04/02/2025
⚠️Confession_No: 1014
From : আপনার পাশের কেউ,
To : রিয়েল নাম সঠিক জানি না,
Skyview & Supermarket এ দেখালম,
তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করতে গেলে শুধু ভাষা বা শব্দে সীমাবদ্ধ থাকা সম্ভব নয়। তোমাকে প্রথমবার দেখার মুহূর্ত থেকে মনে হলো, তুমি শুধু একটি মানুষ নও—তুমি যেন এক কবিতা, যে কবিতার প্রতিটি শব্দ হৃদয়ের গভীর থেকে উঠে আসে।
তোমার মুখে সেই কোমল হাসি, যা সূর্যের প্রথম কিরণের মতো উজ্জ্বল। তোমার চোখ—তারা যেন রহস্যময় গ্যালাক্সি, যেখানে প্রতিটি তারা একেকটি গল্প বলছে। তোমার সাথে খুব একটা দেখা হয়নি, তবে ৪ বার দেখা হয়েছিল , যতবার তোমার দিকে তাকাই, ততবার মনে হয় তুমি ঠিক বিজ্ঞানের মতো নিখুঁত, আবার সাহিত্যের মতো আবেগপূর্ণ। একদিন ফেসবুকে Mihrima Jannat একটা Id থেকে তোমাকে শাড়ি পরা দেখেছিলাম, তোমার পরা শাড়ির পাড়ের কাজ যেন প্রাকৃতিক শৃঙ্গের সৌন্দর্য ধারণ করে।
বিজ্ঞানের দিক থেকে দেখলে তুমি যেন একটি নিখুঁত সমীকরণ, যার প্রত্যেকটি উপাদান পরিপূর্ণতার ছোঁয়া দেয়। তোমার সৌন্দর্য কোনো কেমিস্ট্রির মেলবন্ধনের চেয়েও বেশি বিস্ময়কর। তোমার প্রতিটি হাসি যেন নিউটনের মাধ্যাকর্ষণ সূত্রের মতো, যা আমাকে প্রতিবারই তোমার দিকে টেনে নিয়ে যায়। আর তোমার উচ্চতা, সেটা আমার কাছে কেমন লাগে সেটা আর নাই বললাম।
হয়তো কোন ভাবেই তুমি আমাকে চিনবে না। চিনবে কি করে বলো? আমি তো চিনতে পারার কোন অপশন দেই না, না এখানে দিয়েছি, না দিয়েছি সরাসরি দেখা হলে। কারণ আমি যে ইনট্রুভার্ট। যদি ইনট্রুভার্ট না হতাম তাইলে আর এভাবে কনফিউশন দিতাম না, সামনাসামনি বলে দিতাম, তা না সম্ভব হলে মেসেন্জারে বলে দিতাম। ইনট্রুভার্ট হওয়ার কারনে সেটাও সম্ভব হয়নি। তবে আরেকটা রিজন আছে। সেটা হলো আমাদের যেই বয়স, এই বয়সে এসে কাউকে ওইসব বলাটা আমার দিক থেকে একটুও ভালো দেখায় না। তবে আমরা যেহেতু মানুষ, তাই যখন যেই অবস্তা আর যেই পজিশনে থাকুক না কেন কারো প্রতি ভালোলাগা ভালোবাসাটা স্বাভাবিক। তবে চিনতে পারার একটা ওয়ে দিয়ে দেই, সেটা হলো মেসেন্জারে কথা হয় , তাও সেটা খুবই প্রয়োজনে। মেসেজের স্টাইল দেখলেই বুঝতে পারবা যে আমি আসলে কতটা ইনট্রুভার্ট, নিজ থেকে অপ্রয়োজনে কখনোই মেসেজ দেই নি।
জানিনা তোমার অবধি লেখা পৌছাবে কিনা। তবে তোমার প্রতি আমার অনুভূতি কেবল ভালো লাগা নয়। এটি একটি স্বপ্ন, একটি আকাঙ্ক্ষা, একটি অনুভব। তুমি যদি আমার এই অনুভূতির মর্যাদা দাও, তবে বলব—জীবনের প্রতিটি অধ্যায় তোমার সঙ্গেই কাটাতে চাই। তোমার প্রতি আমার এই অকৃত্রিম ভালোবাসা তোমাকে স্পর্শ করুক, এবং তুমি আমার হৃদয়ের অংশ হতে রাজি হও।
তুমি কি আমার জীবনের অংশ হতে প্রস্তুত?