PK KANAI কৃষ্ণ কথা শ্রবণ করতে, কৃপা করে আমার পেজটি ফলো করুন 🥰🙏

‌হরে কৃষ্ণ 🙏🙏

কণ্ঠে তুলসী মালা ধারণ মাহাত্ম্য 📿 তুলসীমালা গলায় না পরলে কি ভক্ত হওয়া যায় না? 📿 তুলসীমালা কণ্ঠে ধারণের কিছু বিশেষ মহিমা:...
20/12/2025

কণ্ঠে তুলসী মালা ধারণ মাহাত্ম্য 📿 তুলসীমালা গলায় না পরলে কি ভক্ত হওয়া যায় না?

📿 তুলসীমালা কণ্ঠে ধারণের কিছু বিশেষ মহিমা:
- বিষ্ণুধামে/ভগবদ্ধামে প্রত্যাবর্তন,
- যমদূতগণ দূর থেকেই পলায়ন করে,
- সর্বতীর্থস্নানের ফল লাভ হয়,
- সমস্ত যজ্ঞের ফল লাভ হয়,

নিৰ্ম্মাল্যতুলসীমালাযুক্তো যশ্চার্চ্চয়েদ্ধরিম্ ।
যদ্‌যৎ করোতি তৎসৰ্ব্বমনন্তফলদং ভবেৎ ॥
(অগস্ত্য সংহিতা, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩১৯)

শ্রীভগবানে নিবেদিত তুলসীমালা ধারণ করিয়া ভগবানের পূজা ও অন্যান্য সকল ক্রিয়ানুষ্ঠান অনন্ত ফলপ্ৰদ হয়।

তুলসীকাষ্ঠসম্ভূতাং যো মালাং বহতে নরঃ ।
ফলং যচ্ছতি দৈত্যারিঃ প্রত্যহং দ্বারকোদ্ভবম্ ॥
নিবেদ্য বিষ্ণবে মালাং তুলসীকাষ্ঠসম্ভবাম্‌ ।
বহতে যো নরো ভক্ত্যা তস্য বৈ নাস্তি পাতকম্ ৷
সদা প্রীতমনাস্তস্য কৃষ্ণো দেবকিনন্দনঃ ॥
(গরুড়পুরাণ, শ্রীমার্কণ্ডেয় ঋষি সংবাদ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩৩২-৩৩৩)

প্রত্যহ তুলসী কাঠের মালা ধারণকারী দ্বারকাবাসের ফল পান। প্রসাদী তুলসী মালা ধারণে পাপহীনতা আসে এবং ভগবান শ্রীকৃষ্ণ তাঁহার প্রতি সন্তুষ্ট থাকেন।

তুলসীকাষ্ঠমালাভির্ভূষিতঃ পুণ্যমাচরেৎ ।
পিতৃণাং দেবতানাঞ্চ কৃতং কোটিগুণং কলৌ ॥
(গরুড়পুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩৩৬)

কলিকালে তুলসীকাষ্ঠ মালা ধারণকারীর দেবকর্ম, পিতৃকৰ্ম ও পুণ্যকৰ্ম কোটি গুণ ফলপ্ৰদ হয়। শ্রীমান গোপাল

তুলসীকাষ্ঠমালান্তু প্রেতরাজস্য দূতকাঃ ।
দৃষ্ট্বা নশ্যন্তি দূরেণ বাতোদ্ধৃতং যথা দলম্ ॥
তুলসীকাষ্ঠমালাভির্ভূষিতো ভ্ৰমতে যদি ।
দুঃস্বপ্নং দুর্নিমিত্তঞ্চ ন ভয়ং শস্ত্রজং কুচিৎ ॥
(গরুড়পুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩৩৭-৩৩৮)

কণ্ঠে তুলসীকাষ্ঠের মালা দেখিয়া যমদূতগণ দূর হইতেই পলায়ন করে এবং ভ্রমণে দু/র্ঘ/ টনা, দুঃ/স্ব/ প্ন বা শ/ স্ত্ৰ জনিত ভ'য় না/ শ হয়।

ধারয়ন্তি ন যে মালাং হৈতুকাঃ পাপবুদ্ধয়ঃ ।
নরকান্ন নিবর্ত্তন্তে দ'গ্ধাঃ কোপাগ্নিনা হরেঃ ॥
(গরুড়পুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩১৭)

হেতুবাদপরায়ণ, পা'পমতি ব্যক্তি মালা ধারণ না করিয়া হরি কোপান'লে দ/ গ্ধী/ভূ/ত হয় এবং নর"ক বাস করে।

তুলসীমালা কণ্ঠে ধারণ বিধি মন্ত্র:
স্কন্দপুরাণ অনুযায়ী, তুলসীকাষ্ঠের মালা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদী মালা ধারণ করতে হয়, নিবেদন না করে সরাসরি ধারণ করলে ন'রকগামী হতে হয়।

📿 তুলসী ধারণ মন্ত্র:
তুলসীকাষ্ঠসম্ভূতে মালে কৃষ্ণজনপ্রিয়ে ।
বিভৰ্ম্মি ত্বামহং কণ্ঠে কুরু মাং কৃষ্ণবল্লভম্ ॥
(স্কন্দপুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩১২)

হে মালে! হে কৃষ্ণভক্তাদরনীয়ে! হে তুলসী কাষ্ঠ সম্ভবে! আমি তোমাকে কণ্ঠে ধারণ করিতেছি, আমাকে কৃষ্ণের প্রিয়পাত্র কর।

যথা ত্বং বল্লভা বিষ্ণোনিত্যং বিষ্ণুজনপ্ৰিয়া ।
তথা মাং কুরু দেবেশি নিত্যং বিষ্ণুজনপ্রিয়ম্ ॥
(স্কন্দপুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩১৩)

হে হরিবল্লভে! তুমি যেরূপ শ্রীকৃষ্ণ প্রিয়া এবং কৃষ্ণভক্তগণ যেমন তোমাকে সতত আদর করিয়া থাকেন, সেইরূপ আমাকে নিত্য শ্রীকৃষ্ণের প্রিয়পাত্র কর। শ্রীমান গোপাল

📿 তুলসীমালা কণ্ঠে ধারণ করলে বিষ্ণুধাম:

এবং সংপ্রার্থ্য বিধিবৎ মালাং কৃষ্ণগলেঽর্পিতাম্ ।
ধারয়েদ্বৈঞ্চবো যে বৈ স গচ্ছেদ্বৈষ্ণবং পদম্ ॥
(স্কন্দপুরাণ, শ্রীহরিভক্তিবিলাস, ৪/৩১৫)

বিধান অনুসারে এই ভাবে প্রার্থনা করিয়া যে বৈষ্ণব অগ্রে শ্রীকৃষ্ণের গলায় মালা অৰ্পণ করিয়া পরে নিজের গলায় ধারণ করেন তিনি বিষ্ণুধামে গমন করেন।

যিনি ভগবানের ভক্ত, ভগবানের প্রতি কৃতজ্ঞ, ভগবানের আনুগত্যে রয়েছেন, তিনি নিশ্চয়ই ভগবানের নির্দেশাবলী মেনে চলবেন, তিনি নিশ্চয়ই ভগবানের প্রীতিবিধানের জন্য কার্য করবেন। যাঁর কণ্ঠে তুলসীমালা রয়েছে, তিনি নিশ্চিতরূপে ভগবানের আনুগত্যাধীন, ভগবৎ নির্দেশে শ্রদ্ধাশীল।
-শ্রীমান গোপাল দাস


🌿🌷 রাধা নামের মাহাত্ম্য – ভগবানের পথে প্রেমের সেতু,,,,,ভগবান শ্রীকৃষ্ণ নিজে “পরম সত্য”, সব আনন্দ ও প্রেমের উৎস।কিন্তু — ...
19/12/2025

🌿🌷 রাধা নামের মাহাত্ম্য – ভগবানের পথে প্রেমের সেতু,,,,,
ভগবান শ্রীকৃষ্ণ নিজে “পরম সত্য”, সব আনন্দ ও প্রেমের উৎস।
কিন্তু — তাঁর প্রেমের প্রকাশ, তাঁর হৃদয়ের আসল আন্দোলন – রাধারূপে প্রকাশ পেয়েছে।
যেমন সূর্য নিজে আলো, কিন্তু তার উষ্ণতা ও সৌন্দর্য প্রকাশ পায় রশ্মির মাধ্যমে,
তেমনি কৃষ্ণ নিজে আনন্দময়, কিন্তু সেই আনন্দের প্রকাশ রাধা।
তাই বলা হয় —
“রাধা বিনা কৃষ্ণ চিন্তা অসম্ভব।”কিন্তু,রাধা নাম কেন এত শক্তিশালী,,, আমি দেখেছি যখন ভগবানকে ডাকি ভগবান অনেক দেরি করে আসতে ,,অনেক সময় লাগে,, কিন্তু রাধা নাম ধরে যখন আমি রাধা রাধা বলে ডাকতে থাকি,, তখন ভগবান আর স্থির থাকতে পারেন না,,

রাধা মানেই প্রেমের পরাকাষ্ঠা।
তিনি ভালোবাসেন কৃষ্ণকে নিঃস্বার্থভাবে, নিরবচ্ছিন্নভাবে, প্রতিটি নিঃশ্বাসে।
সেই প্রেমই ভক্তির আসল রূপ।
তাই যখন কেউ “রাধা” নাম উচ্চারণ করে, সে আসলে “ভালোবাসার সার” উচ্চারণ করে।

রাধা নাম কৃষ্ণকে বাধ্য করে।
অনেক শাস্ত্রে বলা হয়েছে —
“যেখানে রাধা নাম উচ্চারিত হয়, সেখানে কৃষ্ণ স্বয়ং উপস্থিত হন।”
কারণ কৃষ্ণ রাধার প্রেমে চিরবন্দী।
রাধার নাম মানে কৃষ্ণের হৃদয়ের দোলনা।

রাধা নাম ভক্তির সহজ রাস্তা।
ভগবানের কাছে যাওয়া কঠিন নয়, কিন্তু “রাধার দরজা” দিয়ে গেলে পথ মসৃণ হয়ে যায়।
কারণ তিনি করুণাময়ী — তাঁর দৃষ্টি পড়লে কৃষ্ণের দৃষ্টি নিজে থেকেই পড়ে যায়।
তাই বলা হয় ,,,
“রাধা নাম লও, কৃষ্ণ আপনিই ধরা দেবেন।সহজ করে বললে ,তুমি যদি ভগবানের দিকে এগিয়ে যাও, ভগবান একটু লুকোচুরি খেলবেন — কিন্তু যদি তুমি “রাধে” বলে ডাকো, তখন কৃষ্ণ নিজে এসে বলবেন —

“এই যে, তুমি যাকে ডাকলে — আমি সেইজন। তাই বলা যায়,,
রাধা নাম শুধু একটি নাম নয় —
এটা ভক্তির হৃদয়স্পন্দন, প্রেমের শ্বাসপ্রশ্বাস,
যে নাম উচ্চারণ করলে হৃদয় নিজের থেকেই নম্র হয়ে যায়, চোখে জল আসে,
আর মনে হয় — “আমি কিছু চাই না, শুধু ভালোবাসতে চাই।”

এই অবস্থায়ই ভগবান আসেন।
কারণ কৃষ্ণের হৃদয় শুধু এক জায়গাতেই বন্দী — রাধার ভালোবাসায়।
রাধে রাধে 🙏

🙏♥️ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি যেতে চাও,🌹 🔴তবে এই ভাবনা নিয়েই যেও যে—তিনি তোমায় কিছু দেবেন না, বরং তোমার যা কিছু আছে, তাও...
18/12/2025

🙏♥️ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি যেতে চাও,🌹

🔴তবে এই ভাবনা নিয়েই যেও যে—তিনি তোমায় কিছু দেবেন না, বরং তোমার যা কিছু আছে, তাও লুটে নেবেন। তিনি সব চুরি করে নেবেন। ইনি সেই হরণকারী ভগবান। 🙏🌹♥️
🙏🌹'চোরাগ্রগণ্যম পুরুষম নমামি'—ইনি চোরদের সর্দার। ইনি সব চুরি করে নেন; এমনকি আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য—এই সবকিছু তিনি হরণ করে নেবেন।🙏🌹
🙏তিনি অর্জুনকে বলছেন—'হে অর্জুন! তুমি আমার কৃপা সম্পর্কে জানতে চাও? তবে শোনো, সবার আগে তোমার আত্মীয়-স্বজনকে তোমার থেকে দূরে সরিয়ে দেব। তোমার আপনজনদের কেড়ে নেব। ধীরে ধীরে, ক্রমে ক্রমে তোমার ধন-সম্পদ, ব্যবসা-বাণিজ্য সব কিছু কেড়ে নেব।'😥🌹🙏
🤷(ভক্ত প্রশ্ন করে) 'প্রভু, ভক্তদের সঙ্গে কি আপনার কোনো শত্রুতা আছে?'🤔
🙏🌹তিনি বলেন, 'শত্রুতা নেই। কিন্তু আমি মানুষের স্বভাব জানি। যখন চোখের সামনে আর কোনো পথ খোলা থাকে না, যখন দুনিয়াতে আর কাউকে পাশে দেখা যায় না—ঠিক তখনই কেবল আমাকে দেখা যায়। তখন মানুষ আর্তনাদ করে বলে—প্রভু আমাকে বাঁচাও!🙏🌹
♥️🙏আর তখনই ভগবান বলেন— এবার আয়, এবার আমার শরণে আসার তোর সময় হয়েছে।'"🙏♥️🌹

18/12/2025

ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 👈🙏 #জয়শ্রীরাধারাধা #জয়গোপাল #জয়গীতা #রাধেরাধে

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque PK KANAI publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager