
14/06/2025
চিকিৎসাবিজ্ঞান বলছে, সাপে কা'টার তিন ঘণ্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া গেলে রোগীকে বাঁচানো সম্ভব। সাপে কাটার রোগীর বেশিরভাগ গ্রামের। কিন্তু গ্রাম তো দূরের কথা উপজেলা এমনকি জেলা পর্যায়ে পর্যন্ত প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহ হচ্ছে না।
স্বাস্থ্য অধিদফতরের ‘এনসিডিসি রিসার্চ ইনফোগ্রাফিকস’ নামের জার্নালে ‘ন্যাশনাল সার্ভে অন অ্যানুয়াল ইনসিডেন্স অ্যান্ড ইপিডোমিওলজি অব স্নেকবাইট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণার বরাতে বলা হয়েছে, সাপের কামড়ের শিকার এসব মানুষের ৯৫ ভাগই গ্রামের বাসিন্দা।