West Bengal Court Employees Association, Jangipur, Murshidabad

West Bengal Court Employees Association, Jangipur, Murshidabad Sub divisional Association of Judicial Employees, WB

09/07/2025
পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে 9 ই জুলাই এর ধর্মঘট। জঙ্গীপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ।
09/07/2025

পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে 9 ই জুলাই এর ধর্মঘট। জঙ্গীপুর মহকুমা আদালত, মুর্শিদাবাদ।

পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে আজ মুর্শিদাবাদ জেলার ৫ মহকুমায় ২ ঘন্টার কর্মবিরতি।
04/07/2025

পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে আজ মুর্শিদাবাদ জেলার ৫ মহকুমায় ২ ঘন্টার কর্মবিরতি।

📢 পশ্চিমবঙ্গ আদালত কর্মচারীদের পক্ষ থেকে এক ঐতিহাসিক বার্তা🟥 আগামী ৪ঠা জুলাই, ২০২৫ (শুক্রবার) — আমরা নামছি পেন ডাউন কর্ম...
02/07/2025

📢 পশ্চিমবঙ্গ আদালত কর্মচারীদের পক্ষ থেকে এক ঐতিহাসিক বার্তা

🟥 আগামী ৪ঠা জুলাই, ২০২৫ (শুক্রবার) — আমরা নামছি পেন ডাউন কর্মসূচিতে, দু’ঘণ্টার প্রতীকী প্রতিবাদে।
এই কর্মসূচি কোনো বিচ্ছিন্ন পদক্ষেপ নয় — এটি আমাদের সম্মান, অধিকার ও ভবিষ্যতের দাবিতে একটি ঐক্যবদ্ধ প্রতিবাদ।

আমরা যারা প্রতিদিন বিচারব্যবস্থাকে সচল রাখি —
📂 ফাইল সাজাই
⌨️ আদেশ টাইপ করি
🗂️ শুনানির রেকর্ড প্রস্তুত করি
⚖️ বিচারপ্রার্থীদের সুবিচারের পথ প্রশস্ত করি

আজ আমরা কলম ও মাউস নামিয়ে রাখছি —
কারণ যেখানে ন্যায় প্রতিষ্ঠিত নয়, সেখানে কাজ করাটাই একধরনের আপস।

🔴 আমাদের দাবি কেবল ডিএ বা বেতন নয় —
আমাদের দাবি মর্যাদা, স্বীকৃতি ও স্থায়িত্ব।
এই কর্মসূচি এক বার্তা — আমরা জেগে উঠেছি। আমরা এক হয়েছি।

👉 আদালত চত্বরে প্রমাণ হোক — কর্মচারীরা ঐক্যবদ্ধ।
👉 সরকার বুঝে নিক — আর বঞ্চনা বরদাস্ত করা হবে না।
👉 এই আন্দোলন চলবে — যতক্ষণ না ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হয়।

✊ সংগঠিত হোন। সচেতন হোন। লড়াই করুন।
এই লড়াইয়ে আপনার অংশগ্রহণই ভবিষ্যতের ভিত্তি।
আপনি থাকলে পরিবর্তন নিশ্চিত। আপনি না থাকলে তা অসম্পূর্ণ।

🔺 পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি জিন্দাবাদ!
🔺 কর্মচারী ঐক্য জিন্দাবাদ!
🔺 বিচার বিভাগীয় কর্মীরা সহ সমস্ত স্তরের বেতনভুক কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠার লড়াই, কর্মচারী ঐক্য জিন্দাবাদ!

01/07/2025
25/02/2025

🔴 উত্তর ২৪ পরগনার জেলা আদালতের স্টেনোগ্রাফার নিয়োগ বিজ্ঞপ্তির অনিয়ম সংক্রান্ত বিষয় উল্লেখে নিয়োগ কমিটির প্রধান হিসাবে আজ জেলা জজের কাছে দাবি-পত্র পেশ করা হয়েছে 🔴
📢 নিয়োগ বিজ্ঞপ্তি নং: ৭৮-জি, তারিখ: ১০.০২.২০২৫
📌 উত্তর ২৪ পরগনার জেলা আদালতে স্টেনোগ্রাফার গ্রেড-III পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তিতে একাধিক অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ জানানো হয়েছে।
উত্তর ২৪ পরগনার জেলা আদালতের স্টেনোগ্রাফার গ্রেড-III পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নং ৭৮-জি, তারিখ ১০.০২.২০২৫-এ একাধিক আইনি ও প্রশাসনিক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে, যা সরকারী বিভিন্ন আদেশনামার পাশাপাশি পশ্চিমবঙ্গ জেলা আদালতের নিয়োগ বিধি, ২০১৫-এর স্পষ্ট লঙ্ঘন লক্ষ্য করা গেছে। এই অনিয়মের কারণে এই বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের দাবি জানানো হচ্ছে।
🔹 মূল সমস্যা ও অনিয়ম 🔹
❌ ১. নিয়োগ বিধি লঙ্ঘন
✅ নিয়োগ কমিটির পরিবর্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এক প্রশাসনিক কর্মকর্তা, যা নিয়োগ বিধির ৫ নং নিয়মের লঙ্ঘন।
❌ ২. শিক্ষাগত যোগ্যতার অসঙ্গতি
✅ বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন সরকারী আদেশনামার পাশাপাশি ২০১৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী মাধ্যমিক পাশই যথেষ্ট।
❌ ৩. সংরক্ষণ নীতি লঙ্ঘন
✅ প্রতিবন্ধী প্রার্থীদের জন্য কোনো সংরক্ষিত পদ নেই, যা প্রতিবন্ধী অধিকার আইন, ২০১৬-এর স্পষ্ট লঙ্ঘন।
✅ ক্রীড়া কোটায় ‘তীরন্দাজি’ (Archery) বাদ রাখা হয়েছে, যা শ্রম দপ্তরের ২০১৬ সালের বিজ্ঞপ্তির পরিপন্থী।
✅ SC/ST Reservation Act অনুযায়ী SC/ST প্রার্থীদের আবেদন ফি মাফ থাকার কথা, কিন্তু বিজ্ঞপ্তিতে তাদের কাছ থেকেও ফি নেওয়া হচ্ছে, যা সংরক্ষণ আইনের লঙ্ঘন।
✅ ২০১৫ সালের নিয়োগ বিধি অনুযায়ী OBC (A&B) দের থেকে অর্ধেক আবেদন ফি নেওয়ার নিয়ম থাকলেও তাঁদের থেকে পুরো ফি-সংগ্রহ করা হচ্ছে।
❌ ৪. বাছাই পদ্ধতির অনিয়ম
✅ শর্টলিস্টিং রেশিও ১:১০ হওয়ার কথা থাকলেও ১:৩ করা হয়েছে, যা প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দেয়।
✅ টাইপিং ও শর্টহ্যান্ড পরীক্ষার নিয়মে পরিবর্তন এনে ১০০ WPM শর্ত রাখা হয়েছে, যা বিধির ৮০ WPM-এর নির্দেশনার পরিপন্থী।
❌ ৫. নিয়োগ প্রক্রিয়ায় চুক্তিভিত্তিক কর্মীদের জড়িত করা
✅ বিজ্ঞপ্তিতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে বলে তথ্য সামনে আসছে, যদি সেটা হয়ে থাকে তা সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশনার লঙ্ঘন। এছাড়া শেট্টি কমিশনের সুপারিশ অনুযায়ী ও সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে গিয়ে এই নিয়োগ কার্য সম্পাদন করা হচ্ছে।
❌ ৬. পদোন্নতির নিয়ম মানা হয়নি
✅ ৪০% পদ অভ্যন্তরীণ পদোন্নতির জন্য সংরক্ষিত থাকার কথা, কিন্তু সেই পরিমাণ পদ রাখা হয়নি বা প্রমোশনের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হয়নি।
📢 আমাদের দাবি
✔️ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করতে হবে।
✔️ নিয়োগ বিধি ও সংরক্ষণ নীতি যথাযথভাবে মেনে চলতে হবে।
✔️ চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে।
✔️ SC/ST/OBC ও সংরক্ষিত প্রার্থীদের কাছ থেকে নেওয়া বাড়তি ফি ফেরত দিতে হবে।
✔️ বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরে উপযুক্ত পদক্ষেপের দাবিতে জেলা জজের কাছে দাবি জানানো হয়েছে। আশাকরা যায় উক্ত বিষয়গুলি পর্যালোচনা করে কর্তৃপক্ষ সদর্থক পদক্ষেপ গ্রহণ করবে।
⚖️ আইনের লঙ্ঘন কখনোই বরদাস্ত করা যাবে না! প্রশাসনিক স্বচ্ছতা ও সুবিচারের স্বার্থে এই অনিয়ম বন্ধ করতে হবে!
📌 আমাদের কণ্ঠস্বর ছড়িয়ে দিন! এই পোস্ট শেয়ার করুন ও সচেতনতা বাড়ান! ✊

Address

Raghunathganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when West Bengal Court Employees Association, Jangipur, Murshidabad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share