Saugata Misra Modicare

Saugata Misra   Modicare business and beauty consultant of MODICARE ❤️

সকাল থেকেই শিশিরের জল জোগাড়,,,, কাজল পাতা,,, চন্দন,,, প্রদীপ,,, উলুধ্বনি ,,, তারপর সেই মন্ত্র ভাই এর কপালে দিলাম ফোঁটা,,...
31/10/2025

সকাল থেকেই শিশিরের জল জোগাড়,,,, কাজল পাতা,,, চন্দন,,, প্রদীপ,,, উলুধ্বনি ,,, তারপর সেই মন্ত্র
ভাই এর কপালে দিলাম ফোঁটা,,,
যমের দুয়ারে পড়লো কাঁটা 🌸🌸

এটা সেই তখন কার গল্প,,, যখন সেরকম কিছুই বুঝতাম না,,,,,, শুধু সকাল থেকে সবার পেছন পেছন দৌড়ে বেড়াতাম,,,
দিদিভাই এর মতো শাড়ী পড়তে হবে,,, আর ও দাদুর কপালে ঠিক যেখানে যা করছে,,, আমাকে ও তাই করতে হবে,,,,,তাও, আবার দাদুর কোলে বসে ☺️

একটা সময়ে এই দিনে বাড়িতে চাঁদের হাট বসত,,,,
অনেকে আসতো ফোঁটা নিতে,,,আপন ভাই ছিলো না বলে আক্ষেপ হতো না আর,,,,,,
আমরা দুই বোন মন প্রাণ ভরে আনন্দ করতাম,,, ইচ্ছে করে কাজল পড়ানোর নাম করে কালো করে ভূত সাজিয়ে দিতাম,,, চন্দন লেপে দিতাম গোটা কপালে,,,, তারপর জোর করে মিষ্টি খাওয়ানোর পালা,,,,,,,সব শেষে জোর করে কপাল ঠুকে প্রণাম করাতো 😅

সময় বদলে যায়,,,, ব্যস্ততা বেড়ে যায়,,, ওই দিনটার গুরুত্ব সবাই আর হয়তো রাখতে পারে না,,,,
ব্যাস মন খারাপ 😔 আর,, মায়ের কাছে ঘ্যান ঘ্যান.... আর,, প্রতিবার ই ওই এক আশ্বাস,,,, "" আমি তো আছি,, আর কাউরে লাগবো না,,, আমারে ই ফোঁটা দিস ""

আমিও জানতাম এই একখানা ভরসার জায়গা আছেই,,,,😊😊 অনেকেই এসেছে,, আবার চলে ও গেছে,,,,,,,,,,, কিন্তু শেষ বার পর্যন্ত এই কপালে চন্দন এর ফোঁটা দিতে পেরেছি,,, মন প্রাণ ভরে আশীর্বাদ, ভালোবাসা কুড়িয়ে নিয়েছি

ইনি আমাদের দাদু,,, আমার বাবার বাবা,,, আমার প্রাণ ছিলো,, এখনও তাই ই আছে,,,, শুধু এই দিনটা ওই কপাল টা ছুঁতে পাই না ঠিকই,,, কিন্তু অনুভূতি তে ছুঁয়ে যায়,,,

এই ছবিটা শুধু ছবি না,,, একটা মুহূর্ত,,,,, অনেক আবেগ,,, ভালোবাসা,,, স্মৃতি জড়িয়ে আছে এই মুহূর্ত টার সাথে,,, আমার প্রথম ভাই ফোঁটা,,,, আমার আজীবনের সেরা মুহূর্ত 🌸🌸🌸💝💝





30/10/2025

SHIFTLIFE...... RESPIRATORY CARE 🌸🌸🌸

CARE OF YOUR LUNG...
CARE OF YOUR BREATH 🌸🌸🌸
゚viralシ

😅😅😅..
30/10/2025

😅😅😅..

এখন সব ছবি তো ওই মুঠো ফোন এই বন্দি থাকে,,, ইচ্ছে হলেই একগাদা তুলে নিয়ে আবার মুছেও দেওয়া যায়,,,,,,কোনো মায়া বা আবেগ জড়িয়...
29/10/2025

এখন সব ছবি তো ওই মুঠো ফোন এই বন্দি থাকে,,, ইচ্ছে হলেই একগাদা তুলে নিয়ে আবার মুছেও দেওয়া যায়,,,,,,কোনো মায়া বা আবেগ জড়িয়ে নেই তাতে,,, কিছুটা প্রয়োজন,, কিছুটা show off ,,, কিছুটা অভ্যেস 😊

আর,,, এই ছিল সেই যুগ ,,, ফটো উঠবে ওই এক খানা ই,,,,,, তা সে ব্যাকা হোক,,,, বা ট্যারা,,, সেই টাই সাজানো থাকবে অ্যালবাম এ,,,,,

এই রকম পুরানো অ্যালবাম খুললেই তাই বেরিয়ে আসে ঝাঁকে ঝাঁকে স্মৃতি,,,,

কাজ থেকে ফিরে তাই আজকে সব খাজানা নিয়ে বসেছি 🤩🤩 সাথে এক মগ চা,,,,,

কতো স্মৃতি,, কতো আনন্দ,, কতো আবেগ,, লুকিয়ে আছে এগুলোর মধ্যে,,,,, কতো পুরোনো সম্পর্ক,,, কখনো মুখে হাসি,,, তো কখনো চোখ টা একটু ভিজে আসছে,,,,
এক এক মুহূর্তে ,, এক এক জায়গায়, এক এক সময়ে পৌঁছে যাচ্ছে এই মন ,, যেনো এক রঙিন প্রজাপতি,,,
সত্যিই স্মৃতির ভিড়ে আটকে পড়ছি 💝
( সযত্নে মায়ের কাছে ছিল,,,,, এক প্রকার bond এ সই করে নিয়ে এসেছি,,😉😉 দুইদিনেরজন্য,,,,
একখান ছবি ও যাতে না হারায়,, নষ্ট না হয় 😁 )

সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে, আর,,, অসফলতা.....  বুঝে নিতে সাহায্য করে নিজের স্বপ্ন,, ক্ষমতা,,, ধৈর্য,,, শক্তি ...
29/10/2025

সফল হলে পৃথিবীর সাথে আমাদের পরিচয় ঘটে,

আর,,, অসফলতা..... বুঝে নিতে সাহায্য করে নিজের স্বপ্ন,, ক্ষমতা,,, ধৈর্য,,, শক্তি .............!!⚘️⚘️⚘️⚘️⚘️

28/10/2025

❣️ MAKEUP MELTING WIPES ❣️
SKIN এর MAKEUP REMOVE করা এখন খুবই সহজ ও সুন্দর হবে 🌸🌸🌸🌸
আর,, বারবার ব্যবহার এ SKIN হয়ে উঠবে অনেক বেশি GLOWING ,,,,, 🌸
PRODUCT সম্পর্কে জানতে অথবা PRODUCT পেতে অবশ্যই যোগাযোগ করতে হবে,,,,,,, 7001266113 ...
゚viralシ

25/10/2025

PRO WEAR BROW PENCIL ❣️❣️

゚viralシ

আমি এতদিন এই কাজল ব্যবহার করেছি,,,,,,, এটা just awesome👌👌👌কোনো তুলনাই হয় না 👌, একটা eye Pencil,,,,,, যা তিনটে কাজই করে.....
25/10/2025

আমি এতদিন এই কাজল ব্যবহার করেছি,,,,,,, এটা just awesome👌👌👌কোনো তুলনাই হয় না 👌
,
একটা eye Pencil,,,,,, যা তিনটে কাজই করে.....
🌸Kajal
🌸Eye liner
🌸Smokey eye shadow র কাজ খুব সুন্দর করে করা যায় 👌👌👌👌👌👌👌

✨️Long lasting,,,,,
✨️Smudge_proof
✨️water proof
✨️high pigment......... আর কি চাই 🤗🤗🤗🤗
শুধু বলবো,,,,,,, use করে দেখো 🤩🤩🤩
Contact. 070012 66113

সফলতা শুধু পাওয়ার গল্প না,,,,,,,,, সফলতা,,, হাল না ছাড়ার গল্প,,, 🌸🌸 নিজের ওপর বিশ্বাস রাখার গল্প 🌸🌸🌸🌸
24/10/2025

সফলতা শুধু পাওয়ার গল্প না,,,,,,,,,
সফলতা,,, হাল না ছাড়ার গল্প,,, 🌸🌸 নিজের ওপর বিশ্বাস রাখার গল্প 🌸🌸🌸🌸

বয়েস এর আগেই skin e open pores, Wrinkles,  চলে আসছে,,,,,,, skin loose হয়ে যাচ্ছে,,,,, pigmentation চলে আসছে 😒😒😒😒😒🌹 শুধু ...
23/10/2025

বয়েস এর আগেই skin e open pores, Wrinkles, চলে আসছে,,,,,,, skin loose হয়ে যাচ্ছে,,,,, pigmentation চলে আসছে 😒😒😒😒😒

🌹 শুধু ওপর থেকে treatment করে পুরোপুরি ফল পাওয়া যাবে না,,,,,, ভিতরের treatment প্রয়োজন,,,

...VEG COLLAGEN 👌👌👌

for,,,,,,

🌸 GLOWING SKIN
🌸 SKIN ELASTICITY
🌸 SKIN HYDRATION
🌸 HAIR GROWTH
🌸 STRONGER NAIL & BONE
🌸 JOINT HEALTH ........................
পুরো care টাই হোক ভিতর থেকে,,,⚘️⚘️⚘️⚘️

COLLAGEN BOOSTER 👸👸👸

10 YEARS YOUNG SKIN.......

22/10/2025

গল্প টা ছোটো হলেও,,,,,,, এর ব্যাপ্তি অনেক টা বড়ো 🌸🌸🌸🌸

........

゚viralシ

Address

Raiganj

Opening Hours

Monday 10am - 8pm
Tuesday 10am - 8pm
Wednesday 10am - 8pm
Thursday 10am - 8pm
Friday 10am - 8pm
Sunday 10am - 8pm

Telephone

+917001266113

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saugata Misra Modicare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saugata Misra Modicare:

Share