06/08/2025
পশ্চিম বর্ধমান:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিকে সামনে রেখে এলাকার মানুষ তাদের অভাব অভিযোগ জানাতে পারবেন। সেইমতো প্রতি বুথে ১০ লক্ষ টাকা করে খরচ বরাদ্দ করা হবে। সেইমতো শনিবার কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্দ্রা গ্রামে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই এই ক্যাম্পে এলাকার বহু মানুষ তারা তাদের সমস্যার কথা নিয়ে ক্যাম্পে আসেন। সেখানে তারা তাদের সমস্যার কথা সরাসরি গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের আধিকারিকদের কাছে জানান।
গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী শনিবার বান্দ্রা গ্রামে যে ক্যাম্প করা হয়।সেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান দেখা গিয়েছে। এলাকার মানুষ অত্যন্ত খুশি যে প্রশাসন সরাসরি তাদের গ্রামে পৌঁছে তাদের অভাব অভিযোগের কথা শুনে সেই মতো কিভাবে সমস্যার সমাধান করা যায় তা সরাসরি আলোচনা করা হয় এলাকা বাসীর সাথে। তিনি জানিয়েছেন এই কর্মসূচির মাধ্যমে মানুষ সরাসরি তাদের সমস্যার সমাধান করতে পারবেন।