17/08/2025
আমার বাবা যেহুতু উনি অসুস্থ তো আমাদের বাড়িতে এরকম কম মশলা উপকরণ দিয়ে বাটা মাছ কাসুন্দি সাথে পেঁপে দিয়ে বানিয়েছি খুবি সিম্পল রেসিপি যেটা খেতে খুবি ভালো লাগবে আপনারাও বাড়িতে try করে দেখতে পারেন ।
উপকরণ : বাটা মাছ (4 পিস)
প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিন , তারপর সাথে কেটে রাখা পেঁপে ।
পদ্ধতি : করাই এ সরষে তেল গরম করে মাছ গুলো কে ভেজে এক side রেখে দিন
তারপর সাথে পেঁপে গুলো ভেজে নিন ।
তারপর বেটে রাখা আলাদা করে আদা আর জিরা বাটা দিয়ে কয়েকটা চেরা লঙ্কা দিয়ে দি তারপর কিছুক্ষণ নাড়িয়ে চারিয়ে শুকনো মশলা নুন,হলুদ আর ধনে গুড়ো দিয়ে দিন
তারপর মশলা টা কষিয়ে নিয়ে তাতে কিছুটা কাসুন্দি দিয়ে দিন আমার কাছে readymade কাসুন্দি ছিল তো আমি ওটা দিয়ে দি ,কাসুন্দি দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ নাড়িয়ে চারিয়ে তাতে জল আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে আর জল ফুটতে থাকা অবস্থায় কিছুটা নুন সামান্য পরিমাণ দি তারপর মাছ গুলো, আর পেঁপে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর 10 15 min futiye নিয়ে গ্যাস off করে শেষে ধনে পাতা ছড়িয়ে দিন ।
আসা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আপনারা বাড়িতে try করতে পারেন করলে অবশ্যই আমায় tag korben ।
আমি এমনি আমার ঘরের ঘরোয়া রান্না আপনাদের সাথে share করি আপনাদের ভালো লাগলে অবশ্যই like, comment korben share korben
#রেসিপি 's world 🌎