14/09/2022
বাঙালির বারো মাসে তেরো পার্বন। যার মধ্যে শ্রেষ্ঠ উৎসব অবশ্যই দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজো শেষ মানেই তো আর উৎসবে ইতি নয়। তারপরই যে আলোর উৎসব অর্থাৎ কালীপুজো। উৎসবপ্রেমী বাঙালি সবেতেই গা ভাসাতে তৈরি থাকে। দুর্গাপুজোর শুভারম্ভ হতে বেশ কিছুটা সময় বাকি তারই মাঝে থিমে নয়া চমক দিতে শক্তির আরাধনায় মাতলো গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব। আজ ঘটা করে হল কালী পুজোর খুঁটিপুজো। পুরোহিতের মন্ত্রচারণ ও ধামসা মাদলের নৃত্যের তালে তালে জমজমাট হয়ে উঠলো আজকের খুঁটিপুজো। এদিন খুটিপুজো উপলক্ষ্যে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন সাংসদ মালা রায়, বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক অশোক দেব, অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক তাপস চ্যাটার্জী,বিধায়ক তাপস রায়,অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী, রাজ্য তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ, শ্রেয়া পান্ডে, ছাত্র সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই পুজোর প্রধান উদ্যোক্তা সৌম্য বকশী। এছাড়া এদিন খুঁটিপুজো উপ9লক্ষ্যে হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বকশী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জয় বকশী ,সুশান্ত দত্ত, পৌরমাতা ডঃ কাকলী সেন, পৌরপিতা সব্যসাচী দত্ত,প্রবন্ধ রায় সহ অন্যান্যরা। এবছর এই পুজো ৬৩তম বর্ষে পদার্পন করলো। এবছর সমগ্র ভাবনায় শিল্পী মানস দাস ও প্রতিমা রূপায়ণে ধনঞ্জয় রুদ্র পাল।