Sarna Official Purulia

Sarna Official Purulia আদিবাসি কুড়মি সমাজ ( ঝালদা ২)

23/10/2025
22/10/2025

ছোটনাগপুর তথা কুড়মি জাতির সবথেকে বড়ো পরব বাঁদনাতেও পরিবারের প্রিয় মানুষটি নেই। তাদের ছাড়াই পরিবারের মানসিক স্থিতি কোনওভাবে ভালো থাকা সম্ভব নয়। কোনও যুক্তিসঙ্গত কারন ছাড়াই তাদের গ্রেফতার করা হয়েছে সেটা আজ মোটামুটি সবাই জানে। এমনকি স্থানীয় মানুষ কিনা তা প্রমানে আধার কার্ড অবধি দেখতে চাওয়া হয়েছে। জেলবন্দীদের আইনগত সহায়তা এবং সামাজিক ভাবেও পরিবারের পাশে আমরা আছি।

আজ আমরা আদিবাসী কুড়মি সমাজ নেতৃত্ব সহ হিতমিতানরা ঝালদা -১ ব্লকের বড়গাঁতা গ্রামে নিপীড়িত পঙ্কজ মাহাতর পরিবারের কাছে পৌঁছেছিলাম। এই কঠিন সময়ে তাদের দুঃখকে ভাগ করে নিতে।

19/10/2025

পুরুলিয়া sp এর সাথে

19/10/2025

কোটশিলা কাণ্ডে গ্রেফতার হওয়া সমাজ আন্দোলনকারীদের সাথে দেখা করতে আজ জিউদারু গ্রামে ঝাড়খণ্ডের ডুমরি বিধায়ক তথা JLKM কেন্দ্রীয় অধ্যক্ষ জয়রাম কুমার মাহাত।

18/10/2025

আজকে জামিনে মুক্ত হল আরো দুইজন , কৃষ্ণকান্ত মাহাত জিউদারু ও দীননাথ মাহাতো টিমাংদা I আরো বাকি 46 জনের মুক্তির অপেক্ষা । আইনি লড়াইয়ে যারা নানাভাবে সহযোগিতা করলেন/করছেন সবাইকে ধন্যবাদ।
জহাইর। জয় গরাম।

17/10/2025

নেগাচারি ।
কুসটিলাক খৈরি গাউএ ভরত বঁশরিআরেক মাঞ মরতাহারিন সবনি বঁশরিআরেক ঘাট কামান আইজ কুড়মালি নেগাচারিই ।

08/10/2025

আজকে কোটশিলা কাণ্ডের ৫১জন জেলবন্দির মধ্যে মালা মাহাত,বিনতী মাহাত ও সহদেব মাহাত জেল থেকে জামিনে মুক্তি পেলেন।

Address

Khairi
Purulia
723213

Alerts

Be the first to know and let us send you an email when Sarna Official Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sarna Official Purulia:

Share