24/06/2025
আপনারা যাদের Toxic বলেন আমিও সেই Toxic মানুষদের দলেই ছিলাম, একটু মন দিয়ে পড়বেন আমি বললাম "ছিলাম" তবে এখন আর আমার মধ্যে Toxic ব্যাপার টা নেই, আমি তখন বুঝতাম না Toxic কাদের বলে এবং কেনো Toxic বলে আমি জানতাম না, আমিও আমার প্রেমিকা কে অনেক কিছুই বারণ করতাম সব থেকে বেশি যেটা বারণ করতাম সেটা হলো অন্য ছেলের সাথে কথা বলতে বারণ করতাম, কারণ মানুষ সবার আগে কথার প্রেমেই পরে, কথা দিয়েই সব কিছু শুরু হয়, খুব সহজে যদি বোঝাই তবে কথা জিনিস টা সামান্য নয়, কথা বলে হৃদয় ভাঙা যায়, কথা বলে একটা মানুষকে হাসানো যায়, কথা বলে অশান্তি লাগানো যায়, এরপর যেটা নিয়ে সব সময় বলতাম সেটা হলো একটু ভদ্র পোশাক পরতে, পোশাক নিয়ে কথা বললে অনেক মানুষেরই গায়ে লাগে কথা টা, না না আমি পৃথিবীর সব মানুষের পোশাক নিয়ে কথা বলছি না, আমার কারোর পোশাক নিয়ে কোন আপত্তি নেই, কে কেমন পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে আমার প্রেমিকা কথা টা ভালো করে দেখবেন আমি বললাম যে "আমার" প্রেমিকা তাকে আমি আমার মত সাজতে বললে ক্ষতি কি? ভদ্র পোশাক পরতে বলতাম কারণ আমি জানি এই সমাজ টা কেমন, সহজে বোঝাবো একটু? ধরুন আম গাছে কাঁচা আম হয়েছে অনেক সেগুলো দেখা যাচ্ছে তবে গাছে কাঁচা আম ঝুলছে দেখে যতটা লোভ লাগে তার থেকেও বেশি লোভ লাগে একটা কাঁচা আম সেটাকে খোসা ছাড়িয়ে বাটিতে কিংবা প্লেটে নুন লংকার সাথে দেখলে জিভে জল চলে আসে না? আপনাদের!!! এরপর হলো সে কোথায় যাবে না যাবে সেটা আমাকে যদি না বলতো আমার খুব রাগ হতো, তবে এই রাগের থেকেও অনেক বেশি ভয় হতো, ভয় টা কেমন জানেন? ধরুন সে কোথাও বিয়ে বাড়ি যাবে, আরে আমি জানি যে সে বিয়ে বাড়ি গিয়ে একটু আনন্দ করবে ছবি তুলবে খাবে চলে আসবে, কিন্তু সেখানে তো আমি নেই তবে আমার বদলে সেই বিয়ে বাড়িতে অন্য অনেক ছেলে আছে আর প্রায় বিয়ে বাড়িতে ছেলেরা অচেনা নতুন মেয়ে দেখলেই পিছনে লাগে প্রপোজ করে, তাই আমার রাগের থেকেও অনেক বেশি ভয় টা হয়, কিন্তু ভয় টা আমার আর দেখে না দেখে আমার রাগ টা, কোথায় যাবো না যাবো সব কৈফিয়ত দিতে হবে তোমাকে? এমন সম্পর্ক আমি রাখবো না, শেষ পর্যন্ত এই কথা শুনতে হয়, এরপর যেটা নিয়ে আমার আপত্তি হতো সেটা হলো ছেলে ফ্রেন্ড নিয়ে, আরে ফেসবুকে কথা হতো তারপর wp নাম্বার দেওয়ার কি আছে তাকে? বুঝতে পারছি আমি সে জাস্ট ফ্রেন্ড তবে জাস্ট ফ্রেন্ড কে জাস্ট ফ্রেন্ড এর মতই রাখলে হয়না? ফেসবুক থেকে wp এ কেনো? Wp নাম্বার আর ফোন call এর নাম্বার টা তো আলাদা নয়? হ্যাঁ কিছু কিছু মানুষ এরকম আছে যাদের wp নাম্বার আলাদা ফোন call করার জন্য নাম্বার আলাদা, তবে আমার প্রেমিকার একটাই নাম্বার যেটা wp এবং ফোন দুটোই, তাহলে একটা জাস্ট ফ্রেন্ড কে wp নাম্বার দেওয়ার কি আছে? এটা আমার রাগ হতো খুব তবে রাগের থেকেও বেশি ভয় হতো, হারিয়ে ফেলার হয়, আমার রাগ টা বুঝলে আমার ভয় টাও বুঝতে হতো,
এরকম আরো যেসব কারণে আপনারা যাদের toxic বলেন কিছু বাদ দিয়ে সব বেশিরভাগ কারণ গুলো আমার মধ্যে ছিল, আবারো বলছি আমি বললাম "ছিল" এখন আর আমার মধ্যে এই রকম Toxic ব্যাপার টা নেই।
আমি জানি মানুষ অনেক রকম মানুষের চিন্তা ভাবনা ও অনেক রকম, তাই আমি আগেও বলেছি আর এখনো আরেকবার বলছি, এই পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে আমার কোন মাথা ব্যাথা নেই, কে কি পোশাক পরবে সেটা নিয়েও আমার আপত্তি নেই, শুধু যে আমার সে আমার মনের মত সাজলেই হবে এটুকুই।
(✍️ Kiran)