MrVillage Bangla

MrVillage Bangla আসছে...

আপনাকে যদি ১০ লক্ষ টাকা দেওয়া হয়, আপনি কি পারবেন আপনার সবথেকে বড় শত্রুকে জড়িয়ে ধরে 'সরি' বলতে? 😒🤝
02/01/2026

আপনাকে যদি ১০ লক্ষ টাকা দেওয়া হয়, আপনি কি পারবেন আপনার সবথেকে বড় শত্রুকে জড়িয়ে ধরে 'সরি' বলতে? 😒🤝

বাইরের লোকের সাথে হেসে কথা বলা খুব সহজ, কিন্তু ঘরের মানুষের অভিমান ভাঙানো খুব কঠিন। অথচ দিনশেষে ওই ঘরের মানুষটাই কিন্তু ...
01/01/2026

বাইরের লোকের সাথে হেসে কথা বলা খুব সহজ, কিন্তু ঘরের মানুষের অভিমান ভাঙানো খুব কঠিন। অথচ দিনশেষে ওই ঘরের মানুষটাই কিন্তু আপনার পাশে থাকে, বাইরের লোক না। 💯🥀

01/01/2026

এবার মিথি গরিব মানুষদেরকে শীতের ব্ল্যাঙ্কেট উপহার দিল

এর মধ্যেই আমাকে ভুলে গেলেন ? বিপদে সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। বন্যার সময় ত্রাণ নিয়ে ছুটে গেছি, নিজের বাড়িকে কোভিড কেয়...
01/01/2026

এর মধ্যেই আমাকে ভুলে গেলেন ?
বিপদে সবসময় আপনাদের পাশে দাঁড়িয়েছি। বন্যার সময় ত্রাণ নিয়ে ছুটে গেছি, নিজের বাড়িকে কোভিড কেয়ার সেন্টার বানিয়েছি। মানুষের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছি। একজন শিল্পী হওয়ার আগে আমি মানুষ হতে চেয়েছি। সেই লড়াই কি ভুলে গেলেন?
Zubeen Garg

আপনাকে যদি ১০ লক্ষ টাকা দেওয়া হয়, আপনি কি পারবেন অমাবস্যার রাতে একা শ্মশানে বসে ১ ঘণ্টা কাটাতে? 👻💀
01/01/2026

আপনাকে যদি ১০ লক্ষ টাকা দেওয়া হয়, আপনি কি পারবেন অমাবস্যার রাতে একা শ্মশানে বসে ১ ঘণ্টা কাটাতে? 👻💀

পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু খারাপ সময় এলে দেখবেন নিজের ছায়াটাও পাশে থাকে না। একা চলতে শিখুন! 🚶‍♂️💯
01/01/2026

পাশে থাকার প্রতিশ্রুতি তো সবাই দেয়, কিন্তু খারাপ সময় এলে দেখবেন নিজের ছায়াটাও পাশে থাকে না। একা চলতে শিখুন! 🚶‍♂️💯

31/12/2025

Happy New Year 2026

সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সাল একটি বিশেষ শক্তিধর বছর। কারণ ২০২৬ সংখ্যাটিকে একক অঙ্কে নামালে (২+০+২+৬) ফ...
31/12/2025

সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সাল একটি বিশেষ শক্তিধর বছর। কারণ ২০২৬ সংখ্যাটিকে একক অঙ্কে নামালে (২+০+২+৬) ফল দাঁড়ায় ১। সংখ্যাতত্ত্বে ১ হল সূর্যের সংখ্যা—যা নেতৃত্ব, আত্মবিশ্বাস, সাফল্য, শক্তি ও নতুন সূচনার প্রতীক। এই কারণেই জ্যোতিষীদের একাংশের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি খুলে যাচ্ছে ১:১:১ পোর্টাল, যা ম্যানিফেস্টেশনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি সময়।

বিশ্বাস করা হয়, ১:১:১ পোর্টাল এমন একটি সময় যখন মানুষের চিন্তা, ইচ্ছা ও সংকল্প খুব দ্রুত বাস্তব রূপ নিতে পারে। বছরের প্রথম দিন, তার উপর সূর্য-প্রভাবিত বছর—এই যুগলবন্দি ম্যানিফেস্টেশনের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই এই দিনে সঠিক নিয়মে ও ইতিবাচক মানসিকতা নিয়ে ম্যানিফেস্ট করলে মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মনে করেন জ্যোতিষীরা।

কী ভাবে করবেন ১:১:১ ম্যানিফেস্টেশন?

২০২৬ যেহেতু সূর্যের বছর, তাই ম্যানিফেস্টেশন করতে হবে ভোরবেলা। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে। এরপর একটি হলুদ রঙের কাগজ ও লাল কালির কলম নিতে হবে। হলুদ সূর্যের রং এবং লাল শক্তি ও কর্মক্ষমতার প্রতীক।

এই কাগজে সূর্যযন্ত্র আঁকতে হবে। প্রথমে একটি বড় চৌকো বক্স আঁকুন। তার ভিতরে ৯টি সমান খোপ তৈরি করুন।
প্রথম সারিতে লিখুন: ৬ | ১ | ৮
দ্বিতীয় সারিতে লিখুন: ৭ | ৫ | ৩
তৃতীয় সারিতে লিখুন: ২ | ৯ | ৪

এই সংখ্যাবিন্যাসটি সূর্যযন্ত্র হিসেবে পরিচিত। বক্সের নিচে সূর্যের স্ত্রী ‘সূর্যানি’-র নাম লিখতে হবে।

যন্ত্র আঁকা হয়ে গেলে কাগজটি হাতে নিয়ে সূর্যের দিকে মুখ করে দাঁড়ান। এবার সূর্য মন্ত্র—
“ওঁঃ ঘ্রিণী সূর্যায় নমঃ”
এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। মন্ত্র জপ করার সময় নিজের ইচ্ছা বা লক্ষ্য স্পষ্ট ভাবে মনে মনে সূর্যের কাছে জানাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—আপনি যা চাইছেন, তা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে—এই অনুভূতি মনে ধরে রাখা।

ম্যানিফেস্টেশন শেষ হলে ওই কাগজটি শোওয়ার ঘর বা ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে রেখে দিন। প্রতিদিন স্নান সেরে উঠে কয়েক মুহূর্ত সেই কাগজের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য মনে মনে ভাবুন।

কী উপকার হতে পারে?

জ্যোতিষ মতে, ১:১:১ পোর্টালে ম্যানিফেস্ট করলে

সারা বছর অর্থকষ্ট দূরে থাকতে পারে

কেরিয়ারে উন্নতি ও পদোন্নতির যোগ তৈরি হয়

ব্যবসায় লাভ ও সম্প্রসারণের সম্ভাবনা বাড়ে

নতুন চুক্তি বা বড় সুযোগ আসতে পারে

আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়

তবে জ্যোতিষীরাও বলেন, ম্যানিফেস্টেশন কোনও যাদু নয়। এর মূল শক্তি হল ইতিবাচক চিন্তা, স্পষ্ট লক্ষ্য ও ধারাবাহিক চেষ্টা। ১ জানুয়ারি সেই যাত্রার জন্য এক শক্তিশালী সূচনা মাত্র।

স্বামী-স্ত্রীর ঝগড়া অনেকটা বৃষ্টির মতো, বেশিক্ষণ থাকে না। কিন্তু তৃতীয় ব্যক্তির নাক গলানো ঝড়ের মতো, যা পুরো সংসার তছন...
31/12/2025

স্বামী-স্ত্রীর ঝগড়া অনেকটা বৃষ্টির মতো, বেশিক্ষণ থাকে না। কিন্তু তৃতীয় ব্যক্তির নাক গলানো ঝড়ের মতো, যা পুরো সংসার তছনছ করে দেয়। তাই নিজেদের ঝগড়া নিজেদের মধ্যেই রাখুন।

এর মধ্যেই আমাকে ভুলে গেলেন ? শুধু গান নয়, অভিনয় ও পরিচালনায়ও নিজেকে উজাড় করে দিয়েছি। 'মিশন চায়না' বা 'কাঞ্চনজঙ্ঘা'-র মতো...
31/12/2025

এর মধ্যেই আমাকে ভুলে গেলেন ?
শুধু গান নয়, অভিনয় ও পরিচালনায়ও নিজেকে উজাড় করে দিয়েছি। 'মিশন চায়না' বা 'কাঞ্চনজঙ্ঘা'-র মতো সিনেমার কথা মনে আছে? অসমীয়া সিনেমাকে বক্স অফিসে নতুন জীবন দিয়েছিলাম। সিনেমার পর্দায় আমার সেই উপস্থিতি কি আপনারা মিস করেন না?
Zubeen Garg

31/12/2025

Western Dress এ ব্যাপক ভাইরাল পল্লবী

“জয় শ্রীরাম বলতে হবে।” — এই কথাই নাকি হুমকি হিসেবে শুনতে হয়েছিল দুই সংখ্যালঘু মহিলাকে। অভিযোগ উঠেছে হাওড়া–বর্ধমান কর্ড শ...
31/12/2025

“জয় শ্রীরাম বলতে হবে।” — এই কথাই নাকি হুমকি হিসেবে শুনতে হয়েছিল দুই সংখ্যালঘু মহিলাকে। অভিযোগ উঠেছে হাওড়া–বর্ধমান কর্ড শাখার ৫ নম্বর শিমুল রেল গেটের গেটম্যান সুরজ মল্লিকের বিরুদ্ধে। এই অভিযোগকে ঘিরেই সোমবার এলাকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিবার ও স্থানীয়দের দাবি, ওই গেটম্যান নাকি অনেকদিন ধরেই পথচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। ঘটনাদিনে এক কলেজছাত্রী ও তাঁর পিসি স্কুটিতে গেট পার হওয়ার সময় হঠাৎ বাইক বন্ধ হয়ে যায়। তখন স্টার্ট দিতে গেলে গেটম্যান এসে আপত্তিকর মন্তব্য করেন ও হুমকি দেন—এমনটাই অভিযোগ।

উত্তেজনা বাড়লে জামালপুর থানার পুলিশ ও কামারকুন্ডু জিআরপি ঘটনাস্থলে পৌঁছয়। ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জিআরপির পক্ষ থেকে জানানো হয়—সুরজকে ওই গেটের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বিষয়টি তদন্ত করা হবে। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এই ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন—
🙏 ভিন্ন মত বা বিশ্বাস থাকলেও, একে অপরের প্রতি সম্মান কি আমরা ভুলে যাচ্ছি?

পূর্ব রেল জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মত কী? কমেন্টে লিখুন।

Address

Rampur Hat
700001

Alerts

Be the first to know and let us send you an email when MrVillage Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MrVillage Bangla:

Share