31/10/2025
সকাল থেকেই শিশিরের জল জোগাড়,,,, কাজল পাতা,,, চন্দন,,, প্রদীপ,,, উলুধ্বনি ,,, তারপর সেই মন্ত্র
ভাই এর কপালে দিলাম ফোঁটা,,,
যমের দুয়ারে পড়লো কাঁটা 🌸🌸
এটা সেই তখন কার গল্প,,, যখন সেরকম কিছুই বুঝতাম না,,,,,, শুধু সকাল থেকে সবার পেছন পেছন দৌড়ে বেড়াতাম,,,
দিদিভাই এর মতো শাড়ী পড়তে হবে,,, আর ও দাদুর কপালে ঠিক যেখানে যা করছে,,, আমাকে ও তাই করতে হবে,,,,,তাও, আবার দাদুর কোলে বসে ☺️
একটা সময়ে এই দিনে বাড়িতে চাঁদের হাট বসত,,,,
অনেকে আসতো ফোঁটা নিতে,,,আপন ভাই ছিলো না বলে আক্ষেপ হতো না আর,,,,,,
আমরা দুই বোন মন প্রাণ ভরে আনন্দ করতাম,,, ইচ্ছে করে কাজল পড়ানোর নাম করে কালো করে ভূত সাজিয়ে দিতাম,,, চন্দন লেপে দিতাম গোটা কপালে,,,, তারপর জোর করে মিষ্টি খাওয়ানোর পালা,,,,,,,সব শেষে জোর করে কপাল ঠুকে প্রণাম করাতো 😅
সময় বদলে যায়,,,, ব্যস্ততা বেড়ে যায়,,, ওই দিনটার গুরুত্ব সবাই আর হয়তো রাখতে পারে না,,,,
ব্যাস মন খারাপ 😔 আর,, মায়ের কাছে ঘ্যান ঘ্যান.... আর,, প্রতিবার ই ওই এক আশ্বাস,,,, "" আমি তো আছি,, আর কাউরে লাগবো না,,, আমারে ই ফোঁটা দিস ""
আমিও জানতাম এই একখানা ভরসার জায়গা আছেই,,,,😊😊 অনেকেই এসেছে,, আবার চলে ও গেছে,,,,,,,,,,, কিন্তু শেষ বার পর্যন্ত এই কপালে চন্দন এর ফোঁটা দিতে পেরেছি,,, মন প্রাণ ভরে আশীর্বাদ, ভালোবাসা কুড়িয়ে নিয়েছি
ইনি আমাদের দাদু,,, আমার বাবার বাবা,,, আমার প্রাণ ছিলো,, এখনও তাই ই আছে,,,, শুধু এই দিনটা ওই কপাল টা ছুঁতে পাই না ঠিকই,,, কিন্তু অনুভূতি তে ছুঁয়ে যায়,,,
এই ছবিটা শুধু ছবি না,,, একটা মুহূর্ত,,,,, অনেক আবেগ,,, ভালোবাসা,,, স্মৃতি জড়িয়ে আছে এই মুহূর্ত টার সাথে,,, আমার প্রথম ভাই ফোঁটা,,,, আমার আজীবনের সেরা মুহূর্ত 🌸🌸🌸💝💝