Al MAUN

Al MAUN for educational and entertainment also sports purposes only

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“আল্লাহ্‌ তাঁর বান্দাদের প্রতি মায়ের সন্তানের প্রতি যে দয়া, তার চেয়েও বেশি দয়ালু।”— [সহীহ বুখ...
24/08/2025

📖 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“আল্লাহ্‌ তাঁর বান্দাদের প্রতি মায়ের সন্তানের প্রতি যে দয়া, তার চেয়েও বেশি দয়ালু।”
— [সহীহ বুখারী, সহীহ মুসলিম]

02/08/2025

আসসালামুলাইকুম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে চাই সময়ের অভাবে
বলা হয় না। যদি আপনারা শুনতে চান তাহলে বলা শুরু করবো ইনশাআল্লাহ প্রথম পর্ব হবে" নামায নিয়ে কথা" কে কে শুনতে চান কমেন্টস ও লাইক দিয়ে জানিয়ে দেন প্লিজ।

02/08/2025

“পৃথিবীতে ক্ষুধার কষ্টের মৃ*ত্যুই হয়তো সব থেকে কঠিন। কারণ, অন্যান্য দুর্ঘটনার মৃ*ত্যু হঠাৎ করে আসে। কিন্তু অনাহারের মৃ*ত্যু মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে। গা$জার শিশুদের কঙ্কালসার শরীর দেখেও যাদের বিবেক জাগ্রত হয় না, তাদের ঘুম আর কীসে ভাঙবে!”
— শায়খ আহমাদুল্লাহ (হাফি.)

‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো ...
01/08/2025

‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ২০ ]

01/08/2025

আবু ওমর আহমদ ইবনে মুহাম্মদ ইবনে আবদে রাব্বিহ আল-আন্দালুসি রহিমাহুল্লাহ [মৃত্যু: ৩২৮ হিজরি/৯৪০
খ্রিস্টাব্দ]—তিনি বলেছেন,

«الجمال كاذب،والحسن مخلف؛وإنما تستحق المدح المرأة الموافقة.»

❝(নারীর) সৌন্দর্য এক (প্রতারণামূলক) মিথ্যা ছায়া, আকর্ষণ ক্ষণস্থায়ী;প্রকৃত প্রশংসার যোগ্য কেবল সেই নারী,যিনি তাঁর স্বামীর প্রতি অনুগত ও সহানুভূতিশীল❞

—[কিতাবুল আকদুল ফারীদ ইবনে আবদু রাব্বিহ, খন্ড:
৭ পৃষ্ঠা: ৮৮;ত্বাবায়িউন নিসা' ওয়া মাজা'আ ফীহা মিন আ'জায়িবি ওয়া আখবারি ও আসরার,

28/07/2025

ছোট বাচ্চাদের হাড়িভাঙ্গা খেলা। আমাদের পেজটিতে এই রূপ খেলাধুলা সম্পর্কিত ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকুন।

28/07/2025

রিযিকের পেরেশানি যদি মনকে আচ্ছন্ন করে ফেলে আকাশের পাখির দিকে তাকাবেন। তারা জানে না কোথায় গেলে তাদের খাবার মিলবে, তারা শুধু জানে- ছুটতে হবে আল্লাহর ওপর ভরসা করে। আপনিও ছুটুন আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে। রিযিক যে মিলবে সেটা শতভাগ নিশ্চিত।

_[আরিফ আজাদ]

27/07/2025

‘আল্লাহ তোমাদের শত্রুদেরকে খুব ভাল করে জানেন। আর অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহই যথেষ্ট।’

[ সুরা আন-নিসা, ৪ : ৪৫ ]

26/07/2025

“সেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,তার মাতা, তার পিতা, তার সাথী (সাহিবাহ) ও তার সন্তানদের কাছ থেকে।” [ সূরা আবাসাঃ ৩৪-৩৬ ]

এমনিভাবে যে স্ত্রীর বাস্তবিক কোন অস্তিত্বই নেই তাকেও কোরআন "সাহিবাহ" বলে অভিহিত করেছে। যেমন, আল্লাহ রব্বুল ইযযতের কোন পত্নী কিংবা সঙ্গী নেই মর্মে ঘোষণা করতে গিয়ে তিনি বলেছেন-

“তিনি নভোমন্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তাঁর কোন সাথী নেই ? তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন। তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ।” [ সূরা আনআম- ১০১ ]

এই সেই কোরআন, যার প্রতিটি শব্দ বুননের পিছনেও রয়েছে কার্যকরী মূলনীতি। প্রতিটি শব্দের গভীরতায় রয়েছে সমাজ দর্পনের এপিঠ-ওপিঠ।

-উস্তাদ সাঈদুল মোস্তাফা হাফি...

25/07/2025

নিজের সাথে সৎ হোন। কেননা, দিনশেষে আপনার কাজের থেকে কেউ যদি লাভবান হয়- সে আপনি নিজেই। আর আপনার গাফিলতি, দুনিয়ার মোহে জীবনটা বরবাদ করার থেকে যদি কারো ক্ষতি হয়-সেও আপনি নিজেই। তাই মৃত্যু আসার আগেই সেই মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। আজ, এখন, এই মুহূর্ত থেকেই।

[বই: এপিটাফ, মোহাম্মদ হাবলোস]

21/07/2025

আপনি জাস্ট একটু ভেবে দেখেন
বাংলাদেশের বিমান দুর্ঘটনায় ৫০ জন শিক্ষার্থী মারা গেছে। যারা সবাই ক্লাস থ্রি ফোর ১১-১২ বছর বয়স এরকম হবে।
তাহলে ধ্বংসপ্রাপ্ত গাজায় হাজার হাজার শিশু মারা গেছে তাদের বাবা-মার কি অবস্থা?? সেখানকার ভয়াবহতা কি পরিমান?!

Address

Dighdari, Merirhat

5700

Alerts

Be the first to know and let us send you an email when Al MAUN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share