15/02/2025
সুসংবাদ! সুসংবাদ! সুসংবাদ!
দাওরায়ে রমাদানিয়া
পরিচালনায়:
জামিয়া মারকাযিল হুদা লিলবানিন ওয়ালবানাত ও লিতাহফিজিল কুরআনিল কারিম
গোদা সিমলহাট, আমলিয়া, চাকুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
সার্বিক তত্ত্বাবধানে:
ফজীলতুশ শাইখ জনাব মাওলানা হাফিজ ও কারি রমজান আলী জামেয়ী সাহেব (চেয়ারম্যান, জামিয়া মারকাযিল হুদা)
বিশেষ আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে সকল তালিবানে ইলমের উদ্দেশ্যে ঘোষণা করা যাচ্ছে যে,
জামিয়া মারকাযিল হুদা লিলবানিন ওয়ালবানাত ও লিতাহফিজিল কুরআনিল কারিম
গোদা সিমলহাট, আমলিয়া, চাকলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারতের উদ্যোগে ‘রমাদান ২০২৫’ সালে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দাওরায়ে রমাদানিয়া অনুষ্ঠিত হতে চলেছে। এতে বিশেষভাবে 'নাহু’ ও ‘সার্ফ’ এবং ‘আরবি সাহিত্য’ শেখার সুবর্ণ সুযোগ থাকছে।
শিক্ষক:
ফজীলতুশ শাইখ জনাব মাওলানা মুহাম্মাদ মূসা মাজহারী (ঝাড়বাড়ি, চাকুলিয়া) – যিনি ‘নাহু’ ও ‘সার্ফ’-এর বিশেষজ্ঞ শিক্ষক।
কোর্সের সময়সীমা:
“১ রমাদান থেকে ২৫ রমাদান পর্যন্ত”
ক্লাসের সময়সূচি:
প্রথম ক্লাস: সকাল ৭:০০ থেকে ৯:৩০ পর্যন্ত।
দ্বিতীয় ক্লাস: সকাল ১০:০০ থেকে ১২:০০ পর্যন্ত।
দাওরার বিষয়বস্তু:
হাসান তিলাওয়াতে কুরআন (সুন্দর কুরআন তিলাওয়াত শেখানো)।
‘নাহু’ ও ‘সার্ফ’ পাঠ (আরবি ব্যাকরণে দক্ষতা অর্জন)।
আরবি সাহিত্যের গুরুত্বপূর্ণ নিয়মাবলী।
বাস্তবিক প্রয়োগ ও অনুশীলনমূলক পাঠ।
ভর্তি সংক্রান্ত নিয়মাবলী:
ভর্তির জন্য কোনো পরীক্ষার প্রয়োজন নেই।
জামিয়ার বর্তমান শিক্ষার্থীদের পুনরায় ভর্তি হওয়া লাগবে না।
অন্যান্য মাদ্রাসা ও জামিয়ার শিক্ষার্থীরা নিজের নাম, পিতার নাম এবং পূর্ণ ঠিকানা উল্লেখ করে নিচের নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভর্তি হতে পারবে।
যোগাযোগ নাম্বার:
7407081632 / 9800417579
গুরুত্বপূর্ণ তথ্য:
এই দাওরা বিশেষভাবে ‘M-1’ (মুতাওয়াস্সাতা উলা) থেকে ‘S-2’ (সানবিয়া সানিয়াহ্) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত।
আবাসিক ও অনাবাসিক উভয়ের জন্য সম্পূর্ণ ফ্রি (অর্থাৎ কোনো ফি লাগবে না)।
আবাসিক শিক্ষার্থীদের জন্য থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে, ইন-শা-আল্লাহ।
ভর্তির তারিখ:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (শুক্রবার), রাত ১২টা পর্যন্ত।
আয়োজনে:
জামিয়া মারকাযিল হুদা লিলবানিন ওয়ালবানাত ও লিতাহফিজিল কুরআনিল কারিম
গোদা সিমলহাট, আমলিয়া, চাকুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, ভারত।
আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত নাম নিবন্ধন করার অনুরোধ রইলো।
-:জাযাকুমুল্লাহু খাইরান:-