RS Rakib Hossen

RS Rakib Hossen blogger

সর্বশেষ আপডেট আছিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট: গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার পর রাতে সিটি স্ক্য...
11/03/2025

সর্বশেষ আপডেট
আছিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট: গতকাল সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে যাওয়ার পর রাতে সিটি স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যানের মাথায় কিছু সমস্যা পাওয়া গিয়েছে। লাঞ্চে পানি জমেছে ডক্টররা অপারেশন করছে পানি বের করতে।
আছিয়ার শরীরে অসংখ্য ব্লেডের কাটা ক্ষত আছে শরীরের অনেক জায়গা ইনফেকশন হয়েছে। আপনারা সবাই আছিয়ার জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আছিয়াকে দ্রুত সুস্থ করে দেয় আমিন।

নওগাঁ বাইপাস রোডে আলহেরা অটোরাইচ মিলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত😭😭আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲🤲
11/03/2025

নওগাঁ বাইপাস রোডে আলহেরা অটোরাইচ মিলের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত😭😭
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন 🤲🤲

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্...
11/03/2025

বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।

মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।

বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের।

তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।

হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।

যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।

মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।

তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?

মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।

বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে। মা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা
এই ঘটনার পরেও কি কিছু মানুষ বলবে বাচ্চাটা বেপর্দায় চলাচলের জন্য ধর্ষণের শিকার হয়েছে🥺🥺

11/03/2025

Hi

কি গান রে ভাই
03/03/2025

কি গান রে ভাই

কি আজব গান
03/03/2025

কি আজব গান

Dilbar - Zseries

খুব সুন্দর একটি গান
03/03/2025

খুব সুন্দর একটি গান

Ke Tumi

Nice gan
03/03/2025

Nice gan

Suno miya suno K

26/02/2025

welcome my Facebook friend

Address

Nowganwa

Alerts

Be the first to know and let us send you an email when RS Rakib Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share