MrVillage Bangla

MrVillage Bangla আসছে...

02/12/2025

প্রিয়স্মিতা সবাইকে পথ দেখাচ্ছে 😮❤️

01/12/2025

বিয়েতে এই ভাবে জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিলেন ❤️💐

হাজী মুহাম্মদ মহসিনের আজ মৃত্যুবার্ষিকী || Haji Muhammad Mohsin 🙏💐  হাজী মুহাম্মদ মহসিন ১. জন্ম ও বংশপরিচয়: হাজী মুহাম্...
29/11/2025

হাজী মুহাম্মদ মহসিনের আজ মৃত্যুবার্ষিকী || Haji Muhammad Mohsin 🙏💐

হাজী মুহাম্মদ মহসিন
১. জন্ম ও বংশপরিচয়: হাজী মুহাম্মদ মহসিন ১৭৩২ সালে (মতান্তরে ১৭৩০) পশ্চিমবঙ্গের হুগলিতে এক সম্ভ্রান্ত ও ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন হাজী ফয়জুল্লাহ এবং মাতা জয়নাব খানম। তাঁর পূর্বপুরুষরা ব্যবসার উদ্দেশ্যে ইরান থেকে বাংলায় এসেছিলেন।

২. শিক্ষাজীবন: তিনি হুগলিতে গৃহশিক্ষকের কাছে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং পরে উচ্চশিক্ষার জন্য মুর্শিদাবাদে যান। তিনি কুরআন, হাদিস, ফিকহ এবং আরবি ও ফারসি ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেন।

৩. বিশ্বভ্রমণ ও 'হাজী' উপাধি: জ্ঞান অর্জনের জন্য তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ইরান, ইরাক, মিশর, তুরস্ক এবং আরব দেশগুলো ভ্রমণ করেন। তিনি মক্কা ও মদিনায় হজ পালন করার পর 'হাজী' উপাধিতে ভূষিত হন।

৪. বিপুল সম্পত্তির উত্তরাধিকার: তাঁর সৎ বোন মন্নুজান খানম নিঃসন্তান ছিলেন। ১৮০৩ সালে মন্নুজান খানমের মৃত্যুর পর মহসিন তাঁর বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী হন, যার মধ্যে হুগলি, যশোর, মুর্শিদাবাদ ও নদীয়ার বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত ছিল।

৫. মহসিন ফান্ড (ওয়াকফ): ১৮০৬ সালে তিনি তাঁর সমস্ত সম্পত্তি জনকল্যাণে দান করে একটি ওয়াকফনামা বা ট্রাস্ট গঠন করেন, যা ইতিহাসে 'মহসিন ফান্ড' নামে পরিচিত। এই ফান্ডের অর্থ শিক্ষা বিস্তার ও দরিদ্রদের সহায়তায় ব্যয় করা হতো।

৬. দানবীর খেতাব: তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। নিজের বিশাল সম্পদ জনসেবায় উৎসর্গ করার জন্য তাঁকে 'বাংলার হাতেম তাই' বা 'দানবীর' বলা হয়।

৭. দুর্ভিক্ষে অবদান: ১৭৬৯-৭০ সালের ভয়াবহ দুর্ভিক্ষে (ছিয়াত্তরের মন্বন্তর) তিনি বহু লঙ্গরখানা স্থাপন করেন এবং হাজার হাজার অনাহারী মানুষকে অন্ন ও অর্থ দিয়ে সাহায্য করেন।

৮. শিক্ষা বিস্তারে ভূমিকা: মহসিন ফান্ডের অর্থে বহু শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হুগলি মহসিন কলেজ, হুগলি মাদ্রাসা, ঢাকা মহসিনিয়া মাদ্রাসা (বর্তমানে কবি নজরুল সরকারি কলেজ) এবং চট্টগ্রাম ও রাজশাহীর বিভিন্ন সরকারি স্কুল ও কলেজ।

৯. হুগলি ইমামবাড়া: তাঁর দানের অর্থে ১৮৬১ সালে বিখ্যাত হুগলি ইমামবাড়া নির্মাণ সম্পন্ন হয়। এটি শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, স্থাপত্যশৈলীতেও একটি অনন্য নিদর্শন।

১০. মৃত্যু ও সমাধি: এই মহান দানবীর ১৮১২ সালের ২৯ নভেম্বর হুগলিতে মৃত্যুবরণ করেন। হুগলি ইমামবাড়া প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো না বলিউডের ‘হি-ম্যান’ কে। কিন্তু কেন ?
25/11/2025

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো না বলিউডের ‘হি-ম্যান’ কে। কিন্তু কেন ?

ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অবসান। চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সকলের প্রিয় 'হিম্যান' ধর্মেন্দ্র। তাঁর মৃ...
24/11/2025

ভারতীয় সিনেমার স্বর্ণযুগের অবসান। চলে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সকলের প্রিয় 'হিম্যান' ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। এই কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 😭😭🙏💐

মাত্র ৩৭ বছর বয়সে পথ দুর্ঘ / টনায় চির বিদায় নিলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক হরমন সিধু।
22/11/2025

মাত্র ৩৭ বছর বয়সে পথ দুর্ঘ / টনায় চির বিদায় নিলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক হরমন সিধু।

18/11/2025

প্রিয় বকুলগাছের নিচে—উন্মোচিত হল জুবিনের ভাস্কর্য ❤️😭🙏💐

18/11/2025

“বন্ধুর জন্মদিনে আজও ফাঁকা চেয়ারটা তাকিয়ে থাকে" একজন বন্ধু প্রমাণ করে দিল— বন্ধু চলে যায় , বন্ধুত্ব নয়।

“বন্ধুর জন্মদিনে আজও ফাঁকা চেয়ারটা তাকিয়ে থাকে…”জুবিন নেই। তবু তাঁর জন্মদিনে দৌড়ে যাচ্ছেন এক বন্ধু—কারণ সত্যিকারের বন্ধু...
18/11/2025

“বন্ধুর জন্মদিনে আজও ফাঁকা চেয়ারটা তাকিয়ে থাকে…”
জুবিন নেই। তবু তাঁর জন্মদিনে দৌড়ে যাচ্ছেন এক বন্ধু—কারণ সত্যিকারের বন্ধুত্ব কখনও মরেনা।
“আমি এখন ফ্লাইটে বোর্ড করছি… নেমেই জুবিনের বাড়ি যাব”—জিৎ গঙ্গোপাধ্যায়ের এই একটুকরো বাক্যেই কেঁদে উঠল সোশ্যাল মিডিয়া।
“অনেক গান বাকি রয়ে গেল জুবিন… আমার তিন যুগের বন্ধু চলে গেল, আমি কী করে মেনে নেব যে তুই আর নেই?”
আজ জুবিনের জন্মদিনে শূন্যতাই সবচেয়ে জোরে চিৎকার করছে।
কিন্তু একজন বন্ধু প্রমাণ করে দিল—
বন্ধু চলে যায়… বন্ধুত্ব নয়।

18/11/2025

‘শুভ জন্মদিন, গোল্ডি… ভাল থেকো।’ || ৫৩তম জন্মদিনে স্বামী জুবিন গার্গকে ঘিরে আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী গরিমা

‘শুভ জন্মদিন, গোল্ডি… ভাল থেকো।’ || ৫৩তম জন্মদিনে স্বামী জুবিন গার্গকে ঘিরে আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী গরিমা
18/11/2025

‘শুভ জন্মদিন, গোল্ডি… ভাল থেকো।’ || ৫৩তম জন্মদিনে স্বামী জুবিন গার্গকে ঘিরে আবেগঘন বার্তা শেয়ার করলেন স্ত্রী গরিমা

Address

Rampur Hat
700001

Alerts

Be the first to know and let us send you an email when MrVillage Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrVillage Bangla:

Share