Khabar naxalbari

Khabar naxalbari Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Khabar naxalbari, News & Media Website, NAXALBARI busstand, Naxalbari.

⭕Naxalbari __পাখিকে ঢিল ছোড়ার অপরাধে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নকশালবাড়ির এক বিজেপি নেতার বিরুদ্ধে।  শুক্রবার...
04/07/2025

⭕Naxalbari __পাখিকে ঢিল ছোড়ার অপরাধে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নকশালবাড়ির এক বিজেপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই নাবালককে দেখতে যান সভাধিপতি অরুণ ঘোষ, তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল।

27/06/2025

Naxalbari rathyatra live

Happy rathyatra  joy jagarnath
27/06/2025

Happy rathyatra joy jagarnath

ভারতীয় বায়ুসেনার পাইলট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা Axiom-4 মিশনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতি...
25/06/2025

ভারতীয় বায়ুসেনার পাইলট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা Axiom-4 মিশনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হলেন।

শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পৌঁছানোর দৃষ্টান্ত সৃষ্টি করলেন যা ভারতের জন্য এক ঐতিহাসিক ও গর্বের মূহুর্ত। আমি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা কে আন্তরিক অভিনন্দন, জানাই।
আজকের এই ঐতিহাসিক দিনে আমি উইং কমান্ডার রাকেশ শর্মা-কে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যিনি প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন। তাঁর সেই অবিস্মরণীয় উক্তি— "সারে জাহাঁ সে আচ্ছা"— আজও আমাদের দেহে শিহরণ জাগায়, এক গর্বের অনুভূতির সৃষ্টি করে। ওনার পদচিহ্ন কে অনুসরণ করেই আজ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশুর মতো অনেকেই অনুপ্রাণিত, যারা ভারতীয় হিসেবে মহাকাশ অভিযানের প্রতি আকৃষ্ট হয়েছেন।

অসম্ভবকে সম্ভব করার প্রেরণা এবং ১৪০ কোটি দেশবাসীর স্বপ্নকে মহাকাশ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু কে কুর্ণিশ। এই মিশনের সদস্য হিসেবে ওনার সাহসিকতা, নিষ্ঠা, ধৈর্য এবং অক্লান্ত প্রস্তুতি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।

জয় হিন্দ 🇮🇳

বৃষ্টির জেরে ভেঙে পড়ল নির্মাণাধীন ‘I Love Naxalbari’ লেটার সাইন📍 সাতভায়া, নকশালবাড়ি  after before picture
25/06/2025

বৃষ্টির জেরে ভেঙে পড়ল নির্মাণাধীন ‘I Love Naxalbari’ লেটার সাইন
📍 সাতভায়া, নকশালবাড়ি after before picture

22/06/2025

Iran Israel News: ইরানের ৩ পরমাণু কেন্দ্রে হামলা আমেরিকার

নকশালবাড়ি: বাবা চা শ্রমিক। মা নেই, জীবনে প্রতিকূলতার অভাব ছিল না নকশালবাড়ির অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের মেয়ে অপর্ণা...
20/06/2025

নকশালবাড়ি: বাবা চা শ্রমিক। মা নেই, জীবনে প্রতিকূলতার অভাব ছিল না নকশালবাড়ির অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের মেয়ে অপর্ণা লিম্বুর। কিন্তু সেই সব প্রতিকূলতাকেই দূরে ঠেলে আজ চিকিৎসক (Doctor) হওয়ার স্বপ্নপূরণ করেছেন তিনি। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি (Naxalbari) গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় এই চা বাগান। বাগানের সাতভাইয়া ডিভিশনে প্রায় ছয়শো শ্রমিকের বসবাস। চিতাবাঘ, হাতির হানা নিত্যদিনের ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় জীবনযাপন করেন শ্রমিকরা। কয়েক বছর আগে এই গ্রাম সংসদ এলাকা থেকে পাচার হয়ে যাওয়া তিনজন নাবালিকাকে দিল্লি থেকে উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনায় নড়েচড়ে বসেছিল প্রশাসন। এখানকার অনেকেই অভাবের তারণায় স্কুল ছেড়ে বাইরের রাজ্যে পাড়ি দেয় কাজের খোঁজে।

এলাকায় পড়াশোনার একমাত্র মাধ্যম সাতভাইয়া শিশুশিক্ষা কেন্দ্র। তারপরই উচ্চ শিক্ষার জন্য ছুটতে হয় বাগডোগরা কিংবা নকশালবাড়িতে। এতেই হার মেনে যান অনেক বাবা-মা। তবে হার মানেননি বড়া লাইনের অপর্ণা লিম্বু। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে আর্থিক প্রতিকূলতার মধ্যেও অবিরাম লড়াই করে গিয়েছেন অপর্ণা। নকশালবাড়ির হাতিঘিসা ভিনসেন্ট হাইস্কুল থেকে ৮০ শতাংশ নম্বর পেয়ে ২০১৬ সালে মাধ্যমিক পাশ করেন। তারপরই শিলিগুড়ির একটি বেসরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে নিটের জন্য প্রস্তুতি নেন। দু’বার পরীক্ষা দেওয়ার পর ২০১৯ সালে ৪২০ নম্বর পেয়ে নিট পরিক্ষায় উত্তীর্ণ হন। তারপরই মুর্শিদাবাদ মেডিকেলে এমবিবিএসের জন্য ভর্তি হন। গত মে মাসে ডাক্তারি ডিগ্রি নিয়ে বাড়িতে ফিরেছেন।

সাতভাইয়া রেললাইন পেরিয়ে ম্যানেজার বাংলোর পাশেই রয়েছে অপর্ণা লিম্বুদের শ্রমিক আবাস। বাবা কমল লিম্বু সাতভাইয়া চা বাগানের শ্রমিক। এলাকার সকলেই তাঁর সাফল্যতে খুশি। ডাক্তারি পড়াকালীন মা আম্বু লিম্বু মারা যান। এদিন নিজের ঘরে বসে জীবন সংঘর্ষের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে অপর্ণার। তবে এখন সব দুঃখই মুছে গিয়েছে। এলাকায় চিকিৎসক হিসেবে পরিচিত তিনি।

শ্রমিকরাও অপর্ণার সাফল্যে খুব খুশি। অপর্ণা বলেন, ‘আমি পরিবারকে সবসময় পাশে পেয়েছি। আমার স্বপ্নই ছিল চিকিৎসক হওয়ার। চা বাগানের প্রতিটি ছেলে-মেয়েকে আমি এই পরামর্শই দেব, তাঁরা যেন নিজেদের লক্ষ্যে পৌঁছোতে পরিশ্রম করে।’ বাবা কমল লিম্বু বলেন, ‘একসময় বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। হাতির হানায় ঘর পর্যন্ত ভেঙে যায়। কিন্ত তারপরও ছেলে-মেয়ের পড়াশোনা বাদ দিইনি। আজ মেয়ে চিকিৎসক হওয়ায় সব দুঃখই ঘুচে গিয়েছে।’

গত ১৫ই জুন ২০২৫, নকশালবাড়ির স্টেশনপাড়া লিচুবাগান এলাকায় এইচডিএফসি ব্যাঙ্কের সামনে থেকে একটি লাল রঙের Hero Splendor বা...
18/06/2025

গত ১৫ই জুন ২০২৫, নকশালবাড়ির স্টেশনপাড়া লিচুবাগান এলাকায় এইচডিএফসি ব্যাঙ্কের সামনে থেকে একটি লাল রঙের Hero Splendor বাইক চুরি যায়। বাইকটির রেজিস্ট্রেশন নম্বর ছিল WB74A H2317। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে এলাকার মানুষকে জানিয়ে সহযোগিতা চাওয়া হয়।

সাধারণ মানুষ এই খবর গুরুত্ব সহকারে শেয়ার করেন এবং তথ্য দিয়ে সহায়তা করেন।
অবশেষে সেই বাইকটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

আমরা আন্তরিক ধন্যতা জানাই— যাঁরা এই ঘটনাটি শেয়ার করেছেন, যাঁরা তথ্য দিয়ে সাহায্য করেছেন এবং যাঁরা দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়েছেন। আপনাদের সবার সহযোগিতাতেই এই বাইকটি উদ্ধার সম্ভব হয়েছে।

Address

NAXALBARI Busstand
Naxalbari
734429

Telephone

+917063170263

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khabar naxalbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share