B Roy's Dairy

B Roy's Dairy Welcome to B Roy's Dairy.

22/10/2025
।।শ্রীশ্রীলক্ষ্মীমাতার আবাহন গীত।।এসো মা লক্ষ্মী ,বসো মা লক্ষ্মী ,উড়ায়ে কনক - অঞ্চলখানি।দুহাতে বিতরি করুণাসিদ্ধি ,দারি...
18/10/2025

।।শ্রীশ্রীলক্ষ্মীমাতার আবাহন গীত।।

এসো মা লক্ষ্মী ,
বসো মা লক্ষ্মী ,
উড়ায়ে কনক - অঞ্চলখানি।
দুহাতে বিতরি করুণাসিদ্ধি ,
দারিদ্র্য , দুঃখ - পাপ - নাশিনী।।

থাকো মা গৃহেতে হইয়া অচলা ,
পুজিব তোমার চরণ কমলা।
তোমারি কৃপায় লোভিব সকলি ,
অকুলে তীর মা তারিণী।
এসো মা , কমলা হয়োনা নিদয়া ,
নিবারণে মাগো দেহ পদছায়া।।

পাই যেনো তব অপার করুণা ,
তুমি মোরে মাগো ছেড়ে যেয়ো না ,
তোমারি ও দুটি চরণ স্পর্শে ,
হৃদয় জাগিবে শক্তি হর্ষে ,
রাখিবো তোমারে সবারি শীর্ষে ,
পুজিব চরণ কমলখানি।

আমা পানে চাও ,
করুণা নয়নে ,
দাও মাগো শান্তি ,
তাপিত পরাণে ,
শেষের দিনে রেখো না চরণে ,
এ ভব পারের ওই তরণী।।

17/10/2025

প্রকৃতির আশির্বাদ মহৌষধি নিমপাতা ||

#নিম #স্বাস্থ্যটিপস



#স্বাস্থ্যকথা
#স্বাস্থ্যউপকারিতা

#ভেষজচিকিৎসা

16/10/2025

কার্তিক মাসে অগস্তফুল বা বকফুলের বিশেষ মাহাত্ম্য :

যিনি #কার্তিকমাসে অপরাপর অন্য পুষ্প বাদ দিয়ে কেবল মাত্র #অগস্তপুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন, তাঁহার অশ্বমেধ যজ্ঞানুষ্ঠানের ফল লাভ হইয়া থাকে। শ্রী হরির অগস্ত পুষ্প এত প্রিয় যে, কার্তিক মাসে যে অগস্ত পুষ্প দ্বারা শ্রী হরির অর্চনা করেন, গগন মন্ডলে যত দিন চন্দ্র সূর্য থাকে তত কাল তিনি #শ্রীহরির সমীপে বাস করেন।

অযুতসংখ্যক গো দানে যে ফল লাভ হয় কার্তিক মাসে শ্রী হরির পাদপদ্মে একটি মাত্র অগস্ত পুষ্প অর্পন করলে সেই ফল লাভ হয়।

পদ্মপুরাণে কার্তিক মাহাত্ম্যে,—

"মুনিপুষ্পৈর্যদি হরিঃ

পূজিতঃ কার্তিকে নরৈঃ

মুনিনামেব গতিদো

জ্ঞানীনামুদ্ধর্রেতসাম॥"

কার্তিক মাসে অগস্তপুষ্প দ্বারা শ্রী হরির পূজা করিলে প্রভু তাহাদিগকে উর্দ্ধরেতা গনের গতি প্রদান করেন। সর্বোপরি এই দামোদর মাসে শ্রী শ্রী রাধা #দামোদর দেবের প্রিয় অগস্ত পুষ্প তাঁর সন্তুষ্টি বিধানের উদ্দ্যেশ্যে পূর্ন নিষ্কাম ভাবে নিবেদন করাই কর্তব্য।


#পূজাপাঠ
#হরেকৃষ্ণ

Address

North 24 Parganas

Website

Alerts

Be the first to know and let us send you an email when B Roy's Dairy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share