16/04/2023
সোমরসের উৎস সন্ধানে -
বাংলার পশ্চিম অংশে অবস্থিত ঝাড়গ্রামের লাগোয়া অঞ্চলে আমার যাতায়াত অনেককালের, আর সেই সুবাদে সেখানকার মানুষের সংস্কৃতি বিষয়ে আগ্রহও ক্রমশ্য গড়ে ওঠে। এই সব আদিম জনজাতি অধ্যুষিত গ্রামগুলোতে দেশীয় মদ তৈরি করা এবং পান করা দৈনন্দিন জনজীবনের অঙ্গ। প্রাচীন বৈদিক সংস্কৃতিতে যেমন সোমরসকে ritual drink হিসেবে গণ্য করা হত, এদের জীবনেও দেশীয় মদের ভুমিকা অনেকটা সেই রকম। আমাদের শহুরে কালচারে আমরা লুকিয়ে লুকিয়ে মদ্যপান করে থাকি, তাই মদ্যপানকে সংস্কৃতির অঙ্গ হিসেবে মেনে নিতে আমাদের আপত্তি থাকাটাই স্বাভাবিক। আর ঠিক এই কারণেই আদিম সংস্কৃতির এই দিকটাকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের প্রয়াস।
২০২২ এবং ২০২৩ তিন দফায় লালগেড়িয়া, ছোট ধবনী, গদারাস্তা, গুইমারা, দামোদরপুর, জামবেদা, ইত্যাদি গ্রামগুলোতে এই তথ্যচিত্রটির শুটিং এর পর গত ১২ই এপ্রিল লালগেড়িয়া গ্রামে এর স্ক্রিনিং হয়ে গেছে।
এখন এটি ইউটিউবে উপলব্ধ।
এই বিষয়ে যাদের আগ্রহ রয়েছে তারা ওই সময়ে বা পরে কোন এক সময়ে নিচের লিঙ্কে ক্লিক করে ছবিটি দেখে নিতে পারেন।
তবে মদ্যপানের বিরোধীদের পক্ষে ক্লিক না করাই মঙ্গলের।
ধন্যবাদ !
A Documentary on the culture of Alcoholism in Jangalmahal region of West Bengal (India). পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মদ্যপানের সংস্কৃতির ওপর নির্মিত একটি তথ্যচিত্র।