31/12/2025
সংখ্যাতত্ত্ব ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৬ সাল একটি বিশেষ শক্তিধর বছর। কারণ ২০২৬ সংখ্যাটিকে একক অঙ্কে নামালে (২+০+২+৬) ফল দাঁড়ায় ১। সংখ্যাতত্ত্বে ১ হল সূর্যের সংখ্যা—যা নেতৃত্ব, আত্মবিশ্বাস, সাফল্য, শক্তি ও নতুন সূচনার প্রতীক। এই কারণেই জ্যোতিষীদের একাংশের মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি খুলে যাচ্ছে ১:১:১ পোর্টাল, যা ম্যানিফেস্টেশনের জন্য অত্যন্ত শক্তিশালী একটি সময়।
বিশ্বাস করা হয়, ১:১:১ পোর্টাল এমন একটি সময় যখন মানুষের চিন্তা, ইচ্ছা ও সংকল্প খুব দ্রুত বাস্তব রূপ নিতে পারে। বছরের প্রথম দিন, তার উপর সূর্য-প্রভাবিত বছর—এই যুগলবন্দি ম্যানিফেস্টেশনের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাই এই দিনে সঠিক নিয়মে ও ইতিবাচক মানসিকতা নিয়ে ম্যানিফেস্ট করলে মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে মনে করেন জ্যোতিষীরা।
কী ভাবে করবেন ১:১:১ ম্যানিফেস্টেশন?
২০২৬ যেহেতু সূর্যের বছর, তাই ম্যানিফেস্টেশন করতে হবে ভোরবেলা। সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পোশাক পরতে হবে। এরপর একটি হলুদ রঙের কাগজ ও লাল কালির কলম নিতে হবে। হলুদ সূর্যের রং এবং লাল শক্তি ও কর্মক্ষমতার প্রতীক।
এই কাগজে সূর্যযন্ত্র আঁকতে হবে। প্রথমে একটি বড় চৌকো বক্স আঁকুন। তার ভিতরে ৯টি সমান খোপ তৈরি করুন।
প্রথম সারিতে লিখুন: ৬ | ১ | ৮
দ্বিতীয় সারিতে লিখুন: ৭ | ৫ | ৩
তৃতীয় সারিতে লিখুন: ২ | ৯ | ৪
এই সংখ্যাবিন্যাসটি সূর্যযন্ত্র হিসেবে পরিচিত। বক্সের নিচে সূর্যের স্ত্রী ‘সূর্যানি’-র নাম লিখতে হবে।
যন্ত্র আঁকা হয়ে গেলে কাগজটি হাতে নিয়ে সূর্যের দিকে মুখ করে দাঁড়ান। এবার সূর্য মন্ত্র—
“ওঁঃ ঘ্রিণী সূর্যায় নমঃ”
এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে। মন্ত্র জপ করার সময় নিজের ইচ্ছা বা লক্ষ্য স্পষ্ট ভাবে মনে মনে সূর্যের কাছে জানাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—আপনি যা চাইছেন, তা ইতিমধ্যেই আপনার জীবনে ঘটছে—এই অনুভূতি মনে ধরে রাখা।
ম্যানিফেস্টেশন শেষ হলে ওই কাগজটি শোওয়ার ঘর বা ঠাকুর ঘরের পূর্ব দিকের দেওয়ালে রেখে দিন। প্রতিদিন স্নান সেরে উঠে কয়েক মুহূর্ত সেই কাগজের দিকে তাকিয়ে নিজের লক্ষ্য মনে মনে ভাবুন।
কী উপকার হতে পারে?
জ্যোতিষ মতে, ১:১:১ পোর্টালে ম্যানিফেস্ট করলে
সারা বছর অর্থকষ্ট দূরে থাকতে পারে
কেরিয়ারে উন্নতি ও পদোন্নতির যোগ তৈরি হয়
ব্যবসায় লাভ ও সম্প্রসারণের সম্ভাবনা বাড়ে
নতুন চুক্তি বা বড় সুযোগ আসতে পারে
আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়
তবে জ্যোতিষীরাও বলেন, ম্যানিফেস্টেশন কোনও যাদু নয়। এর মূল শক্তি হল ইতিবাচক চিন্তা, স্পষ্ট লক্ষ্য ও ধারাবাহিক চেষ্টা। ১ জানুয়ারি সেই যাত্রার জন্য এক শক্তিশালী সূচনা মাত্র।