05/09/2024
আজ শিক্ষক দিবস।জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে যখন পিছনে তাকাই তখন এমন অনেকগুলো মুখ মনে পরে, যাঁরা না থাকলে আজ আমি এইখানে থাকতাম না। বাবা মা জীবনের রাস্তা গড়ে দেবে সেটাই স্বাভাবিক কিন্তু এই যে মানুষগুলো আমাদেরকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে সামিল হয়ে যান কোনরকম স্বার্থের দাবি না রেখে তাদের ভুলে যাওয়াটা অকৃতজ্ঞতা হবে। অনেকের সাথেই আজ আর যোগাযোগ নেই কিন্তু মনের মণিকোঠায় তারা আছেন এবং থাকবেন।
আমার প্রাইমারি স্কুলের শিক্ষক তপন স্যার আমার থেকে বেশি চেয়েছিলেন আমি ফোরে যাতে বৃত্তি পাই, কী অসম্ভব পরিশ্রম করেছিলেন আমার জন্য। আমি তাঁর মান রাখতে পারিনি তবু তার পরিশ্রম তো ভোলার নয়। আজ অনেকবছর হলো আর তপন স্যারের সাথে আমার কোনো যোগাযোগ নেই।
আমি তখন চুঁচুড়াতে নতুন এসেছি, টিউশন পাচ্ছিনা, কাউকে চিনিনা। উদয় দা আর তুষার স্যার মগরা থেকে পড়াতে এসেছেন আমায়। গরমের দুপুরে কড়া রোদে আমার রিটায়ার্ড মাস্টারমশাই তুষার স্যার আসতেন ইংলিশ পড়াতে। চাকরি পাওয়ার পর যেদিন স্যারকে একটা ছোট্ট উপহার দিয়েছিলাম, মানুষটার চোখের কোণায় আমি জল দেখেছিলাম- খুব ভাগ্যবান ছাত্রছাত্রীরাই বোধহয় এমন সন্তান সুলভ স্নেহ পান স্যারেদের থেকে।
ক্লাস টেন তারপর টুয়েলভে বায়োলজি পড়তাম পুলক স্যারের কাছে। আমার অ্যাডিশনাল সাবজেক্টে, ফিসারি যেটা ওনার পড়ানোর কথায় ছিলনা, আমি পড়ছিনা বলে মা গিয়ে বলতেই দায়িত্ব নিয়ে নিলেন লেটার পাওয়ানোর। কী রাগ যে হতো যখন একগাদা লেখা দিত।কিন্তু পাইয়েছিলেন লেটার আর যার পুরো কৃতিত্বই ছিল শুধুমাত্র স্যারের। যেদিন ক্লাস টুয়েলভের রেজাল্ট দেখাতে গেলাম স্যার বলেছিলেন “ দেখিস,ভালো রেজাল্ট করে, দেখতে সুন্দর বলে ভালো ছেলে দেখে বিয়ের করে ফেলিসনা। আমি কিন্তু তোকে নিজের পায়ে দাঁড়িয়েছিস দেখতে চাই।”- এই অনুপ্রেরণা, তাঁদের পরিশ্রম, তাঁদের আশীর্বাদ আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে।
আমি কোনোদিনই খুব আম্বিসিয়াস ছিলাম না। তাই স্যারদের অনেক আশা পূর্ণ করতে পারিনি। এখন আফসোস হয়। আমার কেমিস্ট্রি স্যার আজ আর পৃথিবীতে নেই। খুব চেয়েছিলেন আমি বিসিএসের প্রিপারেশন নিই কিন্তু আমি নিলাম না। পরবর্তীতে যখনই দেখা হয়েছে খুব দুঃখ করতেন।
জীবনের ওঠাপড়ায় আমার স্যারেরা আমায় ভরসা দিয়েছেন বলেই,আমার আজকের দিনটা এমন উজ্জ্বল।
আমার জীবনের এমন সব প্রিয় মানুষদের কয়েকজনের মাত্র কথা লিখলাম এখানে কিন্তু অন্তর থেকে প্রণাম জানালাম তাঁদের সবাই, আমার সব শিক্ষকদের যাঁদের শিক্ষায় শিক্ষিত না হলে আজকের আমি টা হতোনা।।🙏🙏🙏