06/2025

কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হলেন অয়ন দত্ত

তাঁরাই হলো রিয়েল হিরো। তারা কিন্তু পালাতে পারতেন ওই পরিস্থিতিতে। কিন্তু তারা প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চেয়েছিলেন। ভাগ...
13/06/2025

তাঁরাই হলো রিয়েল হিরো। তারা কিন্তু পালাতে পারতেন ওই পরিস্থিতিতে। কিন্তু তারা প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চেয়েছিলেন। ভাগ্যের পরিহাস কে খণ্ডাবে তাঁরা নিজেরাই বাঁচতে পারেনি 🥺😔l

রতন টাটা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো পথেই হাঁটছে টাটা গ্রুপ।আহমেদাবাদের বিমান দু' র্ঘটনায় মৃ' ত প্রত্যেকে...
13/06/2025

রতন টাটা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো পথেই হাঁটছে টাটা গ্রুপ।
আহমেদাবাদের বিমান দু' র্ঘটনায় মৃ' ত প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করেছে টাটা গ্রুপের চেয়ারম্যান।
পাশাপাশি আ' হতদের চিকিৎসার যাবতীয় খরচ এবং ক্ষতিগ্রস্ত মেডিক্যাল কলেজের বিল্ডিংটি পুনর্নির্মাণ করে দেবেন টাটা গ্রুপ। ❤️

12/06/2025

169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন বিমানে

07/06/2025

শিমলার হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী। কাল দিল্লি ফেরানো হতে পারে।

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক...
27/05/2025

পেঁপে ও কচু একত্রে চাষ: একটি লাভজনক যুগল চাষ পদ্ধতি হতে পারে।বর্তমানে কৃষিতে লাভবান হতে হলে চৌকস হতে হয়। এক জমিতে একাধিক ফসল চাষ করে জমির সর্বোত্তম ব্যবহার করা এখন সময়ের দাবি। পেঁপে ও কচু একত্রে চাষ করে একই জমি থেকে দ্বিগুণ লাভ করা সম্ভব—শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।

কেন পেঁপে ও কচু একসাথে চাষ করবেন?

পেঁপে গাছ লম্বা হয়, আর কচু নিচু স্তরে বেড়ে উঠে—একটি অন্যটিকে দমন করে না।কচুর পাতা মাটির আদ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা পেঁপের জন্য উপকারী।একই জমিতে দুই ধরনের ফসল চাষ করলে উৎপাদন বাড়ে এবং আয়ও বৃদ্ধি পায়।

চাষ পদ্ধতি সংক্ষেপে:
জমি প্রস্তুত: দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এই যুগল চাষের জন্য আদর্শ। জমি চাষ করে গোবর/কম্পোস্ট মিশিয়ে প্রস্তুত করুন।

পেঁপে রোপণ: ৭x৭ ফুট দূরত্বে সারিবদ্ধভাবে পেঁপে চারা রোপণ করুন।
কচু রোপণ: পেঁপে চারার মাঝের ফাঁকা জায়গায় কচুর লতা/রাইজোম ২-৩ ফুট দূরত্বে লাগান।
সেচ ও নিষ্কাশন: কচু পানি বেশি পছন্দ করে, কিন্তু অতিরিক্ত পানি পেঁপের ক্ষতি করতে পারে। তাই পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা জরুরি।

সার ব্যবস্থাপনা: পেঁপেতে প্রতি মাসে ইউরিয়া, টিএসপি, এমওপি প্রয়োগ করা যায়। কচুতেও মাঝে মাঝে জৈব সার প্রয়োগে ভালো ফল হয়।

রোগবালাই: নিয়মিত পোকামাকড় ও ছত্রাকজনিত রোগ পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে জৈব কীটনাশক ব্যবহার করুন।

ফসল সংগ্রহ:
কচু ৪-৫ মাসের মধ্যে ঘরে তোলা যায়।
পেঁপে ৭-৮ মাস পর ফল দেওয়া শুরু করে এবং একটানা ১.৫–২ বছর ফল দেয়।

উপসংহার:
একত্রে পেঁপে ও কচু চাষ করলে জমির কার্যকারিতা বাড়ে, পরিচর্যায় সময় বাঁচে এবং আয়ও দ্বিগুণ হয়। সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় এটি হতে পারে একটি লাভজনক ও টেকসই কৃষি উদ্যোগ।

‘মা আমি চুরি করিনি’!চিপ্‌স চুরির অপবাদ! পাঁশকুড়ার তেরো বছরের কৃষ্ণেন্দুর অপরাধ ছিল মিষ্টির দোকান থেকে হাওয়ায় উড়ে এসে র...
24/05/2025

‘মা আমি চুরি করিনি’!
চিপ্‌স চুরির অপবাদ! পাঁশকুড়ার তেরো বছরের কৃষ্ণেন্দুর অপরাধ ছিল মিষ্টির দোকান থেকে হাওয়ায় উড়ে এসে রাস্তায় পড়ে থাকা তিনটে পাঁচ টাকা দামের চিপ্‌সের প্যাকেট তুলে নেওয়া। তাতেই জোটে চোর অপবাদ, ভরা রাস্তায় করানো হয় কান ধরে ওঠবোস! যদিও সে চিপ্‌সের পুরো দাম পনেরো টাকা মিটিয়ে দিয়েছিল দোকানদারকে। বাড়ি গিয়ে মায়ের কাছেও শুনতে হয়েছিল বকা। অপমানের বোঝা সহ্য করতে না পেরে কীট*নাশক খেয়ে নিজের জীবন কেড়ে নিলো সপ্তম শ্রেণির কিশোর।
তমলুক মেডিকেল কলেজে শেষ চেষ্টা হলেও রক্ষা করা গেল না। সোমবার সকালে নিথর হয়ে বাড়ি ফিরল কৃষ্ণেন্দু—পিছনে ফেলে গেল একটা অসমাপ্ত শৈশব, একরাশ অপমান আর অগুনতি প্রশ্ন।

প্রশ্ন উঠছে—

একজন সিভিক ভলান্টিয়ার হয়ে শুভঙ্কর দীক্ষিত কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন? কেন তিনি বাজারের মধ্যে এক নাবালককে জনসমক্ষে অপমান করলেন? কোথায় ছিল সংযম, কোথায় ছিল বিচারবোধ?

সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি নন অভিযুক্ত শুভঙ্কর। নীরবতা তার একমাত্র প্রতিক্রিয়া। কিন্তু নীরব নয় গোঁসাইবেড়—বাড়ছে প্রতিবাদের সুর।

সিসিটিভি ফুটেজ সামনে আসার পর প্রমান হয় সত্যিই বাচ্চাটি চিপস এর প্যাকেট চুরি করেনি।

"শাস্তি চাই! বিচার চাই!"—গর্জে উঠছে এলাকাবাসী।

আজ কৃষ্ণেন্দু নেই।
রয়ে গেছে তার সেই শেষ আর্তনাদ—
“মা, আমি চুরি করিনি…”
এই পোস্টটি ফেসবুক থেকে সংগৃহীত🙏

এতটা অমানবিক কেন হয়ে যাচ্ছি আমরা? সব ব্যাপারেই নিজেদের হিংস্র রূপ প্রকাশ করতেই হবে? সত্যিই কী ছেলেটার কোন অপরাধ ছিল??

মা, আমি চুরি করিনি! এক প্যাকেট চিপসের অপবাদে বি/ষ খেয়ে আ*ত্ম*হ*ত্যা  ক্লাস সেভেনের কৃষ্ণেন্দুর!স্টিং টাইমস সার্ভিস, পাঁশ...
24/05/2025

মা, আমি চুরি করিনি! এক প্যাকেট চিপসের অপবাদে
বি/ষ খেয়ে আ*ত্ম*হ*ত্যা ক্লাস সেভেনের কৃষ্ণেন্দুর!

স্টিং টাইমস সার্ভিস, পাঁশকুড়া: বাজারে চিপস কিনতে গিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গোঁসাইবেড়ের ক্লাস সেভেনে পড়া কৃষ্ণেন্দু দাস। সে জানত না, সেই দিনই তার জীবনের শেষ দিন।

গোঁসাইবেড় বাজারে একটি দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেটটা যখন সে হাতে তুলে নেয়, তখন কেউ জানত না—এই সামান্য মুহূর্তই ছেলেটির জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে।

দোকানে চিপস ছিল না, দোকানদারও ছিলেন না—এই অভিযোগ করছে কৃষ্ণেন্দুর পরিবার। প্যাকেট কুড়িয়ে নেওয়ার পর বাড়ি ফেরার সময়ই বিপদ নামে। দোকান মালিক শুভঙ্কর দীক্ষিত—পেশায় একজন সিভিক ভলান্টিয়ার—মোটরবাইকে চড়ে ধাওয়া করেন ওই নাবালককে।

বাজারের মাঝে, শত শত লোকের সামনে একরত্তি ছেলেটিকে ‘চোর’ বলে অপমান করেন তিনি। কান ধরে ওঠবস করান, চলে শারীরিক নিগ্রহও। পাশে দাঁড়িয়ে মানুষ, আর মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট কৃষ্ণেন্দু—লজ্জা, অপমান আর অবমাননার পাহাড়ে দাঁড়িয়ে কাঁপছে তার মন।

পরিবারের দাবি, চিপসের দামটাও দিয়েছিল কৃষ্ণেন্দু। তবুও কলঙ্ক মোছা গেল না। ঘটনাস্থলে ছুটে আসেন কৃষ্ণেন্দুর মা। ছেলেকে শাসন করে বাড়ি নিয়ে যান—না জেনে, এটাই ছেলের শেষ হাঁটা।

“মা, আমি চুরি করিনি!”
এই কথাটাই ছিল শেষ। তারপর লিখে যায় এক টুকরো সুইসাইড নোট। তারপর… কীটনাশক।

তমলুক মেডিকেল কলেজে শেষ চেষ্টা হলেও রক্ষা করা গেল না। সোমবার সকালে নিথর হয়ে বাড়ি ফিরল কৃষ্ণেন্দু—পিছনে ফেলে গেল একটা অসমাপ্ত শৈশব, একরাশ অপমান আর অগুনতি প্রশ্ন।

প্রশ্ন উঠছে—

একজন সিভিক ভলান্টিয়ার হয়ে শুভঙ্কর দীক্ষিত কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন? কেন তিনি বাজারের মধ্যে এক নাবালককে জনসমক্ষে অপমান করলেন? কোথায় ছিল সংযম, কোথায় ছিল বিচারবোধ?

সিসিটিভি ফুটেজ দেখাতে রাজি নন অভিযুক্ত শুভঙ্কর। নীরবতা তার একমাত্র প্রতিক্রিয়া। কিন্তু নীরব নয় গোঁসাইবেড়—বাড়ছে প্রতিবাদের সুর।

"শাস্তি চাই! বিচার চাই!"—গর্জে উঠছে এলাকাবাসী।

আজ কৃষ্ণেন্দু নেই।
রয়ে গেছে তার সেই শেষ আর্তনাদ—
“মা, আমি চুরি করিনি…” 🙏🥹

উনার ভবিষ্যৎ বাণী যদি একবার ঠিক হতো তাহলে উনার ব্যবসা একদম গগন ছুঁয়ে নিতো😊🤣
24/02/2025

উনার ভবিষ্যৎ বাণী যদি একবার ঠিক হতো তাহলে উনার ব্যবসা একদম গগন ছুঁয়ে নিতো😊🤣

সরকারি প্রাথমিক স্কুল.. কত সুন্দর তাই না??ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় ✅হরিবাটি,পূর্ব বর্ধমান✅
24/02/2025

সরকারি প্রাথমিক স্কুল.. কত সুন্দর তাই না??
ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায় ✅
হরিবাটি,পূর্ব বর্ধমান✅

Address

NAZIRPUR
Nadia
741165

Alerts

Be the first to know and let us send you an email when Amar Bangla News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share