24/04/2024
লাইফে কেও কাওকে ঠকাতে পারে না যদি নিজে সিধান্ত সঠিক নিতে পারো, আর কখনও কারো সামনে নিজের শক্তি বা দুর্বলতা কোনোটাই প্রকাশ করো না। তোমার শক্তি কেও জানলে হিংসে আর শত্রুতা করবে আর দুর্বলতা জানলে ব্ল্যাকমেইল বা সময়ের অপেক্ষায় সুযোগ খুঁজবে, কারণ প্রতি টা ব্যক্তি কোনো না কোনো দিক থেকে লোভী । ব্যতিক্রম একদমই যদি হয়ে থাকে সেটা হয়তো < 1%, তাই কে কেমন না খুঁজে নিজেকে লোভ থেকে বাঁচানো উত্তম। যা আছে যেমনি আছে তাতেই খুশি থাকুন দেখবেন লাইফ এর 99% কষ্ট দূর হয়ে যাবে। মানুষের nature অন্য মানুষ থেকে নিজেকে উঁচু দেখানোর চেষ্টা করা, এটা তার নিজের ইগো হোক বা সমাজের প্রতি ঘৃনা বা কোনো ব্যক্তির প্রতি ক্ষোভ, কিন্তু মানুষ এক পর্যায়ে নিজেকেই উত্তম দেখানোর সব রকম চেষ্টা করে যায়, তখন সে তার পাশে কে সুখে আছে না দুঃখে আছে সেটা আর ভাবে না বা দেখে না। অনেক জ্ঞানী তার জ্ঞানের বড়াই করে। সব মিলিয়ে সমাজই হচ্ছে বিশ আর সমাজই হচ্ছে মিষ্টি এটা পুরোটাই ডিপেন্ড করে নিজের প্রতি কন্ট্রোল এর উপর। যারা অন্যদের ঠকাই তারা এক সময় অনেক কিছু পেয়ে যায় টাকা, পাওয়ার, সম্মান কিন্তু সব গুলোই হয়ে যায় একটা বেলুনের মত, ফুলতে ফুলতে এক সময় ফেটে যায় আর শেষ মেষ সব কিছুই মাইনাস হয়ে যায়। হিংসা আর বিদ্বেষ সব কিছুই নষ্ট করে দিবে যদিও সে অনেক ভালো কিছু ভেবে থাকে সেটাও।
ভালো লাগল share করবে আর নেগেটিভ লোক দূরে থেকো। তারা সব কিছুতেই পন্ডিত সাজার চেষ্টা করে।
#সমাজ #পোস্ট #হিউম্যানিটি