
15/06/2025
যার কাছে যেকোনো কিছু চাইতে কখনো দ্বিধা হয়না,কতশত আবদার হাসিমুখে পূরণ করে,
সবচেয়ে নির্ভরতার জায়গা,যার কাছে শত অভিযোগ করা যায়, অভিমান করলে ‘মা' ‘মা' ডেকে পাগল হয়ে যায়, যার সাথে কোথাও বের হলে কখনো দুশ্চিন্তা হয়না সেই তো হচ্ছে “বাবা"।
একজন অনেক রাগী মানুষও কিন্তু নিজের মেয়ের সামনে একদম বাধ্য বাচ্চার মত চুপচাপ হয়ে থাকে!বাবাদের বয়স বাড়লেও মেয়ের সামনে যেন সদ্য জন্ম নেয়া শিশুর মত হয়ে যায়।
যেকোনো বিপদে মেয়ে রা একমাত্র বাবার কাছেই সবচেয়ে বেশি নিজেকে সেফ মনে করে।মেয়ে রা জানে পুরুষজাতির মধ্যে একমাত্র বাবা-ই এমন পুরুষ যিনি কখনো ঠকাবেন না।
#বাবা_মেয়ে
লেখা: সাদিয়া আফরিন মার্জান
পিক:সংগৃহীত