01/10/2025
🌸 মা দুর্গার অজানা তথ্য
1. অবতার রূপে দুর্গা –
অনেক পুরাণ মতে, মা দুর্গা হলেন আদ্যাশক্তি। ভগবান বিষ্ণুর অবতার যেমন আছে, তেমনি শক্তিরও বিভিন্ন অবতার আছে—তাঁর থেকেই কালী, পার্বতী, চণ্ডী, শিবানী, অন্নপূর্ণা প্রভৃতি রূপের উদ্ভব।
2. অস্ত্র প্রদানকারীরা –
মহিষাসুর বধের সময় দেবতারা মা দুর্গাকে অস্ত্র দান করেছিলেন। যেমন—
ভগবান শিব দিয়েছিলেন ত্রিশূল
বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র
ইন্দ্র দিয়েছিলেন বজ্র
বরুণ দিয়েছিলেন শঙ্খ
অগ্নি দিয়েছিলেন অগ্নিশিখা অস্ত্র
তাই মা দুর্গার হাতে দশটি অস্ত্র মানে সমগ্র দেবতাদের শক্তি।
3. দেবীর ভেহাল (বাহন) রহস্য –
সিংহ তাঁর বাহন হলেও, সিংহ এখানে কেবল বাহন নয়—মানুষের অন্তরের ভয়কে জয় করার প্রতীক। দেবীর উপর বসা মানে ভয়কে জয় করে এগিয়ে চলা।
4. অসুর রূপে মানুষের দুর্বলতা –
মহিষাসুর শুধুই এক দানব নয়, আসলে মানুষের অহংকার, লোভ, কামনা ও অজ্ঞতার প্রতীক। তাই দুর্গাপূজা মানে বাহ্যিক রাক্ষস বধ নয়, নিজের ভিতরের অসুরকে জয় করা।
5. দুর্গার ১০৮ নাম –
দেবী মহাত্ম্যমতে, মা দুর্গার একশ আটটি নাম আছে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি—চামুণ্ডা, জয়া, ভদ্রকালী, অন্নপূর্ণা, চণ্ডিকা ইত্যাদি।
6. দুর্গার আগমন ও গমন রহস্য –
পুরাণ মতে, মা দুর্গা কখন কী বাহনে আসেন ও যান তা মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করে। যেমন—
হাতিতে এলে সমৃদ্ধি
নৌকায় এলে ভালো ফলন
ঘোড়ায় এলে যুদ্ধ বা অশান্তি
ডোলায় এলে মহামারী বা দুঃখ
7. কেন কুমারী পূজা হয় –
কুমারী পূজা আসলে এই বার্তা দেয় যে, নারীর মধ্যে অপরাজেয় শক্তি আছে। ছোট্ট কন্যাকেও দেবী রূপে পূজা করা হয় কারণ সে শক্তির প্রতীক।
8. দুর্গা ও কৃষির যোগ –
অনেক গবেষক মনে করেন, দুর্গাপূজা মূলত কৃষির সঙ্গে জড়িত। শরতে ধান পাকার সময় মা দুর্গার পূজা হত—যাতে অন্নপূর্ণার কৃপায় খাদ্যের অভাব না হয়।
9. দুর্গার রূপে দশমহাবিদ্যা –
মা দুর্গা একক রূপে থাকলেও, তাঁর ভেতরে দশ মহাবিদ্যা বা দশ রূপ লুকিয়ে আছে। যেমন—কালী, তারা, ভুবনেশ্বরী, ধূমাবতী, বগলা, মাতঙ্গী প্রভৃতি।
10. প্রকৃতি ও শক্তির মূর্তি –
মা দুর্গা শুধু দেবী নন, তিনি প্রকৃতির প্রতীকও। তাঁর দশ হাত মানে দশ দিকের শক্তি। তিনি মানুষকে শেখান—প্রকৃতিকে সম্মান না করলে জীবনে সমতা আসবে না।
🙏🙏🙏🙏🙏সনাতন ধর্মের তথ্য লিখিত আকারে পাওয়ার জন্য পেজ টি লাইক ও ফলো করে পাশে থাকুন। 🙏🙏🙏🙏🙏🙏🙏