02/11/2025
" সমস্বর" বার্ষিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা-2025. (প্রতিভার বিকাশ ও প্রকাশের জন্য কোন রূপ প্রবেশ মূল্য লাগে না)
অংশগ্রহণের সময়সীমা- ২৫শে সেপ্টেম্বর ' ২০২৫ থেকে ৮ই নভেম্বর' ২০২৫ .
প্রতিযোগিতার বিষয় সমূহ:-
১) আবৃত্তি প্রতিযোগিতা :-
বিভাগ ক - বিষয়- সুকুমার রায়ের যে কোন কবিতা।
বিভাগ খ - বিষয় - ভবানীপ্রসাদ মজুমদারের যে কোন কবিতা।
বিভাগ গ- কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা [ এক যে ছিল, দেশলাই কাঠি, ছাড়পত্র, ২৫শে বৈশাখের উদ্দেশ্যে] যে কোন একটি।
বিভাগ ঘ- বিষয়- দেশাত্মবোধককবিতা [রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়ের] যে কোন একটি কবিতা.।
** আবৃত্তি ৪(4) মিনিটের মধ্যে শেষ করতে হবে কোনরূপ এডিটিং বা যন্ত্রানুসঙ্গ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে না
২) সংগীত প্রতিযোগিতা :-
রবীন্দ্র সংগীত- যে কোন পর্যায়ের রবীন্দ্র সংগীত
লোক সংগীত - যে কোন ধরণের বাংলা লোকসংগীত
নজরুলগীতি
** ট্র্যাক এর ব্যবহার চলবে না
৩) নৃত্য প্রতিযোগিতা :- ( শুধুমাত্র বাংলা গানের উপর )
* রবীন্দ্রনৃত্য * লোকনৃত্য * সৃজনশীল নৃত্য
*** কেবলমাত্র বাংলা গানের মাধ্যমেই নাচে অংশগ্রহণ করা যাবে এবং তা ৪(4) মিনিটের মধ্যেই সম্পূর্ণ করতে হবে কোনরূপ এডিটিং গাহ্য হবে না।
* উপরিউক্ত বিষয়গুলির বিভাগ অনুসারে বয়সসীমা :-
* বিভাগ ক - ৯ বছর বয়স পর্যন্ত
* বিভাগ খ - ৯+ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত
* বিভাগ গ - ১৩+ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত।
* বিভাগ ঘ - ১৬+ থেকে সর্ব সাধারণ
৪) যন্ত্রসংগীত প্রতিযোগিতা
* তবলা বাদন ( সর্বাধিক ৭ মিনিট )
* বয়স সীমা :-
বিভাগ ক - ৯ বছর বয়স পর্যন্ত
বিভাগ খ- ৯+ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত
বিভাগ গ- ১৩+ থেকে ২০ বছর বয়স পর্যন্ত
বিভাগ ঘ- ২০+ থেকে সর্বসাধারণ
***তবলাবাদন ও অন্যান্য যে কোন বিষয়ে প্রতিযোগীর সংখ্যা কম হলে পুরস্কার কমানো হতে পারে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে র নিয়মাবলী:-
1. ভিডিওটি করার সময় প্রতিযোগী বা প্রতিযোগিনী " সমস্বর বার্ষিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫"
কথাটি বলে ভিডিও শুরু করবে।
2. নিচে দেওয়া নির্দিষ্ট লিংকে বা কিউ আর কোড স্ক্যান করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং এডমিট কার্ড টি ডাউনলোড করতে হবে।https://samaswar.org/interaction.php
3. প্রতিযোগী আমাদের ফেসবুক পেজ ------------ " সমস্বর পুরুলিয়া " link--- https://www.facebook.com/groups/865513422130496/?ref=share&mibextid=NSMWBT
ভিডিও এবং এডমিট কার্ড ও বয়সের প্রমাণপত্র আপলোড করবেন। আমরা পোস্টটি অ্যাপ্রুভ করার সময় বয়সের প্রমাণ পত্রটি ডিলিট করে দেবো।
4. নির্দিষ্ট বিভাগ অনুযায়ী বয়সের হিসাব ২৫শে ( 25th september)সেপ্টেম্বর ২০২৫পর্যন্ত গণনা করা হবে।
5. আমাদের পেজে ভিডিও আপলোড করার সময় নির্দিষ্ট ভাবে লিখে পোস্ট করবেন-
"সমস্বর বার্ষিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা-2025"
(প্রতিভার বিকাশ ও প্রকাশের জন্য কোন রূপ প্রবেশ মূল্য লাগে না )
রেজিস্ট্রেশন নং-
নাম-
বিষয়-
বিভাগ-
6. প্রতিযোগিতা শেষ হওয়ার পর(8th নভেম্বর-2025 )প্রত্যেক প্রতিযোগী আমাদের নির্দিষ্ট লিংকে রেজিস্ট্রেশন নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের
শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন।
7. বয়সে কোনো রূপ অসংগতি থাকলে এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে রেজিস্ট্রেশন বাতিল হবে।
8. ডাকযোগে পুরস্কার নিতে হলে কুরিয়ার খরচ প্রতিযোগী কে বহন করতে হবে। পুরুলিয়া জেলার ক্ষেত্রে পুরস্কার প্রাপক কে সমস্বরের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নিতে হবে।