19/10/2025
গুরুত্বপূর্ণ কিছু কথা বলি মনোযোগ দিয়ে পড়েন।৫ মিনিট ব্যায় হবে হয়তো তবে বুঝতে পারবেন অনেক কিছু
সোশ্যাল মিডিয়াতে ভিডিও অনেক প্রকার হয়। প্রতিবন্ধীর মতো চলাফেরা, চিল্লাচিল্লি করে তর্ক করে নিজেকে বড় মনে করলে সে মানুষ এর কাতারে পরে?
কত লোক ভিডিও বানাতো কিন্তু এখন ছেড়ে দিয়ে ব্যবসার দিকে যাচ্ছে। ভিডিও করেই সব হয়? ইউটিউব ফেসবুক এর কিসের ঠেকা পড়ছে লাখ লাখ টাকা দিবে?
এসব সীমিত সাময়িক আর জেগে জেগে স্বপ্ন দেখার মতো।ভাইরাল হলেই হয় না, মানুষের সম্মান, পরিবারের সম্মান রাখতে হয়।
বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর অল্প বয়সী শখের বসে ভিডিও করতো ইনকামও করছে কম বেশি কিন্তু শেষে এসে তারা সবাই ব্যবসা করছে। কেউ সেলুন,কেউ শোরুম, কেউ বা কাপড়ের কেন?কারণ অনলাইন এটা সাময়িক ভালো মনে হলেও সবথেকে খারাপ একটা প্লাটফর্ম। সম্মান পাওয়া অনেক কঠিন কিন্তু সম্মান হারাতে এক সেকেন্ডও লাগে না।
নাচানাচি বা গান বাজনা এসব করে খুব সম্মান পাওয়া যায়?কারা করে এসব?যারা একেবারেই নিম্ন কোনো কাজ নাই,কাজ পারে না, যোগ্যতা নাই তারা।এবার বলবেন তাহলে নাটক বা এসব করি,এতে তো সমস্যা নাই।
আপনাকেই বলছি শোনেন, আপনি জোকার?নাকি কাজ কর্ম করতে পারেন না।জোকারের মতো ভিডিও বানিয়ে লোক হাসাবেন এটা তো জোকার এর কাজ। আগেকার যুগে এসব করে মানুষ দুই চার টাকা উঠাতো সেটা দিয়ে সংসার চলতো,সেটাই এখন অনলাইনে হয়। এসব করে মান সম্মান হারানো খুব দরকার?
ধরেন আপনার ছেলে বা মেয়ে আছে,বয়স হয়েছে বা হচ্ছে তাদের কিছুদিন বা কিছু বছর পর বিয়ে দিতে হবে।তখন ছেলের বা মেয়ের বাবা যদি বলে তার বাবা ভিডিও করে,লোক হাসায় জোকারের মতো তখন কি উত্তর দিবেন?
আপনার জন্য আপনার ছেলে মেয়ের বিয়ে হতে চাইবে না,হলেও কথা শুনতে হবে। মানুষের কাছে ছোট, অপমানিত হতে হবে। এটা করতে চান আপনি?এখন অন্যর উদাহরণ দিতে যাইয়েন না, একজন পায়খানা খেলে, আপনি খাবেন না যদি আপনার মধ্যে রুচিবোধ থাকে তবে। সুতরাং কেউ করলেই করতে হবে তা না।
আমি কি বলতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি তা আপনি বুঝছেন কিনা জানি না আর আমি বুঝাতে পারছি কিনা সেটাও জানি না।এবার রাগ হচ্ছে হয়তো রাগ হলেও সত্যি কখনো মিথ্যা হবে না।মান সম্মান থাকতে তা হারাবেন না, আপনার সন্তান যেন মাথা উঁচু করে বলতে পারে আমার বাবা বা মা বড় বিজনেজ ম্যান বা চাকুরিজীবী।কখনো যেন বলতে না হয় বা কারো কাছে শুনতে না হয় যে টিকটকারের সন্তান,জোকারের সন্তান বা এসব কিছু।
এখন বলবেন তাহলে আমি এসব করবো না কিন্তু অন্যদের দিয়ে করিয়ে নিবো।
এবার বলেন তো নিজে করা আর অন্যকে দিয়ে করানো এটা ভিন্ন? অবশ্যই ভিন্ন কিন্তু আপনি জোকারের মতো লোক হাসাবেন,লোক টিটকারী কাটবে আপনাকে আর আপনার জন্য আপনার ফ্যামিলির সবার ক্ষতি হবে এটা খুব ভালো?বলবে উমুকে মা*গি নিয়ে ভিডিও বানায় বা মা*গি দের সাথে চলাফেরা করে এটা খুব ভালো হবে?
যথেষ্ট হয়েছে সামান্য লজ্জাবোধ,কমন সেন্স থাকলে এসব বাদ দিন।পারলে ছোটখাটো ব্যবসা শুরু করুন এবং সেই বিষয়ে ভিডিও বানান এতে পরিচিত বাড়বে ফলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে যাবে।তাই বলে জোক হাসাবেন,নাচ গান করবেন, শিল্পির কি অভাব পড়ছে নাকি?নিজেকে বড় মনে করা আর নিজে হেগে নিজেই গু খাওয়া সেম ব্যাপার
পরিবারে কয় মিনিট সময় দিছেন ভালো মতো বলতে পারেন? পরিবারের সবাইকে এক সেকেন্ড এর জন্য হাসিখুশি রাখতে পারছেন?কাজের অজুহাতে হয় বাহিরে আড্ডা দিচ্ছেন অথবা আসলেই কাজ করছেন কিন্তু পরিবারকে সময় দেওয়া,একটু ঘুরতে নিয়ে যাওয়া,হাল্কা একসাথে বসে নাস্তা করা ইয়ার্কি করে কথা বলা তা করছেন কখনো?পারেননি সময় হয়নি অথচ এসব ভিডিও করতে সময় ঠিকি হচ্ছে।
আসলে এগুলো মানুষ নামের অমানুষ যারা বড় বড় কথা আর কথায় কথায় এতো টাকা গেলো,এতো খরচ হলো এসব বলতে পারে।বোকার স্বর্গে বাঁশ করছেন,সব সময় নিজের সিদ্ধান্ত সঠিক নাও হতে পারে এটা বুঝা দরকার।
বাসায় এসেই হয় একা এটা থাকা নয়তো চিল্লাচিল্লি বা যেকোনো বিষয় নিয়ে তর্ক এসব ছাড়া আপনাদের কাছে আর কিছু আশা করা যায় না।
যে বোঝে না তার সাথে কথা না বাড়ানোই উত্তম।বুঝলে অনেক আগেই বুঝে গেছেন আর না বুঝলে কিছুই বলার নাই। এসব করবেন আর বাসায় এসে পশুর মতো ব্যবহার করবেন এইতো
বউ ছেলে মেয়ে ভালো লাগবে না।মা*গি ভালো লাগবে।এটা ওটা অজুহাত দেখিয়ে মা*গি নিয়ে থাকতে ভালো লাগবে। লোকের পাগলা বুঝ ভালো লাগবে।
একজন দেখাতে পারবেন যারা মা*গি নিয়ে ভিডিও করছে বা যাই করুক করেছে এবং বউ ছেলে মেয়ে নিয়ে সুখে থাকতে পারছে?নিজে ভালোই থাকছে অনেকেই ১৪ টা বিয়ে করছে এইতো আর মাঝখান থেকে বলি হয়ছে সেই পরিবার।
সময় থাকতে সময়ের মূল্য দিতে শিখুন।আর কিছুই বলার নেই আমার।যদি পুরাটা পড়ে থাকেন তবে কমেন্ট এ একটি মন্তব্য করে যাবেন,যদি আপনার মন্তব্য দেখে একজন মানুষের জ্ঞান হয়।
আপনার চিন্তা ভাবনা, যেকয়দিন বাচি নিজের মতো চললেই হলো তারপর পরিবার সন্তান জাহান্নামে যাক যায় আসে না।যদি পরিবারের চিন্তা করতেন তাহলে ব্যবসা নিয়ে ভাবতেন,কি করলে আপনার অবর্তমানে পরিবার সুন্দর মতো চলবে সেটা ভাবতেন। এসব করতেন না।
হ্যা ভিডিও করা যায়,কাজের গুরুত্বপূর্ণ বা এমন কিছু যাতে সময় নষ্ট না হয় পাশাপাশি লোকে উপকৃত হয়।শখের বসে করা যায় হয়তো মাসে বা সপ্তাহে একটা তবে সেটা যেন আপনার বয়স অনুযায়ী এগুলো মানায় সেটা খেয়াল রাখতে হবে।
এসব করতে গিয়ে অমানুষ হয়েন না।