26/05/2025
বাংলাদেশে দীর্ঘ কুড়ি বছর ধরে ভবঘুর হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত গালিমপুরের বাসিন্দা। বাংলাদেশের একটি দোকানে খাবার সময় তার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, তারপর সেই ভাইরাল ভিডিও দেখতেপান মালদার বাসিন্দারা পরিবার জানান তার নাম নাজিমুল।খোঁজখবর নেওয়ার পর যোগাযোগ করানো হয় সেই ভবঘুরর সাথে বাড়ির লোককে চিনতে পেরে ফোনে ভিডিও কলিং এ কথা বললেন সেই ভবঘুর,
চিনতে পারেন পরিবারের লোকেদের।