
04/07/2025
⭕Naxalbari __পাখিকে ঢিল ছোড়ার অপরাধে এক নাবালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল নকশালবাড়ির এক বিজেপি নেতার বিরুদ্ধে।
শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই নাবালককে দেখতে যান সভাধিপতি অরুণ ঘোষ, তৃণমূলের দার্জিলিং জেলার চেয়ারম্যান সঞ্জয় টিব্রুওয়াল।