Jangipur TV News

Jangipur TV News জঙ্গীপুর টিভি নিউজ
সত্যের সন্ধানে,অতন্দ্র প্রহরী

21/07/2025

কয়েক বছরে ৪০ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি, এটা বাংলার মানুষের গর্ব: বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

𝙈𝙖𝙢𝙖𝙩𝙖 𝘽𝙖𝙣𝙚𝙧𝙟𝙚𝙚

21/07/2025
এবার শুরু হল ভাষা রক্ষার শপথ       শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা রক্ষার শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তব্যে ম...
21/07/2025

এবার শুরু হল ভাষা রক্ষার শপথ

শহীদ দিবসের মঞ্চ থেকে ভাষা রক্ষার শপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, ২৭ জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে মিটিং-মিছিল করুন। প্রতিবাদে নামুন। এ বার শুরু হল ভাষারক্ষার শপথ। ’

21/07/2025

বাংলা ভাষার অপমান নিয়ে শহীদ দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন ফিরহাদ হাকিম

𝙁𝙞𝙧𝙝𝙖𝙙 𝙃𝙖𝙠𝙞𝙢 - 𝘽𝙤𝙗𝙗𝙮

21/07/2025

যারা বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরতে চাই তাদের ২৬ সালের পর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে: বিজেপিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

𝘼𝙗𝙝𝙞𝙨𝙝𝙚𝙠 𝘽𝙖𝙣𝙚𝙧𝙟𝙚𝙚

21/07/2025

বাংলায় কথা বললেই বাংলাদেশি! আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গর্জন অভিষেকের, পার্লামেন্টে এবার থেকে বেশি বেশি করে বাংলাতে বক্তব্য দেওয়ার ঘোষণা

𝘼𝙗𝙝𝙞𝙨𝙝𝙚𝙠 𝘽𝙖𝙣𝙚𝙧𝙟𝙚𝙚

মুম্বইয়ে ট্রেনে বিস্ফোরণ মামলায় ১২ দোষীকে বেকসুর খালাস! বম্বে হাই কোর্ট বলল, যথেষ্ট প্রমাণ নেই     ২০০৬ সালে মুম্বইয়ে লো...
21/07/2025

মুম্বইয়ে ট্রেনে বিস্ফোরণ মামলায় ১২ দোষীকে বেকসুর খালাস! বম্বে হাই কোর্ট বলল, যথেষ্ট প্রমাণ নেই

২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাই কোর্ট। ২০১৫ সালে সংশ্লিষ্ট মামলায় ১২ জনকেই দোষী সাব্যস্ত করেছিল নিম্ন আদালত। পাঁচ জনকে আজীবন কারাদণ্ড এবং বাকিদের মৃত্যুদণ্ড দেন বিচারক। ১৯ বছর পুরনো ওই মামলায় সোমবার বম্বে হাই কোর্টের বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দকের পর্যবেক্ষণ, যথোপযুক্ত প্রমাণের অভাব রয়েছে। তাই অভিযুক্তদের বেকসুর খালাস করা হল। ২০০৬ সালের ১১ জুলাই ১১ মিনিটের মধ্যে মুম্বইয়ের বেশ কয়েকটি লোকাল ট্রেনে বিস্ফোরণ হয়। তাতে মোট ১৮৯ জন নিহত হন। ৮০০-র বেশি মানুষ আহত হন। প্রথম বিস্ফোরণটি হয়েছিল সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। অফিস ফেরত ভিড়ের মধ্যে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে ৬টা ৩৫ মিনিটে। মোট ৬টি স্টেশনে চার্চগেট থেকে আসা ট্রেনগুলিতে বিস্ফোরণ হয়। ওই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েক জনকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ২০১৫ সালে নিম্ন আদালত মোট ১২ জনকে দোষী সাব্যস্ত করেছিল। ফয়জ়ল শেখ, আসিফ খান, কমল আনসারি, ইথশাম সিদ্দিকি এবং নভেদ খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকি সাত জন বিস্ফোরণে ষড়যন্ত্র করার দায়ে আজীবন কারাদণ্ড পান। ওই ১২ জনই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন।

হাই কোর্ট এই মামলার শুনানিতে বলে, ‘‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মামলাকারীরা। এটা বিশ্বাস করা কঠিন যে, অভিযুক্তেরা অপরাধ করেছেন। তাই, তাদের দোষী সাব্যস্তের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।’’ আদালত এ-ও জানিয়েছে, অভিযুক্তেরা যদি অন্য কোনও মামলায় যুক্ত না-থাকেন, তবে তাঁদের জেল থেকে মুক্তি দেওয়া হবে। (আনন্দবাজার)

রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি গবই        পশ্চিমবঙ্গের মুখ...
21/07/2025

রাজনৈতিক যুদ্ধ অন্যত্র করুন! মমতার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাকারীকে বললেন প্রধান বিচারপতি গবই

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলায় সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বিআর গবইয়ের মন্তব্য, ‘‘রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন। কোর্টকে রাজনীতিকরণ করবেন না।’’

রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু     রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে...
21/07/2025

রিলস বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার সকালে সুজনিপারা রেলস্টেশন সংলগ্ন এলাকাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। এদিন রিলস ভিডিও বানানোর সময় সুজনিপারা এবং নিমতিতা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে একটি যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে যুবককে। তখনই তার মৃত্যু হয় বলে খবর।

Address

Raghunathganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jangipur TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jangipur TV News:

Share