
08/04/2024
১০ মিনিটের আবেগ মাগো
৫ মিনিটের সুখ...!!
কে তুমি মা দেখতে দিলেনা
এই সুন্দর পৃথিবীর মুখ...!!
জোর করে তো আসে নাই
তোমার শরীরে আমি...!!
পৃথিবীতে নাকি সন্তান হয়
মায়ের কাছে দামি...!!
তবে কেন নিজের সুখের ভুলে আমায় পেটে নিলে
সুখের শেষে আমায় কেটে ছিড়ে ফেলে দিলে...!!
একদিন তুমি আমার কাছে আসবে ঠিকি মাগো
কি বলবে ভগবানের কাছে ভেবেচিন্তে রাখো...!!
আমি তো মা বেঁচে আছি বেঁচে গেল তোমার মান
নয়তো সবাই বলতো আমারে অবৈধ সন্তান...!!
একটু অবৈধ সুখ পেতে আমায় পেটে নিলে আবার পরে কলঙ্কের ভয়ে আমায় দিলে কেটে ছিড়ে ফেলে...!!
তোমার মাও করতো যদি তোমার সাথে এমন
সে দিন তুমি বুঝতে মাগো মৃত্যুর যন্ত্রণা ঠিক কেমন...!!