09/06/2023
Freelancing কি?
Freelancing শব্দটি অনেক পরিচিত আমাদের সকলের কাছে। ফ্রিল্যান্সিং মানে কারো অধিনে নিযুক্ত না হয়ে স্বাধীনভাবে নিজের দক্ষতা, শিক্ষা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এক বা একাধিক ক্লায়েন্টের সাথে কাজ করাকে বোঝায়।☺️
এছাড়াও একজন ফ্রিল্যান্সার একক নিয়োগকর্তার কাছে প্রতিশ্রুতি না দিয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গ্রহণ করে ও কাজ করে থাকে।🖤
ফ্রিল্যান্সাররা নিজের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহার করে বিভিন্ন ক্লায়েন্টকে অনলাইনে সেবা প্রদান করে থাকে এবং তার বিনিময়ে পারিশ্রমিক গ্রহন করে। সাধারনত ফ্রিল্যান্সিং এর টাকা $ ডলারে প্রদান করা হয়।💵😇
বর্তমানে Freelancing এর টাকা উঠানো অনেক সহজ, কারন বিভিন্ন ব্যাংক ফ্রিল্যান্সারদের খুব সহজেই ইন্টারন্যাশনাল কার্ড করার সুযোগ করে দিয়েছে। তাইতো দিন-দিন এই Freelancing সেক্টরে ফ্রিল্যান্সারদের সংখ্যা বাড়ছে।🤗