����
গ্রুপের সকল সদস্যদের উদ্দেশে বিশেষ বক্তব্য,এই গ্রুপটিকে শুরু করার উদ্দেশ্য , সমস্ত মানুষের মধ্যে সুস্থ, সুন্দর সামাজিক যোগাযোগ গড়ে তোলা। যাতে একে অপরকে সাহায্য করতে পারি, সমস্যার সমাধান করতে পারি। চাকরি সংক্রান্ত পোস্ট গুলিকে আমরা স্বাগত জানাই কারণ, কর্ম সংস্থানের সুযোগ তৈরি হওয়া অবশ্যই একটি ধনাত্বক ব্যাপার। কিন্তু এক্ষেত্রে অবশ্যই প্রার্থীরা যোগাযোগ করার সময় সত্যতা যাচাই করে এগোবেন যাতে প্রত
ারণার স্বীকার না হন। এ বিষয়ে গ্রুপ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্যবসা ভিত্তিক পোস্ট গুলিকেও স্বাগত,তার সাহায্যে আমরা জানতে পারবো, এলাকার অনেক পরিষেবা এবং প্রোডাক্ট সম্পর্কে,মূল্যের তুলনাও করতে পারবো । কিন্তু এক্ষেত্রে ক্রেতা দের সঠিক বিচার বিবেচনা কামনা করি। আর কোনো রকমের অসত্য, বিদ্বেষ,ধর্মবৈষম্য মূলক পোস্ট আমাদের গ্রুপে বর্জিত।
এই গ্রুপে এই গ্রুপের সবরকমই আলোচনা করা যেতে পারে, যেমন হাসি-মজা,সামাজিক পরিস্থিতি, পরিবেশ, জীবন-দর্শন, গাছপালা -বাগান বা ভ্রমণ বিষয়ক, সবকিছু নিয়েই আলোচনা বা ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে। কিন্তু অবশ্যই ভদ্রতা ও শালীনতা বজায় রেখে করতে হবে।
একান্ত অনুরোধ, এই গ্রুপ বা কোনো ওপেন ফোরামে কোনো নোংরা বা অশ্রাব্য ভাষা ব্যবহার করবেন না, শালীনতা বজায় রেখে কমেন্ট করবেন।
অবশেষে,সকলের সহযোগিতা কামনা করবো। এই গ্রুপটি যদি সকলের কাছে তাৎপর্যপূর্ন হয়ে উঠতে পারে, সেটিই হবে এই গ্রুপের সাফল্য।
ধন্যবাদ����