18/09/2025
State Medical Faculty of West Bengal
SMFWBEE-2025
(OBC Certificate Update Notice)
Updating Social category
যারা SMFWB-2025 প্যারামেডিকেল পরীক্ষা দিয়েছিলে, তাদের Social Category Update করতে হবে ফলাফল বার ও মেরিট লিস্ট প্রকাশিত হবার আগে।
State Medical Facult শুধুমাত্র একটি মাত্র সুযোগ দেবে Social Category Update করার জন্য, যার প্রয়োজন,
১. এটি যারা এবছর পরীক্ষা দিয়েছিলে, তাদের জন্য।
২. Social Category Update সুযোগ পাবে ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
৩. ছাত্রছাত্রীদের সঠিক ক্যাটেগরি সার্টিফিকেট করার জন্য Documentary Proof থাকা আবশ্যিক, যা পরবর্তীতে ভ্যারিফিকেশনের জন্য প্রয়োজনীয়।
৪. সময়সূচি পরবর্তীতে কোন প্রকার সুযোগ পাবে না।
৫. যেসকল ছাত্রছাত্রীরা OBC Category claim করবে তাদেরকে অবশ্যই non-judicial stam paper এ ঘোষণাপত্র প্রদান করতে হবে, অন্যথায় claim গ্রহণযোগ্য নয়।