23/06/2025
*!! মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা !!*
আজ ২১শে জুন শনিবার ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে,ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের ২০২৫ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংবর্ধনা প্রদান করা হয়।উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ,ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ।মন্ত্রী চন্দ্রনাথ সিনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভারমেন্ট স্কুল এবারের মাধ্যমিকে ব্লকের প্রথম স্থান অধিকার করেছে। যেখানে ২৪ টি ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৪ জন সফল হয়েছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে চুনপলাশী উচ্চ বিদ্যালয় ব্লকের প্রথম স্থান অধিকার করেছে, যেখানে ৭৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৭৩ জন সফল হয়েছে।
এছাড়া এদিন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য তাদের হাতে সংবর্ধনা প্রদান করা হয়।।