সমস্বর

সমস্বর একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা।

19/02/2025
15/01/2025

পুরস্কার যাদের কুরিয়ার করা হলো---
1. অনুষ্কা সাহা
2. শীর্ষা চট্টোপাধ্যায়
3. ৠতজা দে বর্মন
4.অভিষিক্তা দাস চাকলাদার
5. দিব্যেন্দু বিশ্বাস
6. শুভাঙ্গী গিরি
7. সোমাশ্রী মালিক
8. সুপ্রতিম মিত্র
9. শ্রাবন্তী রায়
10. অর্চিশা চক্রবর্তী
11. অঙ্কিতা রক্ষিত
12. রিতিকা ঘোষাল
13. অদৃতা নাথ
14. সমৃদ্ধি সামন্ত
15. সম্পূর্ণা গোস্বামী
16. সুতৃষ্ণা মন্ডল
17. অর্পয়েত্রী নস্কর
18. অদ্রিজা সুবুদ্ধি
19. অনিস্মিতা দাস
20. সোহিনী উপাধ্যায়
21. সুমনা মন্ডল
*** পুরস্কার প্রাপকরা প্রাপ্তি স্বীকার করে, আমাদের পেইজে ছবি পোস্ট করবেন।
*** বাকিদের পুরস্কার কুরিয়ার করে আমরা জানিয়ে দেবো।
**** পুরস্কার পাঠাতে দেরি হওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।সমস্ত পুরস্কার কুরিয়ার করা হবে।সাথে থাকুন পাশে থাকুন। ধন্যবাদ।

04/01/2025

আগামী 10ই জানুয়ারি-2025 এর মধ্যে যারা আমাদের নির্দিষ্ট নাম্বারে বিষয় অনুযায়ী নাম ও ঠিকানা পাঠাবেন তাদেরই আমরা প্রাইজ কুরিয়ার করব।তারপর আর আমরা গ্রহণ করতে পারবো না।কোনোরূপ কুরিয়ার চার্জ লাগবে না।বিশদ জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন।আমরা কুরিয়ার করে পেজে নাম গুলি দিয়ে দেবো।

বিশেষ বিজ্ঞপ্তি:-
সমস্বর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার সংগ্রহ করতে পারেননি (শুধুমাত্র পুরুলিয়া জেলার বাইরে) তারা নির্দিষ্ট whatsapp নাম্বারে বিষয় অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও নির্দিষ্ট বিষয়ে তার স্থান (পজিশন) লিখে পাঠান।
আবৃত্তি-- 9434197797
তবলা-- 7908694865
নৃত্য-- 9775306100
সংগীত-- 7001106197
বসে আঁকো- 9800235576
নির্দিষ্ট ভাবে লিখে পাঠাবেন--
নাম-
বিষয়-
বিভাগ-
স্থান-
রেজিস্ট্রেশন নাম্বার-
সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর,সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি(অবশ্যই দিতে হবে)
*** পুরুলিয়া জেলার মধ্যে কোন প্রতিযোগীর প্রাইজ কুরিয়ার করা হবে না, তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইজটি সংগ্রহ করে নেবেন 15 দিনের মধ্যে।
**ফোনে যোগাযোগ করতে হলে রাত্রি 7 টা থেকে 9:30 টার মধ্যেই উক্ত নাম্বার গুলিতে করতে পারেন।

24/12/2024

বিশেষ বিজ্ঞপ্তি:-
সমস্বর বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার সংগ্রহ করতে পারেননি (শুধুমাত্র পুরুলিয়া জেলার বাইরে) তারা নির্দিষ্ট whatsapp নাম্বারে বিষয় অনুযায়ী সম্পূর্ণ ঠিকানা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও নির্দিষ্ট বিষয়ে তার স্থান (পজিশন) লিখে পাঠান।
আবৃত্তি-- 9434197797
তবলা-- 7908694865
নৃত্য-- 9775306100
সংগীত-- 7001106197
বসে আঁকো- 9800235576
নির্দিষ্ট ভাবে লিখে পাঠাবেন--
নাম-
বিষয়-
বিভাগ-
স্থান-
রেজিস্ট্রেশন নাম্বার-
সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর,সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কপি(অবশ্যই দিতে হবে)
*** পুরুলিয়া জেলার মধ্যে কোন প্রতিযোগীর প্রাইজ কুরিয়ার করা হবে না, তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রাইজটি সংগ্রহ করে নেবেন 15 দিনের মধ্যে।
**ফোনে যোগাযোগ করতে হলে রাত্রি 7 টা থেকে 9:30 টার মধ্যেই উক্ত নাম্বার গুলিতে করতে পারেন।

20/12/2024

আসছে......

স্বাগতম....
13/12/2024

স্বাগতম....

"সমস্বর "বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-2024ফলাফল- আবৃত্তি ও নৃত্য।
09/12/2024

"সমস্বর "বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-2024
ফলাফল- আবৃত্তি ও নৃত্য।

"সমস্বর "বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-2024  ফলাফল- তবলা বাদন,রবীন্দ্র সংগীত,লোকসংগীত,দলগত নৃত্য,জনপ্রিয়তার বিচারে একক ...
08/12/2024

"সমস্বর "বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-2024

ফলাফল- তবলা বাদন,রবীন্দ্র সংগীত,লোকসংগীত,দলগত নৃত্য,জনপ্রিয়তার বিচারে একক বিভাগ ও দলগত।
**আবৃত্তি ও নৃত্য আগামী কাল প্রকাশিত হবে।
*** দলগত নৃত্যের প্রথম স্থানাধিকারী দলকে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাই।
**** ফলাফল সম্পর্কিত বিষয়ে আমরা পরে অনলাইনে আসবো।বিচারকদের বিচারণাই ফলাফলের সর্বোচ্চ মানদণ্ড।

08/12/2024

সমস্বর বার্ষিক সাংস্কৃতিক অনলাইন প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল একটু পরেই প্রকাশিত হবে। আজ আমরা অনলাইনে আসতে অক্ষম তার কারণ আমাদের সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য শ্রী সুদিন অধিকারী মহাশয়ের মাতৃবিয়োগ হয়েছে তজ্জনিত কারণে আমরা চূড়ান্তভাবেই শোকাহত। এমতাবস্থায় অনলাইনে আসা সম্ভব হচ্ছে না। তবুও বেশ কয়েকটি বিভাগের রেজাল্ট আপলোড করা হচ্ছে। আশা করছি বাকিগুলি আগামীকাল করতে পারবো। এই অক্ষমতার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

15/11/2024

#সমস্বরের প্রত্যেক প্রতিযোগী ও শ্রোতা বৃন্দকে আমাদের সমস্বর পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
# গত কয়েকদিন যাবৎ যে সমবেত নৃত্যের প্রতিযোগিতা চলছিল, তা আজই সমাপ্ত হলো।
# যেহেতু জনপ্রিয়তার বিচারেও পুরস্কৃত করা হবে তাই সমস্ত রকম প্রতিযোগিতার শেষ সময়সীমা হল 30/11/2024 রাত্রি বারোটা পর্যন্ত।
# আমাদের বিচারনা পর্ব চলছে, যেহেতু প্রতিযোগীর সংখ্যাটা অনেকটাই বেশি, কিছুটা বিলম্ব হলেও আগামী মাসের প্রথম সপ্তাহেই ফলাফল জানানো হবে।
# আগামী ১৪ই ডিসেম্বর, ২০২৪ শনিবার, রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে সমস্বরের বার্ষিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকল সফল প্রতিযোগীদের সম্মাননা করা হবে।
তাই সুস্থ থাকুন সঙ্গে থাকুন 🙏

Address

B.T SARKAR ROAD,OPPOSITE OF DISTRICT LIBRARY .
Purulia
723101

Website

Alerts

Be the first to know and let us send you an email when সমস্বর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share