31/10/2025
Copy post
💔 অত্যন্ত দুঃখজনক সংবাদ — সকলের প্রতি অনুরোধ শেয়ার করুন 🙏
একটি নিখোঁজ সংবাদের সূত্রে জানা গেছে,
শাহ রাকিব নামের এক তরুণ গতকাল ঢাকা গিয়েছিলেন ইতালির হাইকমিশনে তার ভিসা সংগ্রহ করতে।
আল্লাহর অশেষ কৃপায় তিনি পাসপোর্টে ভিসা পান 🇮🇹 — কিন্তু তারপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা।
😔 ঢাকা থেকে বাড়ি ফেরার পথে,
মাধবপুর বা ওলিপুর এলাকায় দুষ্কৃতকারীরা তাকে অচেতন করে তার পাসপোর্ট, ব্যাগ ও সব মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
পরবর্তীতে তাকে আউশকান্দি এলাকায় বাস থেকে অচেতন অবস্থায় নামিয়ে দেয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন,
এবং এখনো তার জ্ঞান ফেরেনি। 🏥
এই তরুণের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের শম্ভপুর গ্রামে।
তার পিতার নাম — সাদ্দেক আলী।
📢 যদি কেউ তার পাসপোর্টটি খুঁজে পান বা ফেরত দিতে পারেন,
তাহলে তাকে ২০,০০০ টাকা পুরস্কার প্রদান করা হবে। 💰
📞 যোগাযোগ: তার বড় ভাই বাপ্পি ভাই — ০১৬০৫-৫১৫২০৩
🕊️ আল্লাহ তায়ালা যেন রাকিব ভাইকে দ্রুত আরোগ্য দান করেন,
এবং তার হারানো জিনিসপত্র ফিরিয়ে দেন — এই দোয়া করি। 🤲
#ভিসারপরদুর্ঘটনা #মানবিকআবেদন #দোয়াকরুন #ভাইরালপোস্ট