BANGA AYNA

BANGA AYNA "BANGA AYNA" is a newly built online news portal in West Bengal.In the month of June in 2020 this Ne

06/08/2025

পশ্চিম বর্ধমান:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিকে সামনে রেখে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। সেইমতো প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে খরচ বরাদ্দ করা হবে। সেইমতো শনিবার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্দ্রা গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই এই ক্যাম্পে এলাকার বহু মানুষ তারা তাদের সমস্যার কথা নিয়ে ক্যাম্পে আসেন। সেখানে তারা তাদের সমস্যার কথা সরাসরি গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকদের কাছে জানান।
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার বান্দ্রা গ্রামে যে ক্যাম্প করা হয়।সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখা গিয়েছে। এলাকার মানুষ অত্যন্ত খুশি যে প্রশাসন সরাসরি তাদের গ্রামে পৌঁছে তাদের অভাব অভিযোগের কথা শুনে সেই মতো কিভাবে সমস্যার সমাধান করা যায় তা সরাসরি আলোচনা করা হয় এলাকা বাসীর সাথে। তিনি জানিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরাসরি তাদের সমস্যার সমাধান করতে পারবেন।

06/08/2025

নিয়ামতপুরে দুই মিনি বাসের রেষারেষিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, ক্ষতিগ্রস্ত বাইক, ঘটনাস্থলে পুলিশ

05/08/2025

বীরভূমের জয়দেব কেন্দুলীর অজয় নদে শ্রাবণের তৃতীয় সোমবারে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো!!

জয়দেব কেন্দুলীর বৈষ্ণব তীর্থভূমিতে বহু ভক্তরা সমাগম হয়েছেন।শ্রাবণের তৃতীয় সোমবার,বাবা ভোলানাথের মাথায় জল অর্পণ করার জন্য জয়দেব কেন্দুলীর সংলগ্ন অজয় নদে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরের মত এ বছরও শ্রাবণের তৃতীয় সোমবারে জয়দেব কেন্দুলিতে ভক্তদের ঢল দেখা যায়।বাবা ভোলানাথের মাথায় জল অর্পণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এবং অজয় নদ থেকে জল সংগ্রহ করে যেমন বক্কেশ্বর, ভুবনেশ্বর, রাঢেশ্বর জয়দেব কেন্দুলির বাবা কুশেশ্বর মন্দিরে গিয়ে জল অর্পণ করছেন। ভক্তদের সাথে কথা বলে জানা যায় তারা বহু বছর ধরে এই শ্রাবণের সোমবারে অজয় নদ থেকে জল তোলেন এবং বিভিন্ন জায়গায় ভোলানাথের মন্দিরে গিয়ে জল অর্পণ করেন। জয়দেব কেন্দুলি সংলগ্ন অজয় নদে সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তদের ভিড় চোখে পড়ার মতো এবং যাতে করে এই শ্রাবণের তৃতীয় সোমবারে জল ঢালাকে কেন্দ্র করে কোন রকম দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হতে পারে তার জন্য জয়দেব কেন্দুলী প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং নিরাপত্তা রয়েছে।।

চলুন শোনা যাক ভক্তরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন,,,,

05/08/2025

আসানসোলের এথোড়া ব্রিজের নিচে ১৯ নাম্বার জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস।তার ফলে আতঙ্কিত পথযাত্রীরা। ১৯ নাম্বার জাতীয় সড়কে পরপর বেশ কয়েকবার ধস হওয়ার ফলে আতঙ্কিত হয়ে পড়েছে যানবাহন চালকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ধসের জায়গাটি গার্ড ওয়াল দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

04/08/2025

পুরুলিয়া : স্বপ্ন পূরণ হতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার বাঘমুন্ডির সিন্দ্রী গ্রামের বাসিন্দা দুঃখু মাঝির। দুঃখু মাঝির ব্যাঙ্ক একাউন্টে ২ লক্ষ টাকা প্রদান করলেন শুভেন্দু অধিকারী।বাড়ির ভিত পুজো সেরে ফেললেন তিনি । ভূমি পুজন সেরে শুভেন্দু অধিকারীর নামে ১০০ চারাগাছ রোপণ করার শপথ নিলেন গাছ দাদু দুঃখু মাঝি ।

এতদিন অর্ধভগ্ন ত্রিপলের ছাউনি দেওয়া মাটির বাড়িতেই বসবাস ছিল দুঃখু মাঝির। ঝুঁকিপূর্ণ বাড়িতেই এক বিকলাঙ্গ ছেলে এবং বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। আবাস যোজনার বাড়ি পেলেও বড় ছেলে, বৌমা এবং চার নাতি নাতনি থাকতেন সেই বাড়িতে । ফলে বাধ্য হয়েই নিজের মাটির বাড়িতে দিনযাপন করেন দুঃখু মাঝি। কিন্তু এতে তাঁর বিন্দুমাত্র আক্ষেপ নেই । ৮০ পেরিয়েও তিনি নিয়মিত গাছ লাগানো এবং পরিচর্যা করে চলেছেন । নিজের প্রায় ১৫ বছর বয়সে আত্ম উপলদ্ধি করেছিলেন গাছ মানুষের জীবনে কতটা উপকারী । সেই থেকেই তিনি মাঠে, ঘাটে, শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন । অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন এইটুকু তিনি বোঝেন । তাই বৃদ্ধ বয়সেও সেই একইভাবে গাছ লাগিয়ে চলেছেন তিনি ।

এই গাছ দাদুর অসহায়তার খবর শুভেন্দু অধিকারীর কানে পৌঁছাতেই দুঃখু মাঝিকে পাকা বাড়ি তৈরি জন্য প্রথম ধাপে ২ লক্ষ টাকা প্রদান করেন তিনি। আগামীদিনে পুরো পাকা বাড়ি তৈরি জন্য আর্থিক ভাবে সমস্ত কিছু সহায়তা করার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী । একাউন্টে টাকা ঢুকতেই বাড়ির ভূমি পুজো সেরে ফেললেন দুঃখু মাঝি ।

04/08/2025

পুরুলিয়া : ভুয়ো ভোটার খুঁজতে বাড়ি বাড়ি অভিযানে নামলেন পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বরা। রবিবার সকাল থেকে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপির নেতাকর্মী সমর্থকরা পুরুলিয়া শহরের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায় । ভোটার লিস্ট সঙ্গে নিয়ে শহরবাসীর বাড়ি বাড়ি গিয়ে লিস্টে নাম থাকা, লিস্টে নাম না ওঠার বিষয়ে খোঁজ নেন এবং তথ্য সঞ্চয় করেন। এই অভিযানে নেমেই বহু ভূতুড়ে ভোটারের খোঁজ পান তারা । কেউ ১ বছর আবার কেউ তারও আগে মৃত অথচ ভোটার তালিকায় নাম রয়েছে মৃত ব্যক্তিদের। সঙ্গে সঙ্গে ভোটার তালিকায় নাম উল্লেখ করে তথ্য সংগ্রহ করেন । সমস্ত তথ্য সংশোধনের জন্য জেলা প্রশাসন এবং নির্বাচন আধিকারিককে জানানো হবে বলে জানান বিজেপি নেতৃত্বরা।

পুরুলিয়া শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম দত্তের বাবা প্রায় ১ বছরের বেশি আগে মৃত। অথচ তাহর নাম রয়েছে ভোটার তালিকায় । প্রশাসনের কাছে আবেদন জানানোর পরেও সেই নাম বাতিল করা হয়নি বলে অভিযোগ।

বিজেপির অভিযোগ, বহু ভূতুড়ে ভোটার রয়েছে জেলার ভোটার তালিকায় । সেই ভুতুড়ে ভোটারের নাম ব্যবহার করে তৃণমূলের দুষ্কৃতীরা ভোগে জয়লাভ করে । তাই ভুতুড়ে ভোটার খুঁজে সমস্ত তথ্য প্রশাসনের কাছে তালিকা সংশোধনের জন্য আবেদন জানানো হবে।

03/08/2025

জলমগ্ন রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখান সিপিএম নেতা সামির খান ও সিপিএম নেতারা বিক্ষোভ দেখালেন। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুজুরিয়া গ্রাম পঞ্চায়েতের গুনজুরিয়া বাজার এলাকার জানা যায় দুটি রাজ্যের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে বিহার ও বেঙ্গলের মানুষ । এই রাস্তায় এক হাঁটু জল জমে আছে তিন মাস আগেই নাকি এই রাস্তা হয়েছিল। তবে রাস্তার পিছের চাদর উঠে গেছে। অন্যদিকে খারাপ রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আজ এই রাস্তায় ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালেন সিপিএম নেতৃত্বরা । সিপিএম নেতা সমীর খান বলেন ইসলামপুর ব্লকের গ্রামগঞ্জে রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে যদি এইসব রাস্তা ঠিক না হয় তাহলে ভিডিও অফিস ঘেরাও করবো আমরা

03/08/2025

রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল বার্নপুরে তিনটি দোকান , দোকানদারদের মধ্যে চাঞ্চল্য

শুক্র্্শ্বশ্বএৈৈৈণ্তআচ্ছ চ্চঈশ্বরাতে বার্নপুরে তিনটি দোকান হঠাৎ করে ভেঙে ফেলায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা দোকানগুলির মধ্যে দুটি মাংসের দোকান এবং একটি চায়ের দোকান ছিল। রাতের অন্ধকারে এই পুরো পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার কারণে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।
স্থানীয় দোকানদাররা জানান যে এই পদক্ষেপ সম্পর্কে আগে থেকে কোনও তথ্য দেওয়া হয়নি বা কোনও লিখিত নোটিশও দেওয়া হয়নি।তারা জানান যে দোকানগুলি সরিয়ে নেওয়ার বিষয়ে তাদের সাথে মৌখিকভাবে কথা বলা হয়েছিল, তবে তারা সকালে এই পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তা সত্ত্বেও, প্রশাসন রাতে বুলডোজার চালিয়েছে, যার কারণে দোকানদারদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

03/08/2025

রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ের চূড়ার খাঁজে আটকে থাকা ঝাড়খণ্ডের যুবককে উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ ও বিপর্জয় মোকাবিলা বাহিনীর কর্মীরা

পুরুলিয়ার বিখ্যাত হীরক রাজার দেশ রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ের চূড়ার থেকে পড়ে পাহাড়ের খাঁজে আটকে থাকা এক যুবককে উদ্ধার করল রঘুনাথপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা।ঐ যুবকের নাম ফরিদ আনসারি।বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে।
জানা যায়,শনিবার সকালে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অবস্হিত দোকান দারেরা দেখেন জয়চন্ডী পাহাড়ের চূড়ার খাঁজে একটি যুবক বসে রয়েছে বিপদজনক অবস্হাতে।তারাই ঘটনাটি রঘুনাথপুর থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ ও রঘুনাথপুর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর রসি দিয়ে পাহাড়ের ঐ চূড়ার খাঁজ থেকে ঐ যুবককে উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।শনিবার বিকেল 5টা নাগাদ রঘুনাথপুর থানার পুলিশ জানিয়েছে
পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

03/08/2025

রাস্তা সংস্কারের দাবিতে শীতলপুরে পথ অবরোধ BJPর, উপস্থিত বিধায়ক

পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত শীতলপুর মোড়ে আজ দুপুরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। কারণ দীর্ঘ মাস থেকে নিয়ামতপুর থেকে ডিসেরগড় এবং ডিসেরগড় থেকে বরাকার বেগুনিয়া মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা রয়েছে। বিজেপি অভিযোগ করেন বার বার প্রশাসনকে জানানো হয়েছে তাসত্ত্বেও রাস্তার কাজ করা হচ্ছে না তাই এই বিক্ষোভ করা হলো বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ি পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়
যেখানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সঙ্গে ১০৫নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ইন্দ্রানী আচার্য্য, বিজেপি নেতা বাপ্পা আচার্য্য, সঞ্জীব ঘোষ, প্রেমদেব দাস সহ অনেকে।

02/08/2025

প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলন করেন।
তিনি এসআইআর সহ বাংলার পরিযায়ী শ্রমিক একাধিক বিষয় নিয়ে আজ কথা বলেন। ভিক্টর বলেন
বীরভূমের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার প্রসঙ্গে বলছেন ১৪ বছর ধরে মুখ্যমন্ত্রী এখানে কোন কলকারখানা শিল্প কর্মসংস্থানের কোন ব্যবস্থাই করেন নি।
এস আই আর নিয়ে তিনি বলেন কেউ কোথাও ছুটবেন না, তিনি বলেন বিভিন্ন জায়গায় ছুটছেন সাধারণ মানুষ কেউ পঞ্চায়েত সমিতি কেউ গ্রাম পঞ্চায়েত কেউ উকিল বাবুদের কাছে অযথা ছুটবেন না নিশ্চিন্তে নিয়ে কাগজপত্র নিয়ে থাকুন।।
বাইট=আলি ইমরান রমজ ভিক্টর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক

02/08/2025

ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে পড়ুয়াদের সৃজনশীল প্রতিভায় মুগ্ধ হয়ে সমাজকর্মী নিশীথ গরাঁই ও তাঁর স্ত্রীর মানবিক কর্মসূচী

গত ১ জুলাই রাজনগর ব্লকের চন্দ্রপুর অঞ্চলের অন্তর্গত ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিদ্যালয় পড়ুয়া কচিকাঁচারা তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে নানা ধরণের শিক্ষণীয় মডেল ও প্রদর্শনীর মাধ্যমে৷ ছিল ক্ষুদে পড়ুয়াদের নানান পারফরমেন্স৷ সেগুলি দেখে অন্যান্য আরও অনেকের পাশাপাশি মুগ্ধ হন রাজনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবী নিশীথ গরাঁই ও তাঁর স্ত্রী শ্যামা গরাঁই৷ ভাবতে থাকেন স্কুলের ছোট্ট শিশুদের জন্য যদি কিছু উদ্যোগ নেওয়া যায়৷ ১ আগস্ট শুক্রবার স্কুলের ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেন নিশীথ বাবু ও তাঁর স্ত্রী৷ সেই সাথে বিদ্যালয়ের প্রত্যেক ছেলে মেয়ের হাতে শিক্ষা সামগ্রী রূপে খাতা,পেন্সিল,রাবার, কাটার প্রভৃতি তুলে দেন তাঁরা। তাঁদের এমন উদ্যোগের প্রশংসা করেন অনেকে৷ উল্লেখ্য, স্কুলের বাচ্চাদের মধ্যে জুলাই মাসে যে সব বাচ্চার জন্মদিন ছিলো তাদের জন্ম দিবসের অনুষ্ঠানও পালিত হয় এদিন। আমন্ত্রিত অতিথি রূপে স্কুলে উপস্থিত ছিলেন রাজনগর বিডিও, জয়েন্ট বিডিও সহ অন্যান্য সুধীজনেরা৷ এমন উদ্যোগ আয়োজন দেখে খুশি পড়ুয়ারা৷ নিশীথ বাবু, তাঁর স্ত্রী, বিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান অভিভাবক ও শিক্ষাপ্রেমীরা৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ মন্ডল বলেন, সবকিছু সুষ্ঠুভাবে এদিন সম্পন্ন হয়েছে৷( বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সফিউল আলমের রিপোর্ট বঙ্গ এক্সপ্রেস নিউজ

Address

Adra
723121

Telephone

+917001911749

Website

Alerts

Be the first to know and let us send you an email when BANGA AYNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BANGA AYNA:

Share

Our Story

'PRESS HOUR' is a newly built online news portal in West Bengal.In the month of June in 2018 this News Portal had launched in the Purulia District.This News Portal broadcasts both national and international news related to political affairs, trade and commerce, entertainment, agriculture,health, education,weather forecast,sports,current affairs,foreign affairs,updates and developments from the world of science and technology.