Radhe Radhe

Radhe Radhe "সনাতন ধর্মের জ্ঞান, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রচারের জন্য আমাদের ফেসবুক পেজ। শাস্ত্র, ভক্তি ও সংস্কৃতি নিয়ে ভিডিওর মাধ্যমে সবার কাছে পৌঁছানোই আমাদের উদ্দেশ্য।"

13/10/2025

Radhe Radhe🙏🙏
Good night💗💗💗💗

12/10/2025

Radhe Radhe🙏🙏 joy Shree Krishna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

10/10/2025

"রাত্রির নীরব প্রহরে
নাম নাও নারায়ণের,
শুভ রাত্রি।"

10/10/2025

জয় জয় মা কালী🙏🙏🙏🙏🙏❤❤❤❤🔱🔱🔱🔱🔱🔱🔱

10/10/2025

শুভ সকাল
রাধে রাধে🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

09/10/2025

জয় শিব শম্ভু 🕉🕉🕉🙏🙏❤❤❤💕💕💕💕💕🔱🔱🔱🔱🔱🔱🔱

08/10/2025

Good morning har har Mahadeb🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌸 মা দুর্গার অজানা তথ্য1. অবতার রূপে দুর্গা –অনেক পুরাণ মতে, মা দুর্গা হলেন আদ্যাশক্তি। ভগবান বিষ্ণুর অবতার যেমন আছে, তে...
01/10/2025

🌸 মা দুর্গার অজানা তথ্য

1. অবতার রূপে দুর্গা –
অনেক পুরাণ মতে, মা দুর্গা হলেন আদ্যাশক্তি। ভগবান বিষ্ণুর অবতার যেমন আছে, তেমনি শক্তিরও বিভিন্ন অবতার আছে—তাঁর থেকেই কালী, পার্বতী, চণ্ডী, শিবানী, অন্নপূর্ণা প্রভৃতি রূপের উদ্ভব।

2. অস্ত্র প্রদানকারীরা –
মহিষাসুর বধের সময় দেবতারা মা দুর্গাকে অস্ত্র দান করেছিলেন। যেমন—

ভগবান শিব দিয়েছিলেন ত্রিশূল

বিষ্ণু দিয়েছিলেন সুদর্শন চক্র

ইন্দ্র দিয়েছিলেন বজ্র

বরুণ দিয়েছিলেন শঙ্খ

অগ্নি দিয়েছিলেন অগ্নিশিখা অস্ত্র
তাই মা দুর্গার হাতে দশটি অস্ত্র মানে সমগ্র দেবতাদের শক্তি।

3. দেবীর ভেহাল (বাহন) রহস্য –
সিংহ তাঁর বাহন হলেও, সিংহ এখানে কেবল বাহন নয়—মানুষের অন্তরের ভয়কে জয় করার প্রতীক। দেবীর উপর বসা মানে ভয়কে জয় করে এগিয়ে চলা।

4. অসুর রূপে মানুষের দুর্বলতা –
মহিষাসুর শুধুই এক দানব নয়, আসলে মানুষের অহংকার, লোভ, কামনা ও অজ্ঞতার প্রতীক। তাই দুর্গাপূজা মানে বাহ্যিক রাক্ষস বধ নয়, নিজের ভিতরের অসুরকে জয় করা।

5. দুর্গার ১০৮ নাম –
দেবী মহাত্ম্যমতে, মা দুর্গার একশ আটটি নাম আছে। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি—চামুণ্ডা, জয়া, ভদ্রকালী, অন্নপূর্ণা, চণ্ডিকা ইত্যাদি।

6. দুর্গার আগমন ও গমন রহস্য –
পুরাণ মতে, মা দুর্গা কখন কী বাহনে আসেন ও যান তা মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণ করে। যেমন—

হাতিতে এলে সমৃদ্ধি

নৌকায় এলে ভালো ফলন

ঘোড়ায় এলে যুদ্ধ বা অশান্তি

ডোলায় এলে মহামারী বা দুঃখ

7. কেন কুমারী পূজা হয় –
কুমারী পূজা আসলে এই বার্তা দেয় যে, নারীর মধ্যে অপরাজেয় শক্তি আছে। ছোট্ট কন্যাকেও দেবী রূপে পূজা করা হয় কারণ সে শক্তির প্রতীক।

8. দুর্গা ও কৃষির যোগ –
অনেক গবেষক মনে করেন, দুর্গাপূজা মূলত কৃষির সঙ্গে জড়িত। শরতে ধান পাকার সময় মা দুর্গার পূজা হত—যাতে অন্নপূর্ণার কৃপায় খাদ্যের অভাব না হয়।

9. দুর্গার রূপে দশমহাবিদ্যা –
মা দুর্গা একক রূপে থাকলেও, তাঁর ভেতরে দশ মহাবিদ্যা বা দশ রূপ লুকিয়ে আছে। যেমন—কালী, তারা, ভুবনেশ্বরী, ধূমাবতী, বগলা, মাতঙ্গী প্রভৃতি।

10. প্রকৃতি ও শক্তির মূর্তি –
মা দুর্গা শুধু দেবী নন, তিনি প্রকৃতির প্রতীকও। তাঁর দশ হাত মানে দশ দিকের শক্তি। তিনি মানুষকে শেখান—প্রকৃতিকে সম্মান না করলে জীবনে সমতা আসবে না।

🙏🙏🙏🙏🙏সনাতন ধর্মের তথ্য লিখিত আকারে পাওয়ার জন্য পেজ টি লাইক ও ফলো করে পাশে থাকুন। 🙏🙏🙏🙏🙏🙏🙏

🌺 তারাপীঠের অজানা ইতিহাস ও রহস্য1. সতীর তৃতীয় নেত্রপতনপুরাণ মতে, সতীদেবীর দেহখণ্ড পতনের সময় তাঁর তৃতীয় নেত্র (অজ্ঞাচক...
10/09/2025

🌺 তারাপীঠের অজানা ইতিহাস ও রহস্য

1. সতীর তৃতীয় নেত্রপতন

পুরাণ মতে, সতীদেবীর দেহখণ্ড পতনের সময় তাঁর তৃতীয় নেত্র (অজ্ঞাচক্ষু) এখানেই পতিত হয়। এজন্য এই স্থান "তারাপীঠ" নামে পরিগণিত।

তবে অনেকেই মনে করেন, সতীর নেত্র নয়, বরং জিহ্বা বা হৃদপিণ্ড পতিত হয়েছিল এখানে। এই ভিন্ন মতের কারণে ইতিহাস আরও রহস্যময়।

2. ভামরী নদীর ভূমিকা

মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর নদী এখানে “ভামরী” নামে পরিচিত। বিশ্বাস করা হয়, ভামরীর তীরে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ হয়।

অনেক তান্ত্রিক সাধক এই নদীতীরে দীর্ঘকাল ধ্যান-সাধনা করেছেন।

3. মহাস্মশানের গুরুত্ব

মন্দির সংলগ্ন মহাশ্মশানটি সারা ভারতের অন্যতম বিখ্যাত তান্ত্রিক সাধনাস্থল।

বলা হয়, দেবী তারা কেবল গর্ভগৃহেই নন, শ্মশানেই প্রকৃত রূপে প্রকাশিত হন। এজন্যই তারাপীঠের শ্মশানকে “সিদ্ধিক্ষেত্র” বলা হয়।

4. বামাক্ষ্যাপার অলৌকিক লীলা

তারাপীঠের ইতিহাস বামাক্ষ্যাপা ছাড়া অসম্পূর্ণ। তিনি ১৯শ শতকে এখানে তারা মায়ের কৃপায় তান্ত্রিক শক্তি অর্জন করেছিলেন।

তাঁর বহু অলৌকিক ঘটনা আছে—যেমন তিনি দেবীকে মা হিসেবে কাছে টেনে খাওয়াতেন, খেলাতেন, এমনকি তাঁকে শাসনও করতেন।

5. অদৃশ্য গুপ্তকক্ষ

কথিত আছে, মন্দির প্রাঙ্গণে একটি গোপন কক্ষ আছে যেখানে প্রাচীন তান্ত্রিকরা অগ্নিহোম ও গুহ্যসাধনা করতেন। বর্তমানে সেটি সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।

6. মন্দিরের ভিন্ন মূর্তি

সাধারণ মন্দিরে দেবীর রূপ শাস্ত্রীয় হয়, কিন্তু এখানে দেবী তারার রূপ কালো পাথরের মূর্তি, যিনি শিশুকে স্তন্যদান করছেন।

মাতৃত্ব ও ভক্তির এই অনন্য প্রতীক সমগ্র ভারতবর্ষে বিরল।

7. তান্ত্রিক সাধনার কেন্দ্র

শুধু হিন্দু নয়, বৌদ্ধ বজ্রযান তান্ত্রিকরাও বিশ্বাস করেন—তারাপীঠে দেবী তারা দ্বারাই তাদের সিদ্ধি সম্ভব। তাই এটি হিন্দু-বৌদ্ধ তন্ত্রের মিলনস্থল।

---

✨ সংক্ষেপে বলতে গেলে, তারাপীঠ দেবী উপাসনা, তন্ত্রসাধনা ও অলৌকিক কাহিনির এক অমূল্য ভাণ্ডার। দেবী এখানে শুধু পূজিত নন, তিনি মা হিসেবে ভক্তদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ।

🙏🙏🙏🙏🙏সনাতন ধর্মের তথ্য লিখিত আকারে পাওয়ার জন্য পেজ টি লাইক ও ফলো করে পাশে থাকুন। 🙏🙏🙏🙏🙏🙏🙏

10/09/2025

"শুভ রাত্রি –
শিবের ধ্যানে মন দাও,
সকল দুঃখ ভুলে যাও।
শান্তি আর ভক্তির আলো,
স্বপ্নে আসুক শুধু ভালো।"

Shout out to my newest followers! Excited to have you onboard! ঔম দাসanSohel KhanBeNikolas BesraoiRajesh Soinr Manjinder...
06/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! ঔম দাসanSohel KhanBeNikolas BesraoiRajesh Soinr Manjinder GillasSanat Bhaskar SNarendra Singh

Address

Purulia

Alerts

Be the first to know and let us send you an email when Radhe Radhe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share