25/03/2025
অপেক্ষা!
কত মানুষ কত কিছুর জন্য অপেক্ষা করে বসে আছে! বলতে গেলে আমরা প্রত্যেকেই কিছু না কিছুর জন্য অপেক্ষা করে আছি।
সিক্সে পড়া যে মেয়েটি সুযোগ পেলে কখনো বাবার কখনো মায়ের ফোন নিয়ে গেম খেলে, ওর বাবা কথা দিয়েছে, মাধ্যমিক পাশ করলে নিজের ফোন কিনে দেবে। ও অপেক্ষায় দিন গোনে। এখনো চার বছর!
এইটে পড়া যে ছেলেটা সুযোগ পেলে বাবার বাইক নিয়ে পাড়ায় একটু ঘুরে আসে, বাবা ওকে কথা দিয়েছে, আঠারো বছর হলে নিজের একটা বাইক কিনে দেবে, সে ও অপেক্ষায় আছে! কবে অতটা বড় হব!
বাচ্চা কোলে নিয়ে সারাদিন কাজ করতে করতে ক্লান্ত মা অপেক্ষা করে আছে, কবে বাচ্চাটি একটু হাঁটতে শিখবে, তাহলে অন্তত ও নিজের মত খেলে বেড়াতে পারবে, আর মা ও একটু শান্তিতে কাজ গুলো করর ফেলতে পারবে।
দিনের শেষে গোটা দশেক বেদানা নিয়ে প্লাটফর্মে বসে আছে হকার ভাই, অপেক্ষায় আছে, এই দশটা বিক্রি হলেই ঘরে ফিরবে।
বাবাকে হসপিটালের ভর্তি করে অফিস যাওয়ার পথে রোজ দেখে যাওয়া ছেলেটি অপেক্ষা করে, বাবা কবে ছাড়া পাবে, কবে বাবাকে আবার বাড়ি নিয়ে যাব!
বাইক দূর্ঘটনার পা ভেঙে যাওয়া ছেলেটি মন মরা হয়ে ঘরে বসে আছে। অপেক্ষায় আছে কবে আবার নিজের পায়ে হাঁটতে পারবে, হেঁটে বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারবে!
বছর ষাটের বাবা ভাবতে থাকে কবে তার ছেলেটি একটা চাকরি পেয়ে তার পাশে একটু দাঁড়াবে! সে অপেক্ষায় আছে, কবে তার সংসারে সুদিন আসবে!
আট বছরের সম্পর্ককে পূর্নতা দিতে না পারা মেয়েটি অপেক্ষায় আছে কবে সে কিছু একটা করতে পারবে, আর তার ভালোবাসার মানুষের সাথে সংসার বাঁধতে পারবে!
বৃদ্ধ বাবা মা অপেক্ষায় আছে, কবে তার মেয়েটিকে এক সুপাত্রের হাতে তুলে দিতে পারবে!
নি:সন্তান দম্পতি অপেক্ষায় আছে কবে তাদের কোল আলো করে এক ফুটফুটে সন্তান আসবে!
প্রবল শারীরিক যন্ত্রণায় ভুগতে থাকা মানুষটি অপেক্ষায় আছে কবে সে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে আর বাকিদেরকেও মুক্ত করে যাবে!
চারিদিকে শুধু অপেক্ষা। কেউ বন্ধনে জড়ানোর অপেক্ষায় আছে, কেউ বা বন্ধন থেকে মুক্তির অপেক্ষায় আছে।
কেউ যাত্রা শুরুর অপেক্ষায় আছে,কেউ বা যাত্রা শেষ হওয়ার অপেক্ষায় আছে।
এ অপেক্ষাও আজ আদি- অন্তহীন!