BANGA AYNA

BANGA AYNA "BANGA AYNA" is a newly built online news portal in West Bengal.In the month of June in 2020 this Ne

23/06/2025

*!! মন্ত্রী চন্দ্রনাথ সিনহার উপস্থিতিতে ইলামবাজার ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সংবর্ধনা !!*

আজ ২১শে জুন শনিবার ইলামবাজার বলাকা অনুষ্ঠান ভবনে,ইলামবাজার সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ব্লকের ২০২৫ এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবর্ষে বিভিন্ন সরকারি প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে সংবর্ধনা প্রদান করা হয়।উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কৃতি ছাত্র-ছাত্রীরা এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দনাথ সিনহা, বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ,ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার,পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার, সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু প্রমুখ।মন্ত্রী চন্দ্রনাথ সিনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।পরে শুরু হয় সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান।
ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভারমেন্ট স্কুল এবারের মাধ্যমিকে ব্লকের প্রথম স্থান অধিকার করেছে। যেখানে ২৪ টি ছাত্র-ছাত্রীদের মধ্যে ২৪ জন সফল হয়েছে। অপরদিকে উচ্চ মাধ্যমিকে চুনপলাশী উচ্চ বিদ্যালয় ব্লকের প্রথম স্থান অধিকার করেছে, যেখানে ৭৩ জন ছাত্রছাত্রীদের মধ্যে ৭৩ জন সফল হয়েছে।
এছাড়া এদিন পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের এক ছাত্রকে ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হয়।
ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য তাদের হাতে সংবর্ধনা প্রদান করা হয়।।

22/06/2025

*দামোদরপুর বিলিভার্স চার্চে প্রশিক্ষণ শিবির পরিদর্শনে সহকারী সভাপতি*

মানবাজার: মানবাজার ১ নং ব্লকের অন্তর্গত বিশরী অঞ্চলের দামোদরপুর বিলিভার্স চার্চে বৃহস্পতিবার থেকে এএন চেরিট্যাবল ট্রাস্টের রাজ্য কমিটির সদস্যা চৈতালী মুখার্জির নেতৃত্বে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ শিবির। শনিবার প্রশিক্ষনার্থীদের উৎসাহিত করার জন্য প্রশিক্ষণ শিবির পরিদর্শনে আসেন মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র।পাশাপাশি এদিন ট্রাস্টের পক্ষ থেকে মানবাজার ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র ও সাংবাদিক অমরেশ দত্তকে সংবর্ধনা জানানো হয়।উপস্থিত ছিলেন এএন চেরিট্যাবেল ট্রাস্টের জেলা কমিটির সদস্য জ্যোতির্ময় ব্যানার্জী,জয়দেব সর্দার সহ অন্যান্য সদস্য ও সদস্যারা সহ বিশিষ্টজনেরা।

22/06/2025

ইলামবাজারের জয়দেব কেন্দুলির ফেরিঘাটের রাস্তা খারাপ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগের মুখে।।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়। নিম্নচাপের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গ সহ বীরভূমের বিভিন্ন জায়গায় দফাই দফাই বৃষ্টি হওয়ায় চাষীরা ক্ষতির মুখে পড়ে,যেমন বাদাম, লঙ্কা, পটল প্রভৃতি ফসল ক্ষতিগ্রস্ত হয়। নিম্নচাপের বৃষ্টি জেরে এমনকি জয়দেব কেন্দুলীর ফেরিঘাটের রাস্তাও বিকল হয়। সাধারণ মানুষ জানিয়েছে নদীতে যদিও জলস্রোত কম কিন্তু রাস্তার বেহাল অবস্থা। তাই তড়িঘড়ি ফেরিঘাট কর্তৃপক্ষ তরফ থেকে সাধারণ মানুষদের কথা চিন্তা ভাবনা করে পুনঃরায় ফেরিঘাটে রাস্তার মেরামতে কাজ শুরু করে।ফলে বীরভূমের সাথে বর্ধমানের যোগাযোগ সচল থাকবে। ফেরিঘাটের রাস্তা মেরামতের কাজ খুব শিগগিরই শুরু করা হয় এবং সাধারণ মানুষদের যাতায়াতের সুব্যবস্থা করা হয়।উল্লেখ্য, বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিদে দৈনন্দিন এই কজওয়ে হয়ে যাতায়াত করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে। সাধারণ মানুষের একটাই দাবি এই ফেরিঘাট সচল থাকলে সাধারণ মানুষদের যাতায়াতের সহজ ও সুবিধা হবে। এই ফেরিঘাট দিয়ে স্কুল ছাত্র-ছাত্রী, রুগী, শিক্ষক শিক্ষিকা এমনকি কর্মজীবী মানুষ দৈনন্দিন যাতায়াত আছে।তবে সুখের কথা এই অজয় নদের উপর স্থায়ী সেতুর প্রায় ৯০ শতাংশ নির্মাণ হয়ে গেছে, শুধু চালু হওয়ার অপেক্ষায় দিন গুনছে সাধারণ মানুষ। কিন্তু এখনো পর্যন্ত দুই জেলার যোগাযোগের ক্ষেত্রে কজওয়ে একমাত্র ভরসা।।

21/06/2025

চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।ধৃত দুই জনের নাম শান্তি মাড্ডি ও লাল্টু কর্মকার।শান্তি মাড্ডি কাঁকসার আমানি ডাঙার বাসিন্দা ও লাল্টু কর্মকার কাঁকসার ৩নম্বর কলোনির বাসিন্দা।ধৃত দুই জনকে আজ মহকুমা আদালতে পেশ করে পুলিশ।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে ওই দুই জন একটি টোটো করে কাঁকসার কলোনি এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া কারখানা থেকে লোহার সামগ্রী ও প্রায় ৬থেকে ৭টি গাড়ির ব্যাটারি চুরি করে পানাগড়ে সেগুলিকে বিক্রির উদ্যেশ্যে যাচ্ছিলো।সেই সময় পুলিশের সন্দেহ হলে কাঁকসা থানার পুলিশ তাদের আটকে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথায় অসঙ্গতি দেখে তাদের গ্রেফতার করে ও টোটো সহ সমস্ত মাল আটক করে।দুই জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ওই দুই জন এর আগেও নানান সামগ্রী চুরি করেছে।কাঁকসা থানার পুলিশ দুই জনকে পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করবে বলে জানিয়েছে।

21/06/2025

রথযাত্রার আগেই এবার দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে যাবে পুরুলিয়ার প্রতিটি বাড়িতে বাড়িতে। রেশন ডিলারদের মাধ্যমে এই প্রসাদ বিতরণ কর্মসূচি ইতিমধ্যেই পুরুলিয়া জেলাজুড়ে শুরু করেছে পুরুলিয়া জেলা প্রশাসন। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাজ্যের প্রতিটি পরিবারের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত রথ যাত্রার আগেই এবার আগামী ২৭ জুনের মধ্যে রাজ্যের সমস্ত প্রান্তের পাশাপাশি পুরুলিয়া জেলার প্রতিটি বাড়িতে বাড়িতে এই প্রসাদ বিতরণ কর্মসূচি নিয়েছে জেলা খাদ্য দপ্তর। ইতিমধ্যেই পুরুলিয়া জেলার প্রায় সাত লক্ষ পরিবারের হাতে জগন্নাথ দেবের এই মহাপ্রসাদ বিতরণের দায়িত্ব দেওয়া হয়েছে রেশন ডিলারদের। জানা গিয়েছে, একটি করে প্যাকেট প্রতি পরিবার পিছু দেওয়া হচ্ছে এই মহাপ্রসাদ। প্রসাদে থাকছে একটি গজা, একটি পেড়া এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও দীঘার জগন্নাথ মন্দিরের একটি ছবি।

20/06/2025

বলরামপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ।
শুক্রবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বলরামপুর পুরুলিয়া ১৮ নম্বর জাতীয় সড়কের উপর নামশোল এলাকায় লরির সাথে বোলোরো গাড়ির সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটে ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বলেরো গাড়ির সকল যাত্রীকে উদ্ধার স্থানীয় বাঁশগড় হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎস নয় জনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে বলেরও গাড়িটি পুরুলিয়া দিক থেকে আসছিলো ঠিক তখনই বলরামপুর নামশোল প্রাইমারি স্কুলের পাশে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে বলরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। জানাগেছে ঝাড়খন্ডের ইচাগড় থানা এলাকার পাতকুম চিরুগড়া থেকে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকার আদাবনা গ্ৰামে বিয়ে বাড়িতে এসেছিলো তারা,সেখান থেকে ফেরার পথে বলরামপুর নামসোল এলাকায় পথ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় মৃতদের নাম জানা গেছে বৃহস্পতি মাহাতো, গুরুপদ মাহাতো, শশাঙ্কর মাহাতো ,বিজয় মাহাতো ,অজয় মাহাতো, কৃষ্ণা মাহাতো ,স্বপন মাহাতো এদের সাতজনের বাড়ি ঝাড়খণ্ডের নিমডি থানা এলাকার তিলায়টাঁড় গ্রামে এবং চন্দ্রমোহন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার রঘুনাথপুর গ্রামে ও চিত্তরঞ্জন মাহাতো বাড়ি নিমডি থানা এলাকার মুড়ু গ্রামে।

20/06/2025

চেলিয়ামার BDOঅফিসে ভোট গ্রহণ কেন্দ্র বাড়ানো সহ অন্যান্য বিষয়ে সর্বদলীয় প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল,উপস্থিত BDOসহ অন্যরা

২০২৬এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে ভোট গ্রহণ কেন্দ্র বাড়ানো সহ সুস্থ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশ মত বিভিন্ন বিষয় নিয়ে বুধবার বিকেল ৫টা নাগাদ সর্বদলীয় প্রশাসনিক একটি বৈঠক অনুষ্ঠিত হল রঘুনাথপুর ২নম্বর ব্লকের চেলিয়ামার বিডিওর চেম্বারে।বৈঠকে রঘুনাথপুর ২নম্বর ব্লকের বিডিও পঙ্কজ দাস, জয়েন্ট বিডিও শুভদীপ বৈদ্য, 245এর পাড়া বিধানসভার ERO সাব ডিভিশনার অফিসার অমিত গায়েন ব্লকের ওসি ইলেকশন তথা পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার সহ অন্যান্য আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে ব্লকের যেসব বুথ গুলিতে ১২০০র থেকে বেশি ভোটার রয়েছেন সেই সব বুথ গুলি ভেঙে দুটি করে বুথ করা হবে।মূলত সেই বিষয়টি নিয়েই এদিনের সর্বদলীয় বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেই বিষয়টি বোঝানো হয়।

19/06/2025

পুরুলিয়া:-টানা বৃষ্টিতেই জলমগ্ন পুরুলিয়া শহরের বেশ কয়েকটি এলাকা । পুরুলিয়া পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শরৎ সেন কম্পাউন্ড এলাকায় রাস্তার উপর হাঁটুজল দাঁড়িয়ে বিপত্তি। রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা । গাড়িখানা এলাকাতেও রাস্তার উপর জল দাঁড়িয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।
এলাকা জলপুর্ন । বাড়িতে ঢুকে পড়েছে জল । নিকাশির অবস্থার বেহাল । জল নিষ্কাশনের দাবিতে সরব এলাকাবাসীরা । এলাকা পরিদর্শন পৌরসভার ।

19/06/2025

নিম্নচাপের টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া থেকে মানকানালি সংযোগকারী রাস্তার উপর থাকা গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতু। গতকাল থেকেই সেতুর উপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় প্রবল বেগে জল বইতে শুরু করে। এর ফলে ওই সেতুর উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।
বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মানকানালি গ্রাম পঞ্চায়েতের ১৪ থেকে ১৫ টি গ্রাম। এই গ্রামগুলির মানুষ শিক্ষা থেকে স্বাস্থ্য সমস্ত বিষয়েই নির্ভরশীল বাঁকুড়া সদর শহরের উপর। কিন্তু সেতু জলের তলায় চলে যাওয়ায় এখন চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

19/06/2025

আসানসোল জেলার বারাবনি থানা এলাকায় ফিরে পাওয়া কর্মসূচির মধ্যে দিয়ে চুরি হওয়া ৪০ টি মোবাইল মালিককে ফেরত দিল বারাবনি পুলিশ।

19/06/2025

পুরুলিয়া জেলার ব্যস্ততম রাজ্য সড়ক পুকুরে পরিণত হয়েছে। এমনই ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পারবেলিয়া রেল লাইনের সংলগ্নে। এর আগেও খবর হওয়া পরেও PWD রাস্তার মেরামত করার কোন ব্যবস্তা নেইনি। বৃষ্টির হওয়ার ফলে বেশ বড় গর্তে পরিণত হয়েছে এবং জল দাঁড়িয়েছে। এই রাজ্য সড়কের অবস্থা বেহাল রয়েছে। এবং বলেছিলাম অন্ধকারে রয়েছে প্রশাসন ব্যবস্থা। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এই বিষয়ে এবং রাজ্য সড়কের অবস্থা দেখে মনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কোন বড়ো দুর্ঘটনা ঘটে ততক্ষণ পর্যন্ত প্রশাসন কোন ব্যবস্থা নিতে চাইছে না। এবং অন্যদিকে সেই রাজ্য সড়কের উপরে ওভারলোড লরি এবং ডাম্পার চলাচল এখন পর্যন্ত বন্ধ হয়নি। এই বিষয়ে এলাকার স্হানীয় মানুষজন বারবার প্রাশসনকে জানো স্বত্বেও কোন ব্যবস্থা নেয়নি । বাজারে লোকজন যদি স্থানীয় প্রশাসনকে জানালেও প্রশাসন উনাদেরকে ভয় দেখা বলে বিষয়টি ওনারা জানালেন। প্রশাসন কখন রাস্তা মেরামত করে তারেই অপেক্ষায় রইলো স্থানীয় মানুষজন।

19/06/2025

পুরুলিয়া জেলার রঘুনাথপুরের ব্লকডাঙ্গা কর্মতীথে মিশন মেকার্স এন্ড এ এন চ্যাটার্জী ট্রাস্ট এর যৌথ উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । অত্যন্ত উৎসাহ আর উদ্দীপনায় মধ্য দিয়ে আজ মিশন মেকার্স (এনজিও) সংস্হার উদ্যোগে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো । "একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন"এই কথাকে পাথেয় করে রক্তদাতা যাতে এগিয়ে এসে রক্তদান করেন । যাতে থালাসেমিয়া মুক্তি সমাজ গড়ার পাথেয় । পুরুলিয়া জেলার ব্লাড ব্যাংক চিকিৎকরের সহযোগিতায় আজকে রক্ত নেওয়া হল। পুরুলিয়া জেলার রক্তের চাহিদা মেটাতে আজকের আয়োজন করা হয় রক্তদান শিবির । এই শিবিরে ২৫জন রক্ত দিতে আসেন তাঁর মধ্যে ১৯জনের রক্ত নেওয়া হয় ।

Address

Raghunathpur
723133

Telephone

+917001911749

Website

Alerts

Be the first to know and let us send you an email when BANGA AYNA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BANGA AYNA:

Share

Our Story

'PRESS HOUR' is a newly built online news portal in West Bengal.In the month of June in 2018 this News Portal had launched in the Purulia District.This News Portal broadcasts both national and international news related to political affairs, trade and commerce, entertainment, agriculture,health, education,weather forecast,sports,current affairs,foreign affairs,updates and developments from the world of science and technology.