03/09/2024
হাসিনা খাতুন, পিতা: প্রয়াত শেখ বাহার আলি, গ্রাম: বোচাহী, থানা: মানিকচক, জেলা: মালদা, কর্তৃক অজ্ঞাত দুষ্কৃতিকারী/দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে যে ১৯.০৭.২০২৪ তারিখে রাতে কিছু গৃহস্থালির চুরি হওয়া সম্পত্তি চুরি হয়। এ বিষয়ে মানিকচক থানায় মামলা নম্বর ৫৭১/২০২৪, তারিখ ০৮.০৮.২০২৪, ধারা ৩৮০ ভারতীয় দণ্ডবিধি অনুসারে একটি মামলা শুরু করা হয়। মামলার তদন্ত চলাকালীন, মানিকচক থানার একটি দল একটি ভালো সূত্রের মাধ্যমে তদন্ত চালিয়ে পাঁচজন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন:
১) সমীর মন্ডল, পিতা: সুরেন মন্ডল, গ্রাম: মথুরাপুর কর্মুটোলা
২) শেখ জুয়েল জামান, পিতা: ফারমুদ জামান, গ্রাম: মথুরাপুর পাঠানপাড়া
৩) শেখর মন্ডল, পিতা: জিতেন মন্ডল, গ্রাম: মথুরাপুর খাইরাবাদ
৪) খোকন মন্ডল @ খোকা (২৩), পিতা: সুবোধ মন্ডল, গ্রাম: মথুরাপুর শংকরতোলা
৫) রকি পাল (২৬), পিতা: বিজয় পাল, গ্রাম: মথুরাপুর পালপাড়া
এই পাঁচজনকে মালদা জেলা আদালতের সম্মানিত সিজেএম আদালতে হাজির করা হয় এবং পুলিশ রিমান্ডের সময়কালে অভিযুক্ত ব্যক্তিদের দেওয়া বিবৃতির ভিত্তিতে তদন্তকারী কর্মকর্তা, সাব-ইন্সপেক্টর রাকেশ বিশ্বাস অভিযুক্তদের দেখানো স্থানে গিয়ে মথুরাপুর কাকরিবান্ধা শ্মশান কালী মন্দিরের কাছে এক আম বাগান থেকে ০৬ (ছয়)টি কাঁসার তৈরি গ্লাস, ০৬ (ছয়)টি কাঁসার তৈরি বাটি, ০৬ (ছয়)টি কাঁসার তৈরি থালা এবং ০১ (এক)টি পুরাতন বস্তা (চুরি হওয়া সামগ্রী) উদ্ধার করেন।
On the basis of written complain of one Hasina Khatun D/O Lt. Sk Bahar Ali of Bochahi, PS- Manikchak, Dist- Malda against unknown miscreant/miscreant’s that on 19.07.2024 in the night some house hold stolen properties were stolen. Over this Manikchak PS Case No-571/2024 Dated-08.08.2024 U/S-305 BNS started. During investigation of the case, team of Manikchak PS engaged good source and arrested Five involved accused persons namely (1) Samir Mandal S/O Suren Mandal of Mathurapur Karmutola (2) Sk Juyel Zaman S/O Farmud Zaman of Mathurapur Pathanpara, (3) Sekhar Mandal Mandal S/O Jiten Mandal of Mathurapur Khairabad (4) Khokan Mandal @ Khoka (23) S/O Subodh Mandal of Mathurapur Sankartola (5) Roki Pal (26) S/O Bijay Pal of Mathurapur Paulpara, PS- Manikchak, Dist- Malda and forwarded all of them before Ld. CJM Court, Malda and during PC remand period, leading to the statements of PC accused persons and on being shown Investigating Officer namely SI Rakesh Biswas has recovered and seized 06 (Six) Pcs of Brass made glasses (কাসার গ্লাস), 06 (Six) Pcs of Brass made bowl (কাসার বাটি) 06 (Six) Pcs of Brass made Dish (কাসার থালা) and 01 (one) old and used sack (বস্তা) stolen articles were recovered from a mango orchard at Mathurapur Kakribandha near Shashan Kali Mandir, PS-Manikchak, Dist-Malda leading to the statements have given by the PC accused persons.