
30/07/2025
সফলের হাসি ✨
ধুলোমাখা পথ পেরিয়ে এসেছি,
চোখে ছিল স্বপ্ন, হৃদয়ে আশি।
কেউ দেখেনি সেই ক্লান্তি আমার,
আজ শুধু দেখে সফলের হাসি।
রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি,
তবু থামিনি, মন ছিল দৃঢ়।
একলা রাতে বলেছি নিজেকে—
“হারলে চলবে না, জয় হবেই বড়!”
বন্ধ দরজা খুলেছি ধাক্কা মেরে,
অন্ধকারেও খুঁজেছি আলো।
হাজার না শুনেও হাল ছাড়িনি,
চেয়েছি শুধু সামনের কালো।
আজ যেই আমি, হাসিমুখে দাঁড়াই,
তার পেছনে আছে রক্ত আর ঘাম।
এই সাফল্য, শুধুই আমার—
নয় তো কোনো সহজ নাম! ✨💫🌟